ঝলমলে লঞ্জরি আর এঞ্জেলের ডানায় ভিক্টোরিয়া'স সিক্রেট ফ্যাশন শোয়ের স্টেজের উত্তাপ বাড়ালেন তারকারা
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটস ফ্যাশন শো মানেই উপচে পড়া আবেদনময়তা। সত্তরের দশকে প্রতিষ্ঠিত এই মার্কিন লঞ্জরি ও অন্তর্বাসের ব্র্যান্ডটি এখন রীতিমতো গ্লোবাল জায়ান্ট। রয়েছে তাদের অন্যান্য ফ্যাশন ও সৌন্দর্য পণ্য। আর তাদের ফ্যাশন শোয়ের জন্য অধীর আগ্রহে ৫ বছর ধরে অপেক্ষা করে আছেন বিশ্বের ফ্যাশনপ্রেমী মানুষেরা। নিরাশ করেন নি সিগনেচার ডানা,গ্ল্যামারাস লঞ্জরি আর আবেদনময় অন্তর্বাসের লুকে ভিক্টোরিয়াস এঞ্জেলরা। তারকাখচিত এই শোয়ের কিছু ঝলক দেখে নিন এবারে। বিশেষ করে স্টেজের উত্তাপ বাড়িয়েছেন সুপার মডেল জিজি ও বেলা হাদিদ,কে পপ গ্রুপ ব্ল্যাক পিংকের থাই গায়িকা লিসা আর বডি পজিটিভ আইকন অ্যাশলি গ্রাহাম।

১/৬
বেলা হাদিদ
বেলা হাদিদ
বিজ্ঞাপন
২/৬
জিজি হাদিদ
জিজি হাদিদ
বিজ্ঞাপন
৩/৬
লিসা
লিসা
৪/৬
আড্রিয়ানা লিমা
আড্রিয়ানা লিমা
৫/৬
অ্যাশলি গ্রাহাম
অ্যাশলি গ্রাহাম
৬/৬
আলেসান্ড্রা অ্যাম্ব্রোসিও
আলেসান্ড্রা অ্যাম্ব্রোসিও

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২: ৫৪
বিজ্ঞাপন