ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তো বিতর্ক চলতেই থাকে। আজ এই কান্ড তো কাল সেই টুইট। এবারও তিনি আলোচনায়। বর্ণবাদ ও বিভিন্ন ভুল বার্তা দেওয়ার অভিযোগে বিতর্কিত এক জিন্সের বিজ্ঞাপন নিয়ে রীতিমতো উচ্ছাস প্রকাশ করেছেন তিনি।
আর সেই সঙ্গে বিজ্ঞাপনের মডেল, মার্কিন অভিনেত্রী সিডনি সুইনির প্রতি মুগ্ধতায় আর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি 'ট্রুথ সোশ্যাল' মিডিয়ায়।
এক লম্বা বার্তা দিয়েছেন সেখানে তিনি এ বিষয়ে। আর সেই সঙ্গে অনেকটা অপ্রত্যাশিতভাবে অ্যাটাক করেছেন পপ রাজকুমারী টেইলর সুইফটকে। বেশ আপত্তিকর এক মন্তব্যে তিনি বলছেন, 'টেইলর সুইফট এখন আর হট নেই'। উয়োক বলে গালমন্দও করেছেন তাঁকে। বর্তমানে মার্কিন সমাজে উয়োক কালচার বেশ প্রাধান্য বিস্তার করেছে, যেখানে লিঙ্গ নিরপেক্ষতা, বডি পজিটিভিটি, ইনক্লুসিভিটি নিয়ে বেশ কথা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া কমলা হ্যারিসকেও ট্রাম্প উয়োক বলে ট্যাগ করেছেন আগে।
উল্লেখ্য সিডনি সুইনির এই বিজ্ঞাপনটি মার্কিন জিন্স কোম্পানি আমেরিকান ঈগলের।
তারা এখানে 'সিডনির জিন্স ভালো'- এই ট্যাগলাইনে ক্যাম্পেইন করেছে নিজেদের পণ্যের। সিডনির নীল চোখ আর ব্লন্ড চুল থাকায় জিন্সের আরেক অর্থ বংশগতিকে বোঝানো হয়েছে এখানে ডবল মিনিং বা দ্বৈত অর্থ করে এমনই বলছেন অনেকে।
আর এই থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সিডনি অবশ্য এ নিয়ে অফিসিয়ালি কিছু বলেন নি।
সামাজিক মাধ্যমে আলোচনার শীর্ষে আসায় আমেরিকা ঈগল-এর শেয়ার বেড়েছে ২০ শতাংশের মতো। তার মানে ক্যাম্পেইন আসলে সফল। আর সিডনিও হিট। এর মাঝে ট্রাম্পের লম্বা বার্তায় এই বিজ্ঞাপন নিয়ে অতি উচ্ছাস আর অযাচিতভাবেই ডেমোক্র্যাট সমর্থক টেইলর সুইফটকে আক্রমণ করার বিষয়টি আসলে বেশ নেতিবাচক।
এদিকে সিডনি সুইনি রেজিস্ট্রার করা রিপাবলিকান ভোটার বলে নিজেই থলের বিড়াল বের করে দিয়েছেন ট্রাম্প। তবে যে যা-ই বলুক, সিডনিকে কিন্তু একই সঙ্গে দারুণ স্টাইলিশ আর আবেদনময়ী লাগছে এই ডেনিমের পোশাকগুলোতে।
সূত্র: দ্য গার্ডিয়ান, সি এন এন
ছবি: ইন্সটাগ্রাম