বারবি সাজে বারবি মুভির প্রিমিয়ারে তারকারা
শেয়ার করুন
ফলো করুন

প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আর মাত্র কয়েক দিন পরই বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘বারবি’ মুভিটি। তার আগে ৯ জুলাই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটরিয়াম ও এক্সপো হলে অনুষ্ঠিত হয়ে গেল এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। রেড কার্পেটের বদলে এখানে ছিল গোলাপি কার্পেট।

এই আয়োজনে উপস্থিত ছিলেন হলিউডের বড় বড় সেলিব্রিটি। মোটামুটি সবাই বারবিকোর ট্রেন্ড মেনেই সেজে এসেছিলেন। তবে সাজপোশাকে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন এই মুভির কলাকুশলীরা।

বিজ্ঞাপন

মার্গট রবি

মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই মুহূর্তে হলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী মার্গট রবি। প্রিমিয়ারের দিন গোলাপি কার্পেটে তিনি একদম বারবির মতোই সেজে এসেছিলেন। ১৯৬০ সালে বাজারে এসেছিল ‘সোলো ইন দ্য স্পটলাইট বারবি’। সেই পুতুলের পরনে ছিল কালো স্ট্র্যাপলেস ড্রেস ও কালো লম্বা গ্লাভস। মার্গট রবিকে তাঁর স্টাইলিশ অ্যান্ড্রু মুকামাল সাজিয়েছেন একদম সেই বারবির আদলে। মার্গট পরেছিলেন ফরাসি ব্র্যান্ড শিয়াপারেল্লির কাস্টম ওত কতুর। কালো স্ট্র্যাপলেস গাউনটির পুরো জমিনেই ছিল সিকুইনের এমবেলিশমেন্ট। গাউনের নিচে মাল্টিলেয়ার টুইল হেমের ওপর ছিল লাল গোলাপ এমবেলিশমেন্ট। হাতে পরেছেন লম্বা কালো অপেরা গ্লাভস আর সেই পুতুলের মতো ধরে ছিলেন গোলাপি মসলিনের রুমাল। গলায় ছিল লরেন সোয়ার্টজের চার লহরের হীরার চোকার। পায়ে পরেছিলেন বিখ্যাত জুতার ব্র্যান্ড মানহোলো ব্লানিকের কালো পিপ-টো মিউলস। মার্গট রবির এই বারবি লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। ফ্যাশনবোদ্ধাদের মতে, এটাই হতে চলেছে বছরের অন্যতম সেরা ফ্যাশন মুহূর্ত।

বিজ্ঞাপন

রায়ান গসলিং

বারবির মতোই বিখ্যাত তাঁর বয়ফ্রেন্ড কেন। ‘বারবি’ মুভিতে কেন হয়েছেন অনেকেই। তবে ‘প্রধান’ কেন হলেন রায়ান গসলিং। মার্গট রবির মতো প্রশংসিত হয়েছে রায়ানের গোলাপি অবতার। তিনি হাজির হয়েছিলেন গুচির ব্লাশ পিংক স্যুটে। স্যুটের নিচে ছিল প্যাস্টেল পিংক সিল্ক শার্ট। পায়ে পরেছিলেন সাদা শু। নজর কেড়েছে তাঁর গলায় পরা সিম্পল নেকলেসটি। নেকলেসে ঝুলছিল বারবি ফন্টে ইংরেজি হরফে ‘ই’ লেখা লকেট। রায়ান তাঁর স্ত্রী হলিউড অভিনেত্রী ইভা মেন্ডেসের সম্মানে এই নেকলেস পরেছেন।

দুয়া লিপা

মার্গট রবির পর যাঁর সাজপোশাক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হলেন, পপ তারকা দুয়া লিপা। তিনি ‘বারবি’ মুভির মধ্য দিয়ে প্রথমবারের মতো অভিনয়জগতে নাম লেখালেন। দুয়া লিপাকে দেখা যাবে ‘মারমেইড বারবি’ চরিত্রে। শুধু তা–ই নয়, এই মুভির ট্রেলারের টাইটেল ট্র্যাক ‘ড্যান্স দ্য নাইট’ গেয়েছেন তিনি। প্রিমিয়ারের দিন তিনি পরেছিলেন ফ্যাশন ব্র্যান্ড বটেগা ভেনেটার কাস্টম রুপালি চেইনমেইল ড্রেস। এই শিয়ার গাউনের সঙ্গে অনুষঙ্গ ছিল টিফানি অ্যান্ড কোম্পানির হীরার সরু নেকলেস ও স্টেটমেন্ট ইয়াররিং। চোখে পড়েছে তাঁর নখের ট্রেন্ডি বাবলগাম পিংক নেইলপলিশ।

সিমু লিউ

মার্ভেল তারকা সিমু লিউকে এই মুভিতে দেখা যাবে আরেক ‘কেন’ চরিত্রে। ফ্যাশনসচেতন তারকা হিসেবে সিমু ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। প্রিমিয়ারের গোলাপি কার্পেটেও তিনি এসেছিলেন চোখধাঁধানো স্টাইলিশ লুকে। পরেছিলেন পাউডার ব্লু স্যুট। এর জ্যাকেটের নিচে পরেছেন খোলা গলার সাদা শার্ট। এই পোশাকে সবচেয়ে নজর কেড়েছে শার্টের ওপর পরা পাউডার ব্লু বেল্টেড কার্গো ভেস্ট। গলায় পরেছেন ডেভিড ইয়ারম্যানের দুইটা চেইন নেকলেস, যার একটিতে ছিল গোলাপি পাথরের লকেট। এই অসাধারণ স্যুট তিনি বেছে নিয়েছেন ভারসাচের নতুন ও বিশেষ কালেকশন ‘লা ভাকাঞ্ছা’ থেকে। এখানে না বললেই নয় যে বারবিপ্রাণিত এই ‘লা ভাকাঞ্ছা’ সংগ্রহ দোনাতেলা ভারসাচের সঙ্গে মিলে ডিজাইন করেছেন দুয়া লিপা।

গ্রেটা গারউইগ

আলাদা করে ‘বারবি’ মুভির পরিচালক গ্রেটা গারউইগের কথা বলতেই হবে। এ প্রজন্মের অন্যতম মেধাবী চলচ্চিত্র পরিচালক গ্রেটা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত মুভির প্রিমিয়ারে নিজেকে সাজিয়েছিলেন বারবিকোর ট্রেন্ডে। বলা উচিত, বারবিকোর ট্রেন্ডের তুমুল জনপ্রিয়তার পেছনে তাঁর ভূমিকা অনেক বেশি। কারণ, গ্রেটা গারউইগ এই মুভি পরিচালনা করতে যাচ্ছেন—এই ঘোষণার এবং শুটিং সেটের ছবি প্রকাশের পর থেকেই বারবিকোর ট্রেন্ড জনপ্রিয় হয়ে ওঠে। সেই গ্রেটা এদিন পরেছিলেন আগাগোড়া ভ্যালেন্টিনো পিংক। পুসি-বো নেকলাইনের ব্লাউজ ও ফ্লোর-লেন্থ স্কার্টের সঙ্গে চাপিয়েছিলেন ওভারসাইজড ব্লেজার। হাতে ছিল ভ্যালেন্টিনোর সিগনেচার ব্যাগেট ব্যাগ। পায়ে পরেছেন গোলাপি পাম্প। যেকোনো বড় ইভেন্টের রেড কার্পেটে তাঁকে সব সময় স্টাইলিশ লুকে দেখা গেছে। কিন্তু ফ্যাশনবোদ্ধাদের মতে, এটাই নাকি গ্রেটার সেরা রেড কার্পেট লুক।

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১৪: ৫৭
বিজ্ঞাপন