পছন্দের বৃহস্পতিবারে কী কী করলেন বৃহস্পতি  তুঙ্গে থাকা এই অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী সাদিয়া আয়মানের বৃহস্পতি এখন তুঙ্গেই বলা চলে। এমন সময়ে কোনো এক পছন্দের বৃহষ্পতিবারটি নিজের মতো করে কাটালেন তিনি।  
উৎসব সিনেমার অভাবনীয় সাফল্যের পরে অভিনেত্রী সাদিয়া আয়মানের বৃহষ্পতি এখন তুঙ্গেই বলা চলে। তবু শত ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ। এমন সময়ে কোনো এক পছন্দের বৃহষ্পতিবারটি নিজের মতো করে কাটালেন তিনি।

১/৯
মাঝে মাঝে ডেজার্টের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা উচিত না। সাদিয়াও সে মন্ত্রেই বিশ্বাসী
মাঝে মাঝে ডেজার্টের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা উচিত না। সাদিয়াও সে মন্ত্রেই বিশ্বাসী
বিজ্ঞাপন
২/৯
বিলাসী ফ্রস্টিং দেওয়া কেকের মতো উইকেন্ড থেরাপি আর হয় না
বিলাসী ফ্রস্টিং দেওয়া কেকের মতো উইকেন্ড থেরাপি আর হয় না
বিজ্ঞাপন
৩/৯
মজার কোনো রিল দেখেই কি হাসছেন এই অভিনেত্রী কাউচে হেলান দিয়ে?
মজার কোনো রিল দেখেই কি হাসছেন এই অভিনেত্রী কাউচে হেলান দিয়ে?
৪/৯
সে হাসির রেশ আছে বেশ কিছুক্ষণ। সাদা শার্টের লেয়ারে কালো টপে দারুণ ক্যাজুয়াল লুকে দেখা যাচ্ছে সাদিয়াকে।
সে হাসির রেশ আছে বেশ কিছুক্ষণ। সাদা শার্টের লেয়ারে কালো টপে দারুণ ক্যাজুয়াল লুকে দেখা যাচ্ছে সাদিয়াকে।
৫/৯
গল্প-আড্ডা চলতে পারে বন্ধু বা প্রিয়জনের সঙ্গে
গল্প-আড্ডা চলতে পারে বন্ধু বা প্রিয়জনের সঙ্গে
৬/৯
ডিনারে চিকেন স্টেক, ফ্রায়েড রাইস, গ্রেভি আর কোল স্ল দেখা যাছে
ডিনারে চিকেন স্টেক, ফ্রায়েড রাইস, গ্রেভি আর কোল স্ল দেখা যাছে
৭/৯
খাওয়া-দাওয়া সেরে রাতের শহরে একটু হেঁটে বেড়ানো যাক
খাওয়া-দাওয়া সেরে রাতের শহরে একটু হেঁটে বেড়ানো যাক
৮/৯
চুলে গোঁজা কাথুগোলাপটি সাদার মায়ার কথা মনে করাচ্ছে
চুলে গোঁজা কাথুগোলাপটি সাদার মায়ার কথা মনে করাচ্ছে
৯/৯
এভাবেই পছন্দের এক বৃহস্পতিবার নিজের মতো করে কাটিয়ে ক্যাপশনে লিখেছেন সাদিয়া ' মাই কাইন্ডা থার্সডে'
এভাবেই পছন্দের এক বৃহস্পতিবার নিজের মতো করে কাটিয়ে ক্যাপশনে লিখেছেন সাদিয়া ' মাই কাইন্ডা থার্সডে'

ছবি: সাদিয়া আয়মানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৬: ১০
বিজ্ঞাপন