প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনি। এই উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘কেনেডি’।
‘কেনেডি’ ছবির প্রিমিয়ার আয়োজনের জন্য সানি লিওনি বেছে নিয়েছেন শ্যাম্পেইন রঙের থাই-হাই স্লিট গাউন। ওয়ান-শোল্ডার গাউনের কাঁধের এক অংশে রয়েছে পাথরের এমবেলিশমেন্ট এবং এর সঙ্গে জুড়ে দেওয়া আছে নাটকীয় কেপ। এই চোখধাঁধানো গাউনটি ডিজাইন করেছেন ফরাসিভিত্তিক লেবানিজ ডিজাইনার নাজা সাদে। এটি তাঁর বসন্ত/গ্রীষ্ম ২০২৩ কতুর কালেকশন থেকে নেওয়া।
গয়নার ক্ষেত্রে খুব একটা বাড়াবাড়ি করেননি। শুধু কানে পরেছিলেন ম্যাচিং ড্রপ ইয়ার রিং। এই দুল এসেছে বিলাসবহুল ফরাসি গয়নার ব্র্যান্ড হেলেন জয় জুয়েলারি থেকে। পায়ে পরেছেন পাথরখচিত হাই হিল।
সানি লিওনি এই বিশেষ রাতে হালের মিনিমাল মেকআপ ধারায় নিজেকে সাজিয়েছেন। হালকা বেজ মেকআপের সঙ্গে চোখে লাগিয়েছেন কালো কাজল আর ঠোঁট এঁকেছেন লাল লিপস্টিকে। এতেই তাঁর সহজাত সৌন্দর্য ফুটে উঠছিল। তাঁর সাজ শেষ করেছেন পাশ সিঁথি করে খোঁপা করে। সব মিলিয়ে সানি লিওনির এই আবেদনময়ী রূপ সবাই পছন্দ করেছে।