জেনজি প্রজন্মের স্টাইলিশ তারকাদের মধ্যে শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের নাম সবার আগে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুইবোনের অংশগ্রহণে করণ জোহরের কফি উইথ করণ অনুষ্ঠানের চুম্বক মুহূর্তের ভিডিও ক্লিপ এখন রীতিমতো ভাইরাল।
সেখানে ভক্তদের মাঝে বিশেষ আগ্রহ দেখা গিয়েছে দুজনের ডেটিং লাইফ নিয়ে। জাহ্নবীর মুখে তাঁর গোপন ছেলেবন্ধুর নাম বা খুশির সঙ্গে দ্যা আর্চি সিনেমাতে তাঁর সহঅভিনেতা ভেদাং রায়নাকে বাস্তব জীবনে প্রেম করতে দেখতে চাওয়ার ইচ্ছার মতো মন্তব্য ও বক্তব্যগুলো এখন ভারতীয় গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে দুই বোনের একসঙ্গে তাঁদের মা, বলিউড ডিভা শ্রীদেবীকে হারানোর স্মৃতিকাতরতা।
জাহ্নবী প্রথম কফি উইথ করণ-এ এসেছিলেন তাঁর সৎ ভাই অর্জুন কাপুরের সঙ্গে। তখন তাঁর মুখে জানা যায় শ্রীদেবী মারা যাওয়ার পর অর্জুন কিভাবে তাঁকে শোক কাটিয়ে উঠতে সাহায্য করেন। এবার জাহ্নবী জানান খুশি ছোট বোন হওয়া সত্ত্বেও কিভাবে মানসিক পরিপক্বতা দেখিয়ে সবাইকে সান্ত্বনা দিয়েছেন। জাহ্নবী বলেন, 'আমি যখন কল পেলাম, আমি আমার রুমে ছিলাম এবং আমি খুশির ঘর থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনে আছে, আমি তাঁর ঘরে ঢুকেছি, একসঙ্গে হাউমাউ করে কেঁদেছি'।
তিনি আরও বলেন, 'যেটা সবচেয়ে বেশি মনে পড়ে তা হলো, খুশি আমার দিকে তাকিয়ে ছিল এবং যে মুহূর্তে সে আমার দিকে তাকাল, সে কান্না বন্ধ করে দিল। এরপর আমার পাশে এসে সে বসল এবং আমাকে সান্ত্বনা দিতে শুরু করল। তারপর থেকে আমি কখনও তাকে কাঁদতে দেখিনি'। জাহ্নবীর কথায় বোঝা যাচ্ছিল খুশির মতো বোন পেয়ে তিনি কতটা ভাগ্যবান বোধ করেন এবং বোনের জন্য গর্ববোধ করেন।
কফি উইথ করণ-এ আজ পর্যন্ত যত তারকা এসেছেন তাঁদের সবাইকে অত্যন্ত ফ্যাশনেবল সাজে দেখা গিয়েছে। জাহ্নবী ও খুশির ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম হয়নি। নতুন প্রজন্মের বলিউড ফ্যাশন আইকনদের মধ্যে আছেন এই দুই সহোদরা। এখানে তাঁদের দুইজনের স্টাইলিশ লুক নিয়ে মজেছেন ভক্তরা।
জাহ্নবী পরেছেন স্কারলেট থাই-হাই স্লিট সাটিন ড্রেস। এই হল্টার নেক ইভনিং গাউনের গভীর, সাহসী নেকলাইন ও পিপহোল কাটআউটের সঙ্গে বডিকন বা শরীর আঁকড়ে রাখা সিলুয়েটে তাঁর আকর্ষনীয় ফিগার ফুটে উঠছে। জমকালো পোশাকের সঙ্গে গয়না নিয়ে কোন বাড়াবাড়িতেই যাননি জাহ্নবী। কান, গলা, হাত সব একদম খালি। আঙুলে শুধু কিছু ব্যান্ড সেট রিং। ড্রেসটি নেওয়া হয়েছে মার্কিন বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড দ্যা রাজারিও থেকে। এই ব্র্যান্ডকে হলিউডের সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড বলা হয়। জেনিফার লোপেজ, কেটি পেরির মত তারকারা বড় ইভেন্টের জন্য এখান থেকে ইভনিং গাউন সংগ্রহ করেন। জাহ্নবীর এই হলিউড গ্ল্যামার লুক স্টাইলিং করেছেন বলিউডের সেলিব্রেটি স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানি ও হুমায়রা লাকদাওলা।
অন্যদিকে খুশিকে দেখা গেছে ভিন্টেজ ভাইবে। দ্য আর্চিজ মুভির প্রভাব হতে পারে তা। তিনি পরেছেন লেমন ইয়েলো স্ট্র্যাপলেস মিনি ড্রেস। খুশির পোশাকটি এসেছে বিখ্যাত অস্ট্রেলিয়ান ফ্যাশন ব্র্যান্ড জিমারম্যান থেকে।
জিমারম্যানের ম্যাচমেকার রোজ সিরিজের অন্যান্য পোশাকের মতোএই মিনি ড্রেসে আছে সুন্দর গোলাপের অ্যাপ্লিক। এর সঙ্গে তিনি পরেছেন নিউইয়র্কের বিখ্যাত বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড লরেন বির টেনিস নেকলেস। এই ড্রেসে খুশিকে খুব স্নিগ্ধ দেখাচ্ছে। তাঁর স্টাইলিং করেছেন বলিউডের সেলিব্রেটি ফ্যাশন স্টাইলিস্ট ও কস্টিউম ডিজাইনার তানিয়া ঘাবরি। পোশাক ও স্টাইলে ভিন্নতা থাকলেও মেকআপ ও হেয়ার স্টাইল দুই বোনের একই রকম ছিল। ন্যুড গ্ল্যাম মেকআপ ও পাশে সিঁথি করা খোলা চুলের সফট ওয়েভ স্টাইলে দুইজনকেই লাগছে সুপার স্টাইলিশ।
ছবি: জাহ্নবী ও খুশি কাপুরের ইন্সটাগ্রাম