দক্ষিণি ঝড়ের আরেক নাম এখন শ্রীলীলা, দেখুন তাঁর ১ ডজন আবেদনময় লুক
শেয়ার করুন
ফলো করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের এক তেলেগু পরিবারে জন্ম নেওয়া শ্রীলীলা এখন দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত নাম। দক্ষিণি ঝড়ের আরেক নামই বলা যায় তাঁকে সাম্প্রতিক সময়ে। ২০১৭ সালে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গেলেও ২০১৯ সাল থেকে মূল নায়িকা চরিত্রে নজর কাড়ছেন এই সুন্দরী। গত বছর পুষ্পা–২ সিনেমায় অল্লু অর্জুনের সঙ্গে হাই ভোল্টেজ আইটেম গানে নেচে তিনি  লাইমলাইটে আসেন। ২৪ বছর বয়সী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি একজন হবু ডাক্তাররও। আবার এই বয়সেই তাঁর আছে তিন তিনজন দত্তক সন্তান। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদেরও আগ্রহের শেষ নেই। তবে সবকিছুকে ছাপিয়ে তাঁর রূপ আর ফ্যাশন সেন্সের  প্রশংসা করতেই হয়। ইনস্টাগ্রামে শ্রীলীলা তাঁর নানা লুকের ছবি প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। চলুন তবে এই আবেদনময়ী মার্কিন-ভারতীয় অভিনেত্রীর কিছু লুক দেখে আসি আজ।

১/১২
লাল অফ দ্য শোল্ডার স্লিট গাউনে ফ্রেমবন্দী হয়েছেন শ্রীলীলা
লাল অফ দ্য শোল্ডার স্লিট গাউনে ফ্রেমবন্দী হয়েছেন শ্রীলীলা
বিজ্ঞাপন
২/১২
আকাশী নীল শাড়ির এথনিক লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন এই দক্ষিণি রূপসী
আকাশী নীল শাড়ির এথনিক লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন এই দক্ষিণি রূপসী
বিজ্ঞাপন
৩/১২
কালো স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে এই হেয়ারস্টাইলের লুকে বেশ ‘কিউট’ লাগছে নায়িকাকে
কালো স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে এই হেয়ারস্টাইলের লুকে বেশ ‘কিউট’ লাগছে নায়িকাকে
৪/১২
সারারা স্টাইলের হলুদ টু-পিস পরে ফ্রেমবন্দী হয়েছেন শ্রীলীলা। নজর কাড়ছে গলায় পরা ভারী চোকার, দুল আর চুড়ি
সারারা স্টাইলের হলুদ টু-পিস পরে ফ্রেমবন্দী হয়েছেন শ্রীলীলা। নজর কাড়ছে গলায় পরা ভারী চোকার, দুল আর চুড়ি
৫/১২
সি থ্রু লাল টপের সঙ্গে কালো রিপড জিন্সে আবেদন ছড়াচ্ছেন নায়িকা
সি থ্রু লাল টপের সঙ্গে কালো রিপড জিন্সে আবেদন ছড়াচ্ছেন নায়িকা
৬/১২
সিম্পল লুকেও শ্রীলীলা সুন্দর। পাউডার ব্লু শার্টে স্নিগ্ধ লাগছে তাঁকে
সিম্পল লুকেও শ্রীলীলা সুন্দর। পাউডার ব্লু শার্টে স্নিগ্ধ লাগছে তাঁকে
৭/১২
ব্রালেটের সঙ্গে লাল-কালো জর্জেট শাড়ি পরেছেন নায়িকা। আকর্ষণ কাড়ছে তাঁর জুয়েলারি।
ব্রালেটের সঙ্গে লাল-কালো জর্জেট শাড়ি পরেছেন নায়িকা। আকর্ষণ কাড়ছে তাঁর জুয়েলারি।
৮/১২
বেবি পিংক ক্রপড জ্যাকেট আর মিনি স্কার্টে মিষ্টি লাগছে এই স্টাইলিশ অভিনেত্রীকে
বেবি পিংক ক্রপড জ্যাকেট আর মিনি স্কার্টে মিষ্টি লাগছে এই স্টাইলিশ অভিনেত্রীকে
৯/১২
অভিনেত্রীর পরা একরঙা কালো শাড়িটি অলংকৃত হয়েছে অক্সিডাইসের বিডসে । স্লিভলেস ব্লাউজেও একই নকশা। তাই এই লুকে তিনি বেছে নিয়েছেন অক্সিডাইসের গয়না
অভিনেত্রীর পরা একরঙা কালো শাড়িটি অলংকৃত হয়েছে অক্সিডাইসের বিডসে । স্লিভলেস ব্লাউজেও একই নকশা। তাই এই লুকে তিনি বেছে নিয়েছেন অক্সিডাইসের গয়না
১০/১২
ডেনিম অন ডেনিম আউটফিটের সঙ্গে এই লুকে জুটি হয়েছে সাদা রানিং শু
ডেনিম অন ডেনিম আউটফিটের সঙ্গে এই লুকে জুটি হয়েছে সাদা রানিং শু
১১/১২
সিকুইনের কাজ করা ঝলমলে ল্যাভেন্ডার শাড়ির সঙ্গে ন্যুডল স্ট্র্যাপের ম্যাচিং ব্লাউজ পরেছেন তিনি। কানে শোভা পাচ্ছে স্টেটমেন্ট দুল
সিকুইনের কাজ করা ঝলমলে ল্যাভেন্ডার শাড়ির সঙ্গে ন্যুডল স্ট্র্যাপের ম্যাচিং ব্লাউজ পরেছেন তিনি। কানে শোভা পাচ্ছে স্টেটমেন্ট দুল
১২/১২
অফ দ্য শোল্ডার ক্রপ টপের সঙ্গে ছেড়ে রাখা সফট কার্ল চুলগুলো স্টাইলিশ আমেজ এনেছে তাঁর লুকে
অফ দ্য শোল্ডার ক্রপ টপের সঙ্গে ছেড়ে রাখা সফট কার্ল চুলগুলো স্টাইলিশ আমেজ এনেছে তাঁর লুকে
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন