যেমন দেখতে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রাসাদ
শেয়ার করুন
ফলো করুন

হালফ্যাশন ডেস্ক

বলিউড তারকা কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের আয়োজনের কোনো কিছুই আর গোপন নেই। পোশাক, খাবারদাবার, অতিথি থেকে শুরু করে বিয়ের ভেন্যু সম্পর্কে জানা যাচ্ছে নানা তথ্য। এই তারকার বিয়ের আসর যেখানে বসছে, সেই রাজস্থানের জয়সলমিরের সূর্যগড় প্যালেসটি স্বপ্নের চেয়ে কম কিছু নয়। বিলাসবহুল এই জায়গার নানা ছবি ও তথ্য এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখে নেওয়া যাক, বিশেষ কী আছে এই প্রাসাদে।

বিজ্ঞাপন
বিয়ের জন্য রাজস্থানের জয়সলমিরের সূর্যগড় প্যালেসটি বেছে নিয়েছেন কিয়ারা ও সিড। সৌন্দর্যের জন্য বিখ্যাত এই হোটেলকে বলা হয় ‘মরুভূমির প্রবেশদ্বার’। প্রাসাদজুড়ে চোখে পড়বে পুরোনো ও নতুনের মিশেল।
বিয়ের জন্য রাজস্থানের জয়সলমিরের সূর্যগড় প্যালেসটি বেছে নিয়েছেন কিয়ারা ও সিড। সৌন্দর্যের জন্য বিখ্যাত এই হোটেলকে বলা হয় ‘মরুভূমির প্রবেশদ্বার’। প্রাসাদজুড়ে চোখে পড়বে পুরোনো ও নতুনের মিশেল।
বিলাসবহুল হোটেলটি চারদিকেই মরুভূমিতে ঘেরা। সাজসজ্জায় দেখা যাবে মিনিমাল স্টাইল। বিয়ের নিমন্ত্রণ পাওয়া অতিথিরা রাত ও দিনের মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
বিলাসবহুল হোটেলটি চারদিকেই মরুভূমিতে ঘেরা। সাজসজ্জায় দেখা যাবে মিনিমাল স্টাইল। বিয়ের নিমন্ত্রণ পাওয়া অতিথিরা রাত ও দিনের মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
জয়সলমিরের সূর্যগড় প্যালেসটিতে মোট ৮৩টি কক্ষ রয়েছে। এসব কক্ষকে আট ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের কক্ষের রয়েছে ভিন্ন ভিন্ন নাম।
জয়সলমিরের সূর্যগড় প্যালেসটিতে মোট ৮৩টি কক্ষ রয়েছে। এসব কক্ষকে আট ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের কক্ষের রয়েছে ভিন্ন ভিন্ন নাম।
ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, সিগনেচার রুম, সিগনেচার সুইট, লাক্সারি সুইট, সূর্যগড় সুইট, জয়সলমির হাভেলি ও থার হাভেলিতে থাকবেন বর-কনে ও অতিথিরা।
ফোর্ট রুম, প্যাভিলিয়ন রুম, হেরিটেজ রুম, সিগনেচার রুম, সিগনেচার সুইট, লাক্সারি সুইট, সূর্যগড় সুইট, জয়সলমির হাভেলি ও থার হাভেলিতে থাকবেন বর-কনে ও অতিথিরা।
 এই রাজকীয় প্রাসাদে রয়েছে দুটি সাজানো বাগান ও একটি বিশাল খোলা জায়গা। ধারণা করা হচ্ছে, কিয়ারা ও সিডের বিয়ের মূল আয়োজন এসব জায়গাতেই হতে পারে।
এই রাজকীয় প্রাসাদে রয়েছে দুটি সাজানো বাগান ও একটি বিশাল খোলা জায়গা। ধারণা করা হচ্ছে, কিয়ারা ও সিডের বিয়ের মূল আয়োজন এসব জায়গাতেই হতে পারে।
আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে লাক্সারি স্পা, জিম, পুল, লেক গার্ডেন, সেলিব্রেশন গার্ডেন। এ ছাড়া লোকসংগীতশিল্পী মাহবুব খানের আয়োজনও থাকতে পারে।
আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে লাক্সারি স্পা, জিম, পুল, লেক গার্ডেন, সেলিব্রেশন গার্ডেন। এ ছাড়া লোকসংগীতশিল্পী মাহবুব খানের আয়োজনও থাকতে পারে।
প্রাসাদের থার হাভেলি সবচেয়ে বিশেষ। কারণ, এই হাভেলিতে আছে তিনটি শোবার ঘর, নিজস্ব পুল ও সামনে দেখা যাবে অসাধারণ দৃশ্য।
প্রাসাদের থার হাভেলি সবচেয়ে বিশেষ। কারণ, এই হাভেলিতে আছে তিনটি শোবার ঘর, নিজস্ব পুল ও সামনে দেখা যাবে অসাধারণ দৃশ্য।
বলিউডের আলোচিত এই বিয়ের ভেন্যুর জন্য প্রতিদিন খরচ হবে দুই কোটি টাকা। বোঝাই যাচ্ছে, বিয়ের তিন দিনের থাকার খরচই হবে ছয় কোটি টাকা। বাকি অন্যান্য আয়োজনে বাড়বে খরচের তালিকা।
বলিউডের আলোচিত এই বিয়ের ভেন্যুর জন্য প্রতিদিন খরচ হবে দুই কোটি টাকা। বোঝাই যাচ্ছে, বিয়ের তিন দিনের থাকার খরচই হবে ছয় কোটি টাকা। বাকি অন্যান্য আয়োজনে বাড়বে খরচের তালিকা।
বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২৩
বিজ্ঞাপন