এক বছরে যুক্তরাজ্যের অফিসিয়াল সিঙ্গেল চার্টে টানা অবস্থান ধরে রেখে রেকর্ড তৈরি করেছেন সময়ের জনপ্রিয় নবীন তারকা। সব রেকর্ড গুড়িয়ে দেওয়া যাকে বলে আরকি। ইউকে চার্ট মূলত সপ্তাহের সবচেয়ে সেরা গানগুলোর তালিকা প্রকাশ করে থাকে।
যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা সাবরিনা কার্পেন্টারের তুমুল জনপ্রিয় গান 'টেস্ট' একটানা সাত সপ্তাহ ছিল এই তালিকার শীর্ষে। তার আগের দুই গান 'এসপ্রেসো' ও 'প্লিজ প্লিজ প্লিজ' অনিয়মিতভাবে যথাক্রমে সাত ও পাঁচ সপ্তাহ টপে ছিল। পরিসংখ্যানমতে কার্পেন্টার ১৯ সপ্তাহ এই তালিকার ১ নম্বর অবস্থানে ছিলেন।
'টেস্ট' গানটি সাবরিনার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম শর্ট অ্যান্ড সুইট এর। আগস্টে বের হওয়া গানটি দিয়ে শ্রোতাদের হৃদয়ে রীতিমতো আলোড়ন তুলেছেন ২৫ বছর বয়সী এই উদীয়মান তারকা। এই সপ্তাহে সবচেয়ে বেশি স্ট্রিম হয়েছে সাবরিনার 'টেস্ট'। ৬ মিলিয়ন মানুষ শুনেছে এক সপ্তাহে গানটি।
কিংবদন্তী অলিভিয়া নিউটন জন ১৬ সপ্তাহ ইউকে চার্টের শীর্ষে ছিলেন ১৯৭৮ সালে। ২০২৪ এর সেই রেকর্ড ভাঙলেন এই জেনজি পপতারকা। পুরনো রেকর্ড পেছনে ফেলাই শুধু নয়, ১৯ সপ্তাহের এই অর্জনের মাধ্যমে ছুঁয়েছেন তিনি এ সময়ের সবচেয়ে জনপ্রিয় পপ শিল্পী এড শিরানকেও। ২০২১ সালে ব্যাড 'হ্যাবিটস' ও 'শিভারস' দিয়ে শিরান এই তালিকার শীর্ষে ছিলেন।
সূত্র: বিলবোর্ড ডট কম
ছবি: ইন্সটাগ্রাম