
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সামাজিক মাধ্যমে তিনি সত্যিকারের যেমন, ঠিক তেমন রূপই দেখি আমরা। ন্যাচারাল আর নো মেকআপ লুকে তিনি খুবই আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দ। এই প্রজন্ম যাকে বলে 'ফর রিয়েল'। সুনেরাহকে এক কথায় জলপ্রেমীই বলা যায়। কখনো সাগরপাড়, নদীর ধার অথবা পুলসাইড থেকেও তিনি নানা মূহুর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সাম্প্রতিক এক ইন্সটাগ্রাম রিলে সুইমিং পুলে ডুবসাঁতারের ভিডিওতে বলেছেন তিনি, জলপরী হতে গিয়ে নাকি মানুষ হয়ে গিয়েছেন। চলুন তবে ছবি আর ভিডিওতে দেখে নিই নদী,সাগর আর জলের জন্য সুনেরাহর যত ভালোবাসা।
'আমি যদি মারমেইড হতাম', বলেছিলেন সুনেরাহ এই ভিডিওতে। পরেছেন লাল ট্যাংক টপ।




আবারও সুইমিং পুলে ডুবসাঁতার দিচ্ছেন সুনেরাহ। বলছেন, জলপরী হতে গিয়ে মানুষ হয়ে গিয়েছেন তিনি।
নৌকার গলুইয়ে বসে সাদা শাড়িতে নদীর রূপ বাড়াচ্ছেন সুনেরাহ
চলন্ত ইঞ্জিন বোট থেকে পানিতে পা ডুবিয়ে ছেলেমানুষী মজায় মেতে উঠেছেন এই অভিনেত্রী
সাঁতার কাটার কোনো সুযোগ তিনি মিস করেন না



মাঝে মাঝে জলের কাছেই নিজেকে এভাবে সঁপে দেন সুনেরাহ



ছবি: সুনেরাহর ইন্সটাগ্রাম