জন্মদিনে বিচওয়্যারে বাহামাস মাতিয়ে এলেন প্রিয়াঙ্কা, দেখুন তাঁর যত ভ্যাকেশন লুক
শেয়ার করুন
ফলো করুন

১৮ জুলাই ছিল হলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার ৪৩তম জন্মদিন। আর ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে স্বামী নিক জোনাস, শিশুকন্যা মালতী মেরী আর শ্বশুরবাড়ির লোকজন সঙ্গে করে দারুণ ভ্যাকেশন কাটালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এবারের গন্তব্য ছিল বাহামাস দ্বীপ। সেখানকার অপূর্ব সুন্দর সাগরপাড়ে পরিবারের সঙ্গে খুব স্পেশাল সময় কাটিয়েছেন বার্থডে গার্ল পিগি চপস। আর সেই সঙ্গে বিকিনি আর বিচওয়্যারে যেন বাহামাস মাতিয়ে এলেন তিনি রীতিমতো। চলুন ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি প্রিয়াঙ্কার যত ভ্যাকেশন লুক।

১/১৭
স্ট্রিং হলটারনেক লাল বিকিনিতে আকর্ষণ ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা। একটি বড় পার্লের এমবেলিশমেন্ট নজর কাড়ছে এতে।
স্ট্রিং হলটারনেক লাল বিকিনিতে আকর্ষণ ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা। একটি বড় পার্লের এমবেলিশমেন্ট নজর কাড়ছে এতে।
বিজ্ঞাপন
২/১৭
স্বামী নিক জোনাস আর কন্যা মালতী মেরীর সঙ্গে সাগরপাড়ে মজার এক মুহূর্তে দেখা যাচ্ছে তাঁকে
স্বামী নিক জোনাস আর কন্যা মালতী মেরীর সঙ্গে সাগরপাড়ে মজার এক মুহূর্তে দেখা যাচ্ছে তাঁকে
বিজ্ঞাপন
৩/১৭
প্রিয়াঙ্কার টোন্ড ফিগারে খুব মানিয়েছে এই বিকিনি
প্রিয়াঙ্কার টোন্ড ফিগারে খুব মানিয়েছে এই বিকিনি
৪/১৭
রোদচশমার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদে বড় ম্যাচিং হ্যাট পরেছেন পিগি চপস। মালতীর মাথায়ও হ্যাট আছে
রোদচশমার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদে বড় ম্যাচিং হ্যাট পরেছেন পিগি চপস। মালতীর মাথায়ও হ্যাট আছে
৫/১৭
বিলাসবহুল বোটে লাউজিং করছেন প্রিয়াঙ্কা অফ দ্য শোল্ডার লাল গাউনে। লাল ঠোট আর লালচে শেডস চোখে দেখা যাচ্ছে তাঁকে
বিলাসবহুল বোটে লাউজিং করছেন প্রিয়াঙ্কা অফ দ্য শোল্ডার লাল গাউনে। লাল ঠোট আর লালচে শেডস চোখে দেখা যাচ্ছে তাঁকে
৬/১৭
রেট্রো ভাইবের সানগ্লাস আর মাইক্রো বিকিনিতে টাইম ট্র্যাভেল আমেজ দিচ্ছেন এখানে প্রিয়াঙ্কা
রেট্রো ভাইবের সানগ্লাস আর মাইক্রো বিকিনিতে টাইম ট্র্যাভেল আমেজ দিচ্ছেন এখানে প্রিয়াঙ্কা
৭/১৭
ট্রেন্ডি সাইফাই আমেজের বড় শেডস আর স্ট্রাইপড নীল-সাদা বিকিনির সঙ্গে নজর কাড়ছে গলার পেনড্যান্ট
ট্রেন্ডি সাইফাই আমেজের বড় শেডস আর স্ট্রাইপড নীল-সাদা বিকিনির সঙ্গে নজর কাড়ছে গলার পেনড্যান্ট
৮/১৭
নিয়ন হলুদ বিকিনির লুকটিও কিছু কম নয়। সঙ্গে এই অভিনেত্রী চোখে রেখেছেন রোদচশমা
নিয়ন হলুদ বিকিনির লুকটিও কিছু কম নয়। সঙ্গে এই অভিনেত্রী চোখে রেখেছেন রোদচশমা
৯/১৭
কনে দকেহা আলোয় মোহনীয় লাগছেন প্রিয়াঙ্কা নো মেকআপ লুকে
কনে দকেহা আলোয় মোহনীয় লাগছেন প্রিয়াঙ্কা নো মেকআপ লুকে
১০/১৭
বেগুনি হলটারনেক মিনিড্রেসে প্রিয়াঙ্কার সঙ্গে রোমান্স করার সুযোগ ছাড়েন নি নিক
বেগুনি হলটারনেক মিনিড্রেসে প্রিয়াঙ্কার সঙ্গে রোমান্স করার সুযোগ ছাড়েন নি নিক
১১/১৭
কালো মনোকিনিতে সাগরের জলে প্রিয়াঙ্কা
কালো মনোকিনিতে সাগরের জলে প্রিয়াঙ্কা
১২/১৭
দীর্ঘাঙ্গী প্রিয়াঙ্কাকে এই পোশাকে দারুণ মানিয়েছে
দীর্ঘাঙ্গী প্রিয়াঙ্কাকে এই পোশাকে দারুণ মানিয়েছে
১৩/১৭
পরিবার, সাগর, ঝলমলে রোদ আর বালিয়াড়ি হলে ভ্যাকেশন পারফেক্ট না হয়ে যায় না
পরিবার, সাগর, ঝলমলে রোদ আর বালিয়াড়ি হলে ভ্যাকেশন পারফেক্ট না হয়ে যায় না
১৪/১৭
খুব চেনা আসলে এমন দৃশ্য। প্রিয়াঙ্কা আর নিক খুবই পরিবারকেন্দ্রিক
খুব চেনা আসলে এমন দৃশ্য। প্রিয়াঙ্কা আর নিক খুবই পরিবারকেন্দ্রিক
১৫/১৭
লম্বা আর লুজ সিলোয়েটের আগুনরঙা ম্যাক্সিড্রেসে অন্য মাত্রা এসেছে প্রিয়াঙ্কার ম্যাচিং স্কার্ফে
লম্বা আর লুজ সিলোয়েটের আগুনরঙা ম্যাক্সিড্রেসে অন্য মাত্রা এসেছে প্রিয়াঙ্কার ম্যাচিং স্কার্ফে
১৬/১৭
শ্বশুরবাড়ির সবাইকে সঙ্গে করেই এই ভ্যাকেশনে গিয়েছেন দেশি গার্ল
শ্বশুরবাড়ির সবাইকে সঙ্গে করেই এই ভ্যাকেশনে গিয়েছেন দেশি গার্ল
১৭/১৭
সুন্দর একটা সময় কাটিয়ে ফেরার পর তিনি লিখেছেন, 'এটাই ছিল আমার বেস্ট বার্থডে ট্রিপ'।
সুন্দর একটা সময় কাটিয়ে ফেরার পর তিনি লিখেছেন, 'এটাই ছিল আমার বেস্ট বার্থডে ট্রিপ'।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭: ৩৯
বিজ্ঞাপন