হলিউডের অভিনেতা আর তারকা রেসলার জন সেনা শেরওয়ানি পরে ধুন্ধুমার নাচানাচি করছেন বরযাত্রী হয়ে। এদিকে দক্ষিণের অবিসংবাদিত রাজা রজনীকান্তের নাচে তুমুল হর্ষধ্বনি শোনা যাচ্ছে। মা নীতা আম্বানির হাত ধরে কিউট বর অনন্ত আম্বানি যে শেরওয়ানি পরে বিয়ের অনুষ্ঠানে পদার্পন করলেন, তার দাম শুনে হয় তো দাঁত কপাটি লেগে সাবে সবার। আম্বানি কুইন নীতা, বড় বউ শ্লোকা আম্বানি আর আম্বানি কন্যা ইশার পোশাকের চুলচেরা বিশ্লেষণের মাঝেই তর সইছে না কারো কনে রাধিকা আম্বানির বউয়ের সাজ দেখতে। এদিকে বলিউড ভেঙে পড়েছে আম্বানিদের বিয়ে বাড়িতে। চলছে নাচ-গান আর বাঁধভাঙা আনন্দের আয়োজন। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস বা রিতেশ-জেনেলিয়া, কাদেরকে বেশি সুন্দর লাগছে- এসবই এখন ট্রেন্ডিং। চলুন ইন্সটাগ্রামের ছবি আর ভিডিওতে আমরাও ঘুরে আসি আম্বানিদের বিয়েবাড়ি থেকে।
বিয়ের অনুষ্ঠানে পুরো পরিবার নিয়ে সামনে এলেন কিউট বর অনন্ত আম্বানি। নীতা আম্বানির দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না।
সবার আগে পরিবারের গুরুজন ধীরু ভাই আম্বানির প্রতি শ্রদ্ধা জানালেন নাতি অনন্ত।
আজকের বিয়ের বরযাত্রীতে সবচেয়ে বড় আকর্ষণ জন সেনার নাচ।
অনন্ত নেচেছেন মন খুলে। হাসিটি মন কেড়েছে সকলের।
অনিল কাপুর, রণবীর সিং তো বটেই, সকলের নজর ছিল দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের ওপর।
প্রিয়াঙ্কা-নিকের নাচ একেবারে জমিয়ে তুলেছে চারপাশ।
পুরো বলিউড ভেঙে পড়েছে বরযাত্রায়। চলছে নাচ-গান।
দেখে নিন বরের গাড়ি। ফুলে ফুলে সাজানো এই ভিনটেজ গাড়িতে করে বিয়ে করতে যাচ্ছেন অনন্ত আম্বানি।
ইশা আম্বানিকে সবসময়ের মতোই লাগছে চোখধাঁধানো সুন্দর।
বড় ছেলে আকাশ আম্বানি আর বড় বউ শ্লোকাও কম যান নি।
তবে নীতা আম্বানিকে সাজপোশাকে মাত দেওয়া কঠিন।
বলিউড বাদশা শাহরুখ খান পরেছেন পাঠান স্টাইলের শেরওয়ানি-সালওয়ার আর স্টেটমেন্ট নেকপিস। আর তাঁর বেগম গৌরি খানের পরনে ঝলমলে ফিউশন এথনিকওয়্যার।
কারুকাজ করা সাদা শেরওয়ানি আর ঢোলা প্যান্টে এসেছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি পরেছেন ক্ল্যাসিক ডিজাইনের লাল-বেগুনি লেহেঙ্গা।
আলিয়া ভাটের ফুশিয়া গোলাপি কাতান শাড়ি আর ম্যাচিং বটুয়ার সঙ্গে জড়োয়া গয়না আর রণবীর কাপুরের ক্রিমরঙা শেরওয়ানি নজর কাড়ছে।
ক্যাটরিনা কাইফের লাল শাড়ির সাজ আর ভিকি কৌশলের ফুলেল কাজের সাদা শেরওয়ানি খুব মানিয়েছে এই জুটিকে।
এমন ঐতিহ্যবাহী লুকে রাজেন্দ্রানীরূপে এসেছেন দীপিকা পাড়ুকোন। হবু মা দীপিকা আলো ছড়াচ্ছেন রীতিমতো।
বোন অর্পিতার সঙ্গে বলিউডের সুপারস্টার সালমান খান। সালমানের কালো শেরওয়ানিতে অভিজাত আমেজ। অর্পিতা খান পরেছেন ফুলেল নকশার ফিউশনওয়্যার
সপরিবার ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনি। সোনালি শেরওয়ানিতে দারুণ লাগছে তাঁকে।
নবাব পরিবারের এই দুষ্টূ-মিষ্টি ভাই বোন এসেছেন নজরকাড়া সাজে। সারা আলী খানের সোনালি-গোলাপি লেহেঙ্গা আর ইব্রাহীম আলী খানের কালো প্রিন্স কোট দারুণ মানিয়েছে তাঁদেরকে।
জন সেনার আকাশি নীল শেরওয়ানির ফুলেল কাজ নজর কাড়ছে।
শহীদ কাপু-মীরা কাপুর এসেছেন সুপার স্টাইলিশ লুকে। মীরার প্যাস্টেল লেহেঙ্গার কাটটি নজরকাড়া।
বলিউডের আরেক আলোচিত ভাই-বোন জুটি আরিয়ান খান-সুহানা খান। সুহানার আবেদনময় ঝলমলে শাড়িটি চোখ ধাঁধাচ্ছে আর আরিয়ানের বুক খোলা অল ব্ল্যাক স্যুটে সোয়্যাগের ছড়াছড়ি।
সোনালি কাজের লাল লেহেঙ্গায় অপরূপা সুন্দরী জুহি চাওলা।
দক্ষিণের রানি নয়নতারা আর তাঁর স্বামী ভিগনেশ শিভানের শুভ্র লুকে আভিজাত্যের ছাপ।
এর মাঝেই বর অনন্ত আম্বানিকে পরম মমতায় পরিবারের সদস্যরা পরিয়ে দিচ্ছেন ঐতিহ্যবাহী লাল 'সাফা' পাগড়ি।
বেশ মুডে রয়েছেন বচ্চন পরিবার। জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন আর নব্যা নাভেলিকে দেখা যাচ্ছে এখানে জমকালো সাজে।
প্রিয়াঙ্কা চোপড়ার উজ্জ্বল হলুদ লেহেঙ্গা আর নিক জোনাসের প্যাস্টেল শেডের স্যামন পিংক শেরওয়ানি-চুড়িদারে তাঁরা নজর কেড়েছেন সবার।
চোখ ধাঁধানো লাল ঝলমলে কাজ করা এথনিক ওয়্যারে ঐশ্বরিয়া রায় আলাদা এসেছেন কন্যা আরাধ্যা বচ্চনকে নিয়ে।
বলিউড ডিভা রেখা এসেই ধীরুভাই আম্বানির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন। খোলা চুল, জমকালো কাজের মেরুন জ্যাকেট আর টু-টোন বাসন্তী-লাল ঐতিহ্যবাহী কাতান শাড়িতে অনন্যা তিনি।
ময়ূরপঙ্খী নৌকায় করে এন্ট্রি নিচ্ছেন কনে রাধিকা মার্চেন্ট। সঙ্গে চলছে বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের লাইভ গান।
বিদেশি অতিথিদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মার্কিন বিনোদন জগতের দুই বোন কিম ও ক্লোয়ি কার্ডাশিয়ান।
হয়ে গেল, হয়ে গেল মালাবদল! অনেক অভিনন্দন নবদম্পতি অনন্ত ও রাধিকা আম্বানির জন্য।
হিরো ইমেজ: জুম টিভি ও আম্বানি আপডেটের ইন্সটাগ্রাম