মার্কিন যুক্তরাষ্ট্রের এক তেলেগু পরিবারে জন্ম নেওয়া শ্রীলীলা এখন দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত নাম। দক্ষিণি ঝড়ের আরেক নামই বলা যায় তাঁকে সাম্প্রতিক সময়ে। ২০১৭ সালে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গেলেও ২০১৯ সাল থেকে মূল নায়িকা চরিত্রে নজর কাড়ছেন এই সুন্দরী। গত বছর পুষ্পা–২ সিনেমায় অল্লু অর্জুনের সঙ্গে হাই ভোল্টেজ আইটেম গানে নেচে তিনি লাইমলাইটে আসেন। ২৪ বছর বয়সী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি একজন হবু ডাক্তাররও। আবার এই বয়সেই তাঁর আছে তিন তিনজন দত্তক সন্তান। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদেরও আগ্রহের শেষ নেই। তবে সবকিছুকে ছাপিয়ে তাঁর রূপ আর ফ্যাশন সেন্সের প্রশংসা করতেই হয়। ইনস্টাগ্রামে শ্রীলীলা তাঁর নানা লুকের ছবি প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। চলুন তবে এই আবেদনময়ী মার্কিন-ভারতীয় অভিনেত্রীর কিছু লুক দেখে আসি আজ।