জয়ার জীবনের লক্ষ্য ছোট্ট বাগানে ফার্মিং করা, দেখুন কী কী ফলেছে সেখানে
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী জয়া আহসানের বাগান করার শখের কথা সবাই জানি আমরা। তাঁর ছোট্ট বাগানে তিনি নানা ধরনের ফল ও সবজি ফলান। আজ তিনি তাঁর প্রিয় বাগানের কিছু ছবি শেয়ার করেছেন সবার সঙ্গে সামাজিক মাধ্যমে। সেই সঙ্গে বলেছেন, তাঁর জীবনের লক্ষ্য ছোট্ট বাগানে সুখেশান্তিতে ফার্মিং করা। আসলে নিজের বাগানের ফল, সবজির যেমন কোনো তুলনা হয় না, তেমনি সেই বাগানের ফুলও দেয় অন্যরকম প্রাপ্তির আনন্দ। তারকা হলেও নিজের বাগান নিয়ে অন্যরকম উচ্ছাস দেখি আমরা সবসময় জয়ার মাঝে। বাগানপ্রেমী জয়া এবার কী কী ফলালেন দেখে নিই চলুন তবে।

১/৭
পেঁপের বাম্পার ফলন হয়েছে জয়া আহসানের বাগানে
পেঁপের বাম্পার ফলন হয়েছে জয়া আহসানের বাগানে
বিজ্ঞাপন
২/৭
নিজের বাগানের ফল ও সবজি সবাইকেই জয়ার মতো এমন আনন্দিত করে।
নিজের বাগানের ফল ও সবজি সবাইকেই জয়ার মতো এমন আনন্দিত করে।
বিজ্ঞাপন
৩/৭
এছাড়াও এই অভিনেত্রীর বাগানে ফলেছে রসালো কাঠলিচু
এছাড়াও এই অভিনেত্রীর বাগানে ফলেছে রসালো কাঠলিচু
৪/৭
ধীরে ধীরে বড় হচ্ছে কলার কাঁদি। দেখা যাচ্ছে কলার ফুল বা মোচাও
ধীরে ধীরে বড় হচ্ছে কলার কাঁদি। দেখা যাচ্ছে কলার ফুল বা মোচাও
৫/৭
ফুটেছে হলদে পদ্ম
ফুটেছে হলদে পদ্ম
৬/৭
ক্ল্যাসিক গোলাপী পদ্মেরও দেখা মিলেছে
ক্ল্যাসিক গোলাপী পদ্মেরও দেখা মিলেছে
৭/৭
বাগানের এক কোণে নিজে নিজে হওয়া ফার্ন আর রেইন লিলিও সমান সুন্দর।
বাগানের এক কোণে নিজে নিজে হওয়া ফার্ন আর রেইন লিলিও সমান সুন্দর।

ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১৪: ২৮
বিজ্ঞাপন