রাজনীতিতে আসা ও মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে রিয়েল এস্টেটসহ নানা ক্ষেত্রে পাকা ব্যবসায়ী হিসেবেই চিনত সবাই ডোনাল্ড ট্রাম্পকে। এবার পাওয়ার প্লে-এর অংশ হিসেবেই হয়তো বাজারে আনলেন ট্রাম্প ফ্র্যাগর্যান্স। নামটিও জবরদস্ত। ভিক্টরি ৪৫-৪৭। সবাই জানেন পোটাস ডোনাল্ড ট্রাম্প জিততে ভালোবাসেন। পারফিউমটি লঞ্চ করার সময় টুইটার বার্তায় তিনি সবাইকে এটি কিনতে ও প্রিয়জনকে দিতে উদ্বুদ্ধ করেন। আর এর নাম সম্পর্কে তিনি বলেন, 'এই সুগন্ধির মূল অনুপ্রেরণা বিজয়, শক্তি ও সাফল্য'।
তাঁর নিজের মূর্তির আদল দেখা যাচ্ছে এই ফ্র্যাগর্যান্সের বোতলে। সেটিও মুষ্টিবদ্ধ হাতের সিগনেচার পোজে। ট্রাম্প এই পারফিউম নিয়ে বলেন, 'উপভোগ করুন এটি, মজা করুন আর জিততে থাকুন'। বোতলের বেসে ট্রাম্পের সইও আছে এই এখানে। লাল বোতলে নারী আর কালো বোতলে পুরুষের জন্য এই সুগন্ধি আনা হয়েছে।
১০০ মিলি লিটারের এক বোতল সুগন্ধি মিলবে ২৪৯ ডলারে, যা প্রায় ৩০ হাজার টাকার সমান। অনলাইনে অর্ডার করা যাবে পারফিউমটি অনায়াসে। সেই লিংকও দিয়ে দিয়েছেন ট্রাম্প।
গত বছর নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প লিমিটেড এডিশন ভিক্টরি পারফিউম আর ভিক্টরি কোলন এনেছিলেন। এরপর তিনি ক্যাম্পেইনে গুলিবিদ্ধ হওয়ার পর 'ফাইট ফাইট ফাইট' বলে আইকনিক চিৎকার দিয়ে ওঠায় সেই সুগন্ধিগুলোর নামও 'ফাইট ফাইট ফাইট' পারফিউম ও কোলন রাখা হয়। ব্যপারটি বেশ অদ্ভুত বলে মত দেন অনেকেই। এদিকে ২০০৪ সালেও একবার ডোনাল্ড ট্রাম্প দ্য পারফিউম লঞ্চ করা হয়। তবে এবার একেবারে ঘটা করে এই সুগন্ধির ব্যবসা শুরু করায় মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন ট্রাম্প। দেখা যাক এর অর্থনৈতিক আর রাজনৈতিক মুনাফা কী হয়।
সূত্র: জিকিউ
ছবি: ইন্সটাগ্রাম