ছবি ও ভিডিওতে দেখে নিন সাগর, নদী আর জলের জন্য সুনেরাহর যত ভালোবাসা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সামাজিক মাধ্যমে তিনি সত্যিকারের যেমন, ঠিক তেমন রূপই দেখি আমরা। ন্যাচারাল আর নো মেকআপ লুকে তিনি খুবই আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দ। এই প্রজন্ম যাকে বলে 'ফর রিয়েল'। সুনেরাহকে এক কথায় জলপ্রেমীই বলা যায়। কখনো সাগরপাড়, নদীর ধার অথবা পুলসাইড থেকেও তিনি নানা মূহুর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সাম্প্রতিক এক ইন্সটাগ্রাম রিলে সুইমিং পুলে ডুবসাঁতারের ভিডিওতে বলেছেন তিনি, জলপরী হতে গিয়ে নাকি মানুষ হয়ে গিয়েছেন। চলুন তবে ছবি আর ভিডিওতে দেখে নিই নদী,সাগর আর জলের জন্য সুনেরাহর যত ভালোবাসা।

'আমি যদি মারমেইড হতাম', বলেছিলেন সুনেরাহ এই ভিডিওতে। পরেছেন লাল ট্যাংক টপ।

বিজ্ঞাপন
১/১০
জলপ্রেমীই বলা যায় এই অভিনেত্রীকে। এখানে কালো স্প্যাগেটি স্ট্র্যাপের টপে পানিতে নেমেছেন তিনি।
জলপ্রেমীই বলা যায় এই অভিনেত্রীকে। এখানে কালো স্প্যাগেটি স্ট্র্যাপের টপে পানিতে নেমেছেন তিনি।
বিজ্ঞাপন
২/১০
সাদা শাড়ির সাজে সুনেরাহর এই হাওড়বিলাসের ছবিটি দেখলেই বোঝা যায়, পানি তাঁকে কতটা শান্তি দেয়
সাদা শাড়ির সাজে সুনেরাহর এই হাওড়বিলাসের ছবিটি দেখলেই বোঝা যায়, পানি তাঁকে কতটা শান্তি দেয়
৩/১০
সাগরও তাঁকে টানে খুব। এখানে তিনি সি বিচে মি টাইম কাটাচ্ছেন নিটেড ব্রালেট আর জিনসের শর্টসের সঙ্গে স্ট্র্যাপি স্যান্ডেলের লুকে
সাগরও তাঁকে টানে খুব। এখানে তিনি সি বিচে মি টাইম কাটাচ্ছেন নিটেড ব্রালেট আর জিনসের শর্টসের সঙ্গে স্ট্র্যাপি স্যান্ডেলের লুকে
৪/১০
সুইমিংপুলে জলকেলিতে ব্যস্ত সুনেরাহ। কালো মনোকিনিতে খুব মানিয়েছে তাঁকে
সুইমিংপুলে জলকেলিতে ব্যস্ত সুনেরাহ। কালো মনোকিনিতে খুব মানিয়েছে তাঁকে

আবারও সুইমিং পুলে ডুবসাঁতার দিচ্ছেন সুনেরাহ। বলছেন, জলপরী হতে গিয়ে মানুষ হয়ে গিয়েছেন তিনি।

নৌকার গলুইয়ে বসে সাদা শাড়িতে নদীর রূপ বাড়াচ্ছেন সুনেরাহ

চলন্ত ইঞ্জিন বোট থেকে পানিতে পা ডুবিয়ে ছেলেমানুষী মজায় মেতে উঠেছেন এই অভিনেত্রী

সাঁতার কাটার কোনো সুযোগ তিনি মিস করেন না

৫/১০
চূড়ো খোঁপার একপাশে ফুল গুঁজেছেন সুনেরাহ বুক পানিতে দাঁড়িয়ে
চূড়ো খোঁপার একপাশে ফুল গুঁজেছেন সুনেরাহ বুক পানিতে দাঁড়িয়ে
৬/১০
আরাম করে পানিতে পা ডুবিয়ে বই পড়া হচ্ছে
আরাম করে পানিতে পা ডুবিয়ে বই পড়া হচ্ছে
৭/১০
জলপ্রেমী সুনেরাহ ভালোবাসেন বৃষ্টিও। সাদা শাড়ির বৃষ্টিস্নাত লুক তা-ই বলছে
জলপ্রেমী সুনেরাহ ভালোবাসেন বৃষ্টিও। সাদা শাড়ির বৃষ্টিস্নাত লুক তা-ই বলছে

মাঝে মাঝে জলের কাছেই নিজেকে এভাবে সঁপে দেন সুনেরাহ

৮/১০
কালো ব্রালেট, রিপড জিনসের শর্টস আর রোদচশমার লুকে সমুদ্রের পানিতে পা ভেজাচ্ছেন সুনেরাহ
কালো ব্রালেট, রিপড জিনসের শর্টস আর রোদচশমার লুকে সমুদ্রের পানিতে পা ভেজাচ্ছেন সুনেরাহ
৯/১০
সাদা ড্রেসে জলের ধারে সুনেরাহ
সাদা ড্রেসে জলের ধারে সুনেরাহ
১০/১০
লাল ঠোট আর লাল ট্যাংক টপের আকর্ষণীয় লুকে ইনফিনিটি পুলে সুনেরাহ
লাল ঠোট আর লাল ট্যাংক টপের আকর্ষণীয় লুকে ইনফিনিটি পুলে সুনেরাহ

ছবি: সুনেরাহর ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩: ২৫
বিজ্ঞাপন