সিনেমায় অভিনয় করে সাফল্য পেলে খ্যাতির পাশাপাশি রয়েছে প্রচুর অর্থসম্পদ উপার্জনের সুযোগ। বলিউডের তারকাদের একেকজনের সিনেমাপ্রতি হাঁকানো পারিশ্রমিক আর ধনসম্পদের পরিমাণ শুনলে মূর্ছা যেতে পারেন অনেকেই। অন্তত মাথা তো ঘুরবেই এই অর্থের পরিমাণ জানলে। বলিউড তো বটেই দক্ষিণের তারকারাও একেকজনকে ধনকুবের বলা যায়। আর তাঁদের বিলাসবহুল জীবনযাপন দেখে কিছুটা আন্দাজ করা গেলেও এসব তারকার সম্পদ ও পারিশ্রমিকের সঠিক হিসাব জানলে অবাক হতে হয়। চলুন এবার জেনে নিই ২০২৩ সালে অমিতাভ বচ্চন ছাড়াও আর কোন কোন তারকা রয়েছেন শীর্ষ ১০ ধনীর তালিকায়। ছবিগুলো ইন্সটাগ্রামের।