
নবীন অভিনেত্রী পারশা মাহজাবিন পুর্নী খুব কম সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এর আগে থেকেই মিষ্টি কণ্ঠের জন্য শ্রোতাদের পছন্দের তালিকায় ছিলেন এই মিষ্টি মেয়ে। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও পারশা বেশ সক্রিয়। প্রায়ই নিজের নানা আকর্ষণীয় লুক শেয়ার করেন তিনি সবার সঙ্গে। আর পশু-পাখিপ্রেমী হিসেবেও পরিচিত এই জেনজি অভিনেত্রী। চলুন আমরা পারশা আর তাঁর বিড়াল ও পাখির চমৎকার সব ছবি দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।


















ছবি: পারশার ইন্সটাগ্রাম