উৎসবে রাইমার পাঁচ সাজ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ফিউশনে ষষ্ঠী

পূজার আনন্দ শুরু হয় মূলত ষষ্ঠী থেকে। প্রথম দিনেই শাড়ি বা ভারী কোন পোশাক না পরে একদম অন্য রকম লুকে হাজির করা যেতে পারে নিজেকে। রাইমা সেন ষষ্ঠীর জন্য বেছে নিয়েছেন ফিউশন লুক। সাদা শার্ট আর ব্রোকেডের স্কার্টের সঙ্গী হয়েছে নো মেকআপ লুক। প্রাধান্য পেয়েছে আইলাইনার আর ন্যুড শেডের লিপস্টিক।
শার্টের সঙ্গে মানানসই পলকি জুয়েলারি পরেছেন তিনি। আর সিঁথি করে ছেড়ে রেখেছেন চুল। ব্যাস! হয়ে গেল পূজা শুরু।

বিজ্ঞাপন

মনোক্রমে সপ্তমী

ট্রেন্ডে মনোক্রম ফ্যাশন আবার ফিরে এসেছে। তাই সপ্তমী শুরু হতে পারে একরঙা শাড়ি দিয়ে। রাইমা সেনও সপ্তমীর পোশাক হিসেবে বেছে নিয়েছেন হলুদ শিফন জর্জেট শাড়ি। সঙ্গে পরেছেন হলুদ ডিপ নেকের ব্লাউজ। শাড়ির পাড়জুড়ে রয়েছে মিনিম্যাল সিকুইয়েনের কাজ। পোশাকের সঙ্গে মিল রেখে পরেছেন সোনা ও মুক্তার ভারী চোকার আর একই নকশার দুল ও চুড়ি। এখানেও তিনি অনন্য ন্যুড মেকআপে;  কালো আইলাইনারের সঙ্গে পরেছেন সবুজ পাথরের ছোট্ট টিপ। সপ্তমীতেও খোলা চুল পছন্দ করেন রাইমার। তবে এক পাশে সিঁথি তাঁর সাজকে দিয়েছে পূর্ণতা।  

বিজ্ঞাপন

অষ্টমীতে শাড়ি

অষ্টমীতে বাঙালি মেয়েরা শাড়ি পরবেন না, তা কখনো হয়? অষ্টমীর সকালে অঞ্জলির পোশাক হিসেবে রাইমা পরেছেন লাল-ম্যাজেন্টা কম্বিনেশনের বেনারসি। নিজের লুককে আলাদা করতে শাড়ির সঙ্গে উঁচু করে পনিটেল করেছেন। ভারী চোকার আর চুড়ি থাকলেও কান রেখেছেন গয়নাহীন। মিনিম্যাল মেকআপ ফুটে উঠেছে ন্যুড লিপস্টিক, ছোট্ট পাথরের টিপ আর আইলাইনারে।

অন্য রকম নবমী

রাইমা সেনের মতো নবমীর সাজ ও পোশাক সবার চেয়ে আলাদা করতে চাইলে বেছে নেওয়া যেতে পারে ভারী কাজের টু-পিস। স্লিভলেস সাদা ক্রপ টপ আর বটম হিসেবে একই কাপড়ের ড্রেপিং স্কার্টে অনবদ্য রাইমা। পোশাকের জমিনজুড়ে রয়েছে দৃষ্টিনন্দন এমব্রয়ডারি। ডায়মন্ড নেকপিস, দুল আর আংটি মানিয়েছে এ পোশাকের সঙ্গে। এই পোশাক ও গয়নার সঙ্গে সাজে তাঁর মিলিমালিস্টি অ্যাপ্রোচ নজর কাড়ে। আইলাইনার, ন্যুড পিঙ্ক লিপস্টিকের সঙ্গে নিচু করে বাঁধা পনিটেল—ডানাকাটা না বলে উপায় থাকে না।

ট্র্যাডিশনাল দশমী

দশমীতে চিরাচরিত লাল-সাদা শাড়ি আর বাঙালির ঐতিহ্যবাহী  সাজেই মানানসই বাঙালি মেয়েরা। রাইমা সেনও ব্যতিক্রম নন। লাল-সাদা কম্বিনেশনের জামদানি পরেছেন তিনি। সঙ্গে লাল রঙের এলবো স্লিভ পিঠখোলা ব্লাউজের স্লিভে কুঁচি ও সাদা লেসের ডিটেলিং ব্লাউজকে আরও সুন্দর করে তুলেছে।

শাড়ির সঙ্গে মানানসই মেকআপ করেছেন রাইমা সেন। মেকআপে চোখকে গুরুত্ব নজর কাড়ে। পূজার অন্যান্য দিন মিনিম্যাল মেকআপ করলেও দশমীতে দিয়েছেন গাঢ় কাজল, লাল লিপস্টিক ও কপালে ছোট্ট লাল টিপ। খোঁপা সাজিয়েছেন জুঁইয়ের মালায়। এই লুককে অনিন্দ্যসুন্দর করেছে কুন্দন ও মিনাকারি করা তিন লহরি সোনার হার ও দুল।

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭: ৪২
বিজ্ঞাপন