এই সময়ের লাস্যময়ী অভিনেত্রীদের মাঝে অনেকটা এগিয়ে আছেন মন্দিরা চক্রবর্তী। তাঁকে আমরা নানা সময়ে বিভিন্ন ধরনের পোশাকে আবেদন ছড়াতে দেখি। দেশি লুক ছাড়াও ওয়েস্টার্নে বেশ স্বচ্ছন্দ এই অভিনেত্রী। দেখে নিন মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরাকে।
ছবি: মন্দিরার ফেসবুক