আলিশান ওয়েডিং ভেন্যুতে, ঐতিহ্যবাহী আফগান পোশাকে বিয়ে করলেন ক্রিকেট তারকা রশিদ খান
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বের টপ স্পিনার, আফগানিস্তানের জনপ্রিয় ক্রিকেটার রশিদ খান বিয়ে সারলেন রাজসিক কায়দায়।

পারিবারিক আবহে এক ভাই ও দুই ভাতিজাসহ চারজনের বিয়ের বর্ণাঢ্য আয়োজন হয়েছে এদিন। আফগানিস্তানের কাবুলে আলিশান ওয়েডিং ভেন্যুর ঝলমলে ছবিগুলো দেখে সবাই মুগ্ধ হচ্ছেন।  

বিজ্ঞাপন

এই বিশেষ দিনে আত্মীয়-স্বজন আর দেশের গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও আফগান ক্রিকেট টিমের প্রিয়মুখেরা উপস্থিত ছিলেন এখানে।

মোহাম্মাদ নাবি আর আজমাতুল্লাহ ওমারজাই বিয়ের দিনের দারুণ সব ছবি পোস্ট করেছেন এক্স এ। আর ইন্সটাগ্রামেও ভেসে বেড়াচ্ছে ভাইরাল এসব ছবি। রশিদ খানের মতো বিশ্বব্যপী জনপ্রিয় ক্রিকেট তারকার বিয়ে বলে কথা!

বিজ্ঞাপন

বরদের সবাইকেই ম্যাচিং ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেল। রশিদ খান পরেছেন কালো কুর্তা পাজামার ওপরে ট্র্যাডিশনাল আফগান স্টাইলে বর্ণিল এম্ব্রয়ডারি করা মেরুন কোটি। হাতে স্টাইলিশ রূপালি চেনের ঘড়ি দেখা যাচ্ছে।

ছিমছাম করে গ্রুমিং করা দাড়িগোঁফে বেশ নজর কাড়ছেন বরবেশে রশিদ। সামাজিক মাধ্যমে ক্রিকেটার আর ভক্তরা শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন এই হ্যান্ডসাম স্পিনারকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৮: ৩৬
বিজ্ঞাপন