কী কী মজার কাণ্ড করল হোয়াইট হাউজের এক্স ফ্যাক্টর চার বছরের শিশু লিল এক্স
শেয়ার করুন
ফলো করুন

ধনী ব্যক্তিরা বিভিন্ন ব্যবসায়িক পার্টি বা ইভেন্টে পরিবার নিয়ে যান। ব্যস্ততায় পরিবারের সঙ্গে সময় কাটানো হয় না বলেই এই ব্যবস্থা। ধনকুবের ও টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কও এক্ষেত্রে কম যান না। তিনজন নারীর গর্ভে মোট ১২ জন সন্তান রয়েছে তাঁর। সন্তানদের নিজের আশেপাশে পেতে পছন্দ করেন মাস্ক। সম্প্রতি তিনি পেয়েছেন নতুন ট্রাম্প সরকারের এফিসিয়েন্সি বিভাগের দায়িত্ব। ওভাল অফিসে গিয়েছেন এ বিষয়ে জরুরি আলোচনায়। সঙ্গে  করে নিয়ে যান চার সন্তানকে।

হোয়াইট হাউজ মাতাচ্ছে ইলন মাস্কের ৪ বছরের ছেলে
হোয়াইট হাউজ মাতাচ্ছে ইলন মাস্কের ৪ বছরের ছেলে

নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মাস্কের বছর চারেকের ছেলে লিল এক্স। তার দুষ্টুমি আর সাবলীল আচরণে সে কেড়ে নেয় সবার মন।

বিজ্ঞাপন

ছেলে লিল এক্সকে যেন একটু বেশিই ভালোবাসেন তিনি। তার জন্মের পর পর মাস্ক টুইটার কিনে নিয়েছিলেন। তখন ছেলের সঙ্গে নাম মিলিয়ে টুইটারের নাম বদলে এক্স রেখে দেন। এক্সের মা হলেন কানাডিয়ান সঙ্গীতশিল্পী গ্রাইমস। গ্রাইমসের এক্স ছাড়াও ইলন মাস্কের সঙ্গে আরো দুই সন্তান রয়েছে। মাস্কের প্রোন্যাটালিস্ট মুভমেন্টের সঙ্গে একমত হওয়াকে সমর্থন করেন গ্রাইমস। এই মুভমেন্ট পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে উচ্চ জন্মহারে বিশ্বাস করে। এক্সের এমন অদ্ভুত নামকরণ নিয়ে প্রশ্ন তোলে সবাই। মাস্ক তখন সবাইকে জানিয়ে দেন এক্সের নামের উচ্চারণ।

মাস্কের কোলে এক্স
মাস্কের কোলে এক্স

এক্সের পুরো নাম এক্স অ্যাশ এ-টুয়েলভ। তবে ক্যালিফোর্নিয়ার নামকরণ আইন মানতে ছেলের নাম ছোট করে এক্স করতে হয়েছে তাকে। এক্সের জন্ম ২০২০ সালের মে মাসে। ২০২৫ সালের মেতে পাঁচবছর পূর্ণ হবে তার।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে এক্স তার বাবার ঘাড়ে চড়ে বসে ছিল। এমনকি আমেরিকার প্রেসিডেন্টের বিখ্যাত রেজুল্যুট ডেস্কের কোণা ধরেও ঝুলতে দেখা যায় তাকে। ওভাল অফিসের সব সিরিয়াস আলোচনা ও কাজকর্মের মাঝে এক্সের এই দুষ্টুমিতে মজা পেয়েছেন সবাই।

বাবার ঘাড়ে এক্স
বাবার ঘাড়ে এক্স
ওভাল অফিসে ডেস্ক ধরে ঝুলছে সে
ওভাল অফিসে ডেস্ক ধরে ঝুলছে সে

আধাঘন্টা ধরে চলে এই প্রেস ব্রিফিং। এতে এক্স কিছুটা বিরক্ত হয়েই বারবার বাবার দিকে তাকাচ্ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছোট্ট এক্সকে একজন হাই আইকিউ ইনডিভিজুয়াল হিসেবে পরিচয় করান সকলের সঙ্গে। ইলন মাস্কের ছেলে বলে কথা।

এর আগেও ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় ইলন মাস্কের সঙ্গে জরুরি আলোচনা হয়।সেই মিটিংয়েও উপস্থিত ছিল মাস্কের সন্তানেরা। রাজনীতিবোদ্ধারা মনে করেন, জনগণের সামনে নিজেকে বেশ উদার ও ফ্যামিলি ম্যান প্রমাণ করতেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে মাস্কের সঙ্গী হয় তাঁর সন্তানেরা। এটি তাঁর রাজনৈতিক কৌশলের একটি। তবে ওভাল হাউজে ঘটা ঘটনায় এক্সের কাণ্ডকারখানা আর বাবা ইলনের সঙ্গে সম্পর্কের সমীকরণে মুগ্ধ সবাই।

বাবা ইলনের সঙ্গে সম্পর্কের সমীকরণে মুগ্ধ সবাই
বাবা ইলনের সঙ্গে সম্পর্কের সমীকরণে মুগ্ধ সবাই

সাধারণ বাবাদের মতোই বিরক্ত করা এড়াতে এক্সকে ঘাড়ে তুলে নেওয়ায় সবাই বলছেন, ধনকুবের হোনবা সাধারণ মানুষ, বাবারা এমনই হয়। এক্সের মা গ্রাইমস অবশ্য নিজের ইমেজ উন্নয়নে ছেলেকে লাইমলাইটে আনার তীব্র সমালোচনা করেন এ প্রসঙ্গে। তবে যাই হোক, ফুটফুটে শিশু এক্স এখন হয়ে উঠেছে হোয়াইট হাউজের এক্স ফ্যাক্টর।

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪২
বিজ্ঞাপন