প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশে সমানভাবে সমাদৃত অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে কলকাতার একটি সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। জয়ার ফ্যাশন–অনুরাগীদের সংখ্যাও অনেক। তাই প্রিয় তারকা কখন কীভাবে সাজলেন, কেমন পোশাক পড়লেন—এসব নিয়ে ভক্তদের চুলচেরা বিশ্লেষণ থামেই না। আসন্ন সিনেমার প্রচারণার জন্য জয়া একেক সময় একেক অবতারে ধরা দিচ্ছেন। সেই ছবি ইনস্টাগ্রাম, ফেসবুকেও ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া অভিনেত্রীর বেশ কিছু ছবি বেশ সাড়া ফেলেছে।
রঙিন ওয়ান পিস কুর্তিতে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। এই সময়ের আবহাওয়া আর স্টাইল—দুটোকেই গুরুত্ব দিয়েছেন জয়া। তাই বেছে নিয়েছেন আরামদায়ক সুতি ফেব্রিকের কুর্তি। তবে নিজেকে রাঙানোর ব্যাপারে একেবারেই কার্পণ্য করেননি অভিনেত্রী। সেটা তাঁর পোশাকেই স্পষ্ট। মেজেন্টা জমিনে ফুটে উঠেছে প্যাস্টেল, বেগুনি, হলুদ, সবুজের খেলা। পোশাকটি একপলকে দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে রয়েছে নানা ধরনের নকশা। এসেমেট্রিক প্যাটার্নের কুর্তিতে বেল হাতা যোগ করেছে ফিউশন স্টাইল। স্ট্রাইপ নকশা ছাড়াও নজর কেড়েছে পোশাকে থাকা ঘন ফুল-পাতার নিখুঁত মোটিফ। কুর্তির গলায় অলংকৃত হয়েছে ছোট ছোট ট্যাসেল, চুমকি ও পুঁতির কাজ। এই পোশাকের সঙ্গে জয়া বেছে নিয়েছেন সরু জিনস। আর পায়ে পরেছেন কালো বক্স হিল।
তবে মেটাল ও গাঢ় মভ রংয়ের পাথরবসানো সূর্যকিরণ নকশার দুল বেশ নজর কেড়েছে। হাতে পরেছেন আংটি। গরমের কথা মাথায় রেখে মিনিমাল সাজে সেজেছেন জয়া। মভ লিপস্টিক আর আইলাইনারও চোখ এড়ায় না। সবশেষে পনিটেল করে কানে গুঁজে দিয়েছেন কাঠগোলাপ। গরম উদ্যাপনে পছন্দের অভিনেত্রীর মতো এমন সাজপোশাক বেছে নেওয়া যেতেই পারে।