অভিনয় জগতে গ্ল্যামার তো থাকবেই। তার মাঝেও সাড়া জাগানো নাটক কাছের মানুষ দূরে থুইয়ার তাসনিয়া ফারিণ যেন সবার কাছের মানুষ হয়ে উঠেছিলেন। মায়াময় আর স্নিগ্ধ লুকেই বেশি দেখা গিয়েছে তাঁকে সেই সফট এরাতে। তবে সম্প্রতি যেন খোলস ভেঙে রীতিমতো আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী নানা গ্ল্যামারাস লুকে। আর ইনসাফ সিনেমায় শরীফুল রাজের সঙ্গে আকাশেতে লক্ষ তারা ২ গানে তো আইটেম গানের লেভেল বাড়িয়ে দিয়েছেন তিনি। বলা যায়, গ্ল্যাম জার্নিতে বেশ এগিয়ে গিয়েছেন তাসনিয়া ফারিণ। চলুন তাঁর এই জার্নির কিছু ঝলক আমরাও দেখে আসি।
ছবি: ইন্সটাগ্রাম ও ফেসবুক