মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় নাতনি কাই ট্রাম্প। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বড় মেয়ে তিনি। দাদার মতোই গলফ লাভার।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যে টিকটক হেটার তা কারো জানতে বাকি নেই। চাইনিজ এই জনপ্রিয় প্ল্যাটফর্ম বিশ্ব মাতিয়ে জয় করেছে মার্কিন তরুণ প্রজন্মকেও। এদিকে টিকটকের খারাপ প্রভাব আর চায়নার সঙ্গে দা-কুমড়া সম্পর্কের কারণে তা ট্রাম্পের একেবারেই পছন্দ নয়। ক্ষমতায় এসেই টিকটক ব্যান করতে গিয়ে আবার চাপের মুখে সরে এসেছেন এই সিদ্ধান্ত থেকে তিনি। এরই মাঝে বন্ধুদের নিয়ে রীতিমতো আকর্ষণীয় নাচের ভিডিও দিয়েছেন কাই সেই টিকটকেই। এ নিয়ে তাই চলছে বেশ আলোচনা। বলা যায়, বেশ ঝামেলায় পড়েছেন কাই।
২০২৪ সালে ক্যাম্পেইনের সময় দাদাকে নিয়ে আবেগঘন স্পিচ দিয়ে সাড়া ফেলেছিলেন ট্রাম্পের বড় নাতনি। সবাই ভেবে নিচ্ছিল তিনি তরুণ প্রজন্মকে ট্রাম্পমুখী করতে কার্যকর হয়ে উঠবেন। এর মাঝেই এই ঘটনা কিছুটা আয়রনিক হয়ে গেল।
সূত্র: দ্য ডেইলি বিস্ট
ছবি: ইন্সটাগ্রাম