নানা লুকে নজর কাড়ছেন এই পশু-পাখিপ্রেমী জেনজি অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

নবীন অভিনেত্রী পারশা মাহজাবিন পুর্নী খুব কম সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এর আগে থেকেই মিষ্টি কণ্ঠের জন্য শ্রোতাদের পছন্দের তালিকায় ছিলেন এই মিষ্টি মেয়ে। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও পারশা বেশ সক্রিয়। প্রায়ই নিজের নানা আকর্ষণীয় লুক শেয়ার করেন তিনি সবার সঙ্গে। আর পশু-পাখিপ্রেমী হিসেবেও পরিচিত এই জেনজি অভিনেত্রী। চলুন আমরা পারশা আর তাঁর বিড়াল ও পাখির চমৎকার সব ছবি দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।

১/১৮
প্রিয় বিড়াল ও পাখির সঙ্গে পারশা
প্রিয় বিড়াল ও পাখির সঙ্গে পারশা
বিজ্ঞাপন
২/১৮
জন্মদিনের মতো সব বিশেষ দিনেই এই দুইজন তাঁর সঙ্গে থাকে
জন্মদিনের মতো সব বিশেষ দিনেই এই দুইজন তাঁর সঙ্গে থাকে
বিজ্ঞাপন
৩/১৮
ল্যাভেন্ডার শাড়ির চোখজুড়ানো সাজে পাখিটি কিন্তু আলাদা করে নজর কাড়ছে
ল্যাভেন্ডার শাড়ির চোখজুড়ানো সাজে পাখিটি কিন্তু আলাদা করে নজর কাড়ছে
৪/১৮
স্ট্রেট চুল আর রূপালি বডিকন স্লিভলেস ড্রেসের আকর্ষণীয় লুকে পারশা
স্ট্রেট চুল আর রূপালি বডিকন স্লিভলেস ড্রেসের আকর্ষণীয় লুকে পারশা
৫/১৮
প্যাস্টেল মিন্ট ডিপনেক চেকার্ড ড্রেসের লুকে কোলে আছে বিড়াল
প্যাস্টেল মিন্ট ডিপনেক চেকার্ড ড্রেসের লুকে কোলে আছে বিড়াল
৬/১৮
ভ্যাকেশনে গিয়ে হাঁসের সঙ্গে বন্ধুত্ব করেছেন পারশা
ভ্যাকেশনে গিয়ে হাঁসের সঙ্গে বন্ধুত্ব করেছেন পারশা
৭/১৮
আরাম আরাম ওভারসাইজড উইন্টার জ্যাকেটের ওম উপভোগ করছে পারশার পাখিটিও
আরাম আরাম ওভারসাইজড উইন্টার জ্যাকেটের ওম উপভোগ করছে পারশার পাখিটিও
৮/১৮
ফুলেল ড্রেসে সুন্দরী পারশার সঙ্গে তাঁর বিড়ালটিও দারুণ পোজ দিয়েছে
ফুলেল ড্রেসে সুন্দরী পারশার সঙ্গে তাঁর বিড়ালটিও দারুণ পোজ দিয়েছে
৯/১৮
বাবল ব্রেইড স্টাইলে চুল বাঁধা। কামিজে স্টাইলিশ পারশার কাঁধে বসে আছে প্রিয় পাখি
বাবল ব্রেইড স্টাইলে চুল বাঁধা। কামিজে স্টাইলিশ পারশার কাঁধে বসে আছে প্রিয় পাখি
১০/১৮
হাইনেক পাফড স্লিভসের ড্রেসের লুকে পোষা পাখির সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে পারশাকে
হাইনেক পাফড স্লিভসের ড্রেসের লুকে পোষা পাখির সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে পারশাকে
১১/১৮
ছোট ছোট বিল্লুছানা হাতে নিয়ে উচ্ছসিত পারশা। পরেছেন স্মকিং করা প্রিন্টেড  ড্রেস
ছোট ছোট বিল্লুছানা হাতে নিয়ে উচ্ছসিত পারশা। পরেছেন স্মকিং করা প্রিন্টেড ড্রেস
১২/১৮
কিছুটা গথিক আমেজের এমন স্টাইলিশ লুকে প্রায়ই দেখা যায় পারশাকে। পরেছেন কালো সিকুইনের পোশাক
কিছুটা গথিক আমেজের এমন স্টাইলিশ লুকে প্রায়ই দেখা যায় পারশাকে। পরেছেন কালো সিকুইনের পোশাক
১৩/১৮
এখানে এই জেনজি অভিনেত্রী মন মাতাচ্ছেন লাল গোলাপের সাজে লাল পোশাকেই
এখানে এই জেনজি অভিনেত্রী মন মাতাচ্ছেন লাল গোলাপের সাজে লাল পোশাকেই
১৪/১৮
তবে পারশার এই পশু-পাখিপ্রেমী রূপটি অন্যরকম প্রিয় ভক্তদের কাছে।
তবে পারশার এই পশু-পাখিপ্রেমী রূপটি অন্যরকম প্রিয় ভক্তদের কাছে।
১৫/১৮
আরেক বিড়ালপ্রেমী অভিনেত্রী তানজিন তিশার বিড়ালের সঙ্গে নিজের বিড়ালের বিয়ে দিয়েছেন পারশা
আরেক বিড়ালপ্রেমী অভিনেত্রী তানজিন তিশার বিড়ালের সঙ্গে নিজের বিড়ালের বিয়ে দিয়েছেন পারশা
১৬/১৮
কনের সাজে কী মিষ্টি লাগছে এই মার্জারসুন্দরীকে!
কনের সাজে কী মিষ্টি লাগছে এই মার্জারসুন্দরীকে!
১৭/১৮
পারশার মনখারাপের সঙ্গীও হয় বিড়াল
পারশার মনখারাপের সঙ্গীও হয় বিড়াল
১৮/১৮
আবার বিড়ালছানার মাঝেই আনন্দ খুঁজে পান সংবেদনশীল মানুষ পারশা
আবার বিড়ালছানার মাঝেই আনন্দ খুঁজে পান সংবেদনশীল মানুষ পারশা

ছবি: পারশার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬: ০৩
বিজ্ঞাপন