১৮ জুলাই ছিল হলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার ৪৩তম জন্মদিন। আর ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে স্বামী নিক জোনাস, শিশুকন্যা মালতী মেরী আর শ্বশুরবাড়ির লোকজন সঙ্গে করে দারুণ ভ্যাকেশন কাটালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এবারের গন্তব্য ছিল বাহামাস দ্বীপ। সেখানকার অপূর্ব সুন্দর সাগরপাড়ে পরিবারের সঙ্গে খুব স্পেশাল সময় কাটিয়েছেন বার্থডে গার্ল পিগি চপস। আর সেই সঙ্গে বিকিনি আর বিচওয়্যারে যেন বাহামাস মাতিয়ে এলেন তিনি রীতিমতো। চলুন ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি প্রিয়াঙ্কার যত ভ্যাকেশন লুক।
ছবি: ইন্সটাগ্রাম