হালের আলোচিত তিন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ ও তানজিন তিশা জিতেছেন যুক্তরাষ্ট্রে আয়োজিত ঢালিউড পুরস্কার। অভিনয় ছাড়াও নিজস্ব ফ্যাশন সেন্সের জন্য দর্শকমহলে বেশ জনপ্রিয় এই তিন ঢালিউড সুন্দরী। ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিন তারকাই বেছে নিয়েছেন দেশি ব্র্যান্ডের দারুণ সব পোশাক। তাঁদের এই নজরকাড়া লুকের একঝলক দেখে নেওয়া যাক।
নিজের ব্যক্তিত্ব বুঝেই সাজপোশাক বেছে নেন মেহজাবীন চৌধুরী। ঢালিউড পুরস্কারের লালগালিচাতেও তার ব্যতিক্রম ঘটেনি। মূল অনুষ্ঠানের জন্য এই অভিনেত্রী পরেন দুধসাদা মসলিন শাড়ি। পোশাক ও সাজের সমন্বয়ে মেহজাবীনের লুক ছিল বেশ রাজসিক।বিশেষ এই অনুষ্ঠানের জন্য মেহজাবীনের শাড়িটি ডিজাইন করে দেশি ব্র্যান্ড মেহের। এই প্রতিষ্ঠানের তরফে বলা হয়, মেহজাবীনের প্রথম পছন্দই ছিল শাড়ি। তাঁর ব্যক্তিত্বের মতো শাড়িতেও রাখা হয়েছে কোমল ও শুভ্র ভাব। 'মেহেরাজ' কালেকশনের শাড়িটিতে বিভিন্ন মোটিফের হাতের কাজ করা হয়েছে। মসলিন কাপড়ের ওপর আধুনিক এমবেলিশমেন্টের মিশেলে কিছুটা ফিউশনধর্মী কাজ রয়েছে। শাড়িজুড়ে কারচুপি ও আধুনিক ঘরানার নকশা। ব্যবহৃত হয়েছে মুক্তা, ক্রিস্টাল ও বিডস। শাড়ির তুলনায় আরও স্বচ্ছ মসলিন কাপড়ের ব্লাউজজুড়ে গর্জিয়াস নকশা করা হয়েছে নজর ব্লাউজের দিকে ফেরাতে।
শাড়ির সঙ্গে মানানসই গয়নাও নেওয়া হয়েছে মেহের কালেকশন থেকে। সাদা ও প্যাস্টেল নেকলেস ও দুল তৈরি হয়েছে আনকাট স্টোন দিয়ে। মেহজাবীনের লুকে এই ফ্যাশন জুয়েলারি যোগ করেছে বাড়তি আকর্ষণ। হাতে পরেছিলেন একই কম্বিনেশনের ব্রেসলেট।এমন রাজসিক পোশাক ও গয়নার সঙ্গে তাঁর সাজও ছিল নজরকাড়া। বিশেষ এই অনুষ্ঠানের জন্য তিনি করেছিলেন গ্লোয়িং মেকআপ। চোখ হাইলাইট করা হয়েছে শিমারি আইশ্যাডো ও মাসকারায়। তবে ঠোঁটে ছিল গাঢ় ম্যাজেন্টা শেডের লিপস্টিক। এই সাজপোশাকের সঙ্গে মানিয়ে মেহজাবীন পাশে সিঁথি করে হেয়ার স্টাইল করেছেন।
ন্যাচারাল ও গর্জিয়াস—উভয় লুকেই দারুণভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। লালগালিচার জন্য তিনি বেছে নেন দেশি ফ্যাশন হাউস ফেস্টিভাইভের গাঢ় ম্যাজেন্টা ও মিন্ট কম্বিনেশনের সিল্ক ও নেট শাড়ি। ফ্যাশন হাউস ফেস্টিভাইভের সঙ্গে কথা বলে জানা যায়, তাসনিয়া ফারিণের শাড়িটি মোগল নকশার অনুপ্রেরণায় ডিজাইন করা হয়েছে।মসৃণ জমিনের পাড়জুড়ে করা এমব্রয়ডারি ও জারদৌসির কাজ করা হয়েছে। উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে রেশমি সুতা, বিডস ও সিকুইন। শাড়ির সৌন্দর্য আরও বাড়িয়েছে থ্রিডি স্টাইলের ফুলেল নকশা ও শাড়ির পাড়ে বসানো সবুজ নেটের ফ্রিল। ছিমছাম নকশার শাড়ির সঙ্গে একরঙা স্লিভলেস হল্টার নেক টপটি ফারিণকে করেছে আরও স্টাইলিশ।
শাড়ির সঙ্গে ফারিণের সাজও ছিল কিছুটা জমকালো। স্মোকি আই মেকআপ ও গাঢ় গোলাপি লিপস্টিকে সেজেছিলেন তিনি। মাঝে সিঁথি করে খোঁপা করেন; কানে ছিল ভারী ঝোলানো দুল।
এদিন পাশ্চাত্য পোশাকে তানজিন তিশার লুক ছিল মোহনীয়। তিনিও পরেন মেহেরের পোশাকে। ফিশ কাট সাদা রঙের গাউনর জমিনজুড়ে ছিল মুক্তা, সিকুইন আর ক্রিস্টালের ভারী এমবেলিশমেন্ট। গাউনে নাটকীয়তা আনতে স্লিভের বর্ডার ও গাউনের নিচের অংশে নেট দিয়ে ফেদারি আমেজ তৈরি করা হয়েছে। গভীর গোল গলা ও ফ্লাফি বেলবটম হাতার গাউনের সঙ্গে তানজিন তিশা পরেন সাদা পাথরের চোকার। গ্লসি বেজ মেকআপের সঙ্গে শিমারি আইশ্যাডো ও কন্ট্রাস্ট লাল লিপস্টিকে দারুণ আবেদনময়ী লাগছিল তানজিন তিশাকে।