তারকাদের বিয়ে নিয়ে আগ্রহের শেষ থাকে না ভক্তদের। ২০২৫ সালে হলিউড-বলিউড আর বাংলাদেশের অনেক তারকাই এক থেকে দুই হয়েছেন নজরকাড়া বিয়ের সাজে। চলুন দেখে নিই বর-কনের লুকে বছর জুড়ে গাঁটছড়া বাঁধলেন কারা।
তাহসান খান ও রোজা আহমেদ
১/৯
বছরের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল জনপ্রিয় গায়ক তাহসান খানের সঙ্গে রূপসজ্জা বিশেষোজ্ঞ রোজা আহমেদের বিয়ে। কো অর্ডিনেটেড ম্যাজেন্টা-কমলা-বাদামি কারুকাজ করা শাড়ি ও পাঞ্জাবি পরেছেন এই জুটি
বিজ্ঞাপন
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব
২/৯
দীর্ঘদিন প্রেমের পরে নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আদনান আল রাজীবের ডিজাইনার শেরওয়ানিটি ব্যতিক্রমী লাতে রঙের। মেহজাবীনকে দেখা যাচ্ছে জমকালো গয়নার হোয়াইট ব্রাইড লুকে।
বিজ্ঞাপন
হিনা খান ও রকি জয়সোয়াল
৩/৯
বলিউডের ক্যানসার যোদ্ধা অভিনেত্রী হিনা খান বিয়ে করেন প্রযোজক রকি জয়সোয়ালকে চিকিৎসা চলাকালীন সময়েই । ম্যাচিং আইভরি আউটফিটে দেখা যাচ্ছে এই জুটিকে
শামীম হাসান সরকার ও আফসানা প্রীতি
৪/৯
বিভিন্ন নাটকে প্রায়ই বরের বেশে দেখা যাওয়া অভিনেতা শামীম সত্যিই বর হয়েছেন এ বছর। কনে ইউনিভার্সিটি পড়ূয়া আফসানা প্রীতি। ক্ল্যাসিক লাল বেনারসিতেই সেজেছেন কনে। শামীম পরেছেন ক্রিমরঙা শেরওয়ানি
রাবা খান ও আরাফাত মহসিন
৫/৯
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাবা খানের সঙ্গে বিয়ে হলো সঙ্গীত পরিচালক আরাফাত মহসিনের। রাল বেনারসি আর ম্যাচিং ওড়না পরেছেন রাবা। আরাফাতের পরনে অফ হোয়াইট শেরওয়ানি
শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব
৬/৯
অভিনেত্রী শবনম ফারিয়ার আকদে নতুন বর-কনে পরেছেন অফ হোয়াইট পোশাক। ভারী হার ও ঝাপটার সঙ্গে ফারিয়ার পাতিয়ালা সালওয়ার, ক্ল্যাসিক কামিজ আর ম্যাচিং ওড়না অন্যরকম স্নিগ্ধতা দিচ্ছে।
জেফ বেজোস ও লরেন সানচেজ
৭/৯
ধনকুবের জেফ বেজোস আর টিভি ব্যক্তিত্ব লরেন সানচেজের বিয়ে নিয়ে মেতে ছিল বিশ্ব সপ্তাহভর। সাদা ধবধবে সাদা ডলচে অ্যান্ড গাব্বানার গাউন পরেছেন, বেজোসকে দেখা যাচ্ছে বো টাই আর টাক্সিডোর ড্যাপার লুকে
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো
৮/৯
র্যালফ লরেনের সাদা গাউনে সুন্দরী সঙ্গীত তারকা সেলেন আগোমেজ বিয়ে করেছেন স্যুটের লুকে হ্যান্ডসাম সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে।
সামান্থা রুথ প্রভু ও রাজ নিধুমুরু
৯/৯
বছর শেষে লাল কাতান শাড়ির ক্ল্যাসিক সাজে কুর্তা-পাজামা কোটি পরা নির্মাতা রাজ নিধুমুরুকে বিয়ে করে চমক দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু