সাত দশক ধরে পর্দা ও মঞ্চ মাতিয়ে চলে গেলেন হ্যারি পটারের 'মিনার্ভা'
শেয়ার করুন
ফলো করুন

ডেম উপাধি পেয়েছেন তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে। সেই ১৯৫০ সালে অভিনয় জীবন শুরু মঞ্চ দিয়ে। এরপরে অস্কার ও এমিসহ বহু পুরস্কার পেয়েছেন সিনেমা আর টেলিভিশন সিরিজে অভিনয় করে। তবে বর্তমান প্রজন্মের কাছে হ্যারি পটার-এর কিংবদন্তি চরিত্র মিনার্ভা ম্যাকগনাগল হিসেবেই তাঁর পরিচিতি বেশি। বর্ণাঢ্য অভিনয় জীবন শেষে ৮৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই অসাধারণ অভিনেত্রী। আর সেই পঞ্চাশের দশক থেকেই ম্যাগির ফ্যাশন স্টেটমেন্ট একদম আলাদা। চলতি হাওয়ায় কখনো গা ভাসান নি তিনি। চেক প্যাটার্ন আর মনোক্রোম লুকের সঙ্গে সিগনেচার হেয়ারস্টাইলে তরুণী বয়সে নজর কাড়তেন তিনি সবার। আর বয়সের সঙ্গে সঙ্গে কালোত্তীর্ণ ফ্যাশন সেন্সের কারণে তাঁর সাজপোশাক সবসময় প্রশংসা পেয়ে এসেছে এতগুলো বছর ধরে। মৃত্যুর আগে এক নজরকাড়া ফ্যাশন ফটোশ্যুটে বিলাসবহুল ব্র্যান্ড লুয়েভের মডেল হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

১/১১
লুয়েভের মডেল হয়েছেন ম্যাগি স্মিথ
লুয়েভের মডেল হয়েছেন ম্যাগি স্মিথ
বিজ্ঞাপন
২/১১
মৃত্যুর আগে এটিই তাঁর শেষ ফটোশ্যুট
মৃত্যুর আগে এটিই তাঁর শেষ ফটোশ্যুট
বিজ্ঞাপন
৩/১১
৮৯ বছর বয়সে এমন ফ্যাশনেবল উপস্থিতি সত্যিই অনন্য
৮৯ বছর বয়সে এমন ফ্যাশনেবল উপস্থিতি সত্যিই অনন্য
৪/১১
পারফেক্ট শর্ট ব্যাংসে স্টাইলিশ ম্যাগি
পারফেক্ট শর্ট ব্যাংসে স্টাইলিশ ম্যাগি
৫/১১
তরুণী ম্যাগির লুকে দেখা যায় এক অন্য রকম আকর্ষণ
তরুণী ম্যাগির লুকে দেখা যায় এক অন্য রকম আকর্ষণ
৬/১১
হ্যারি পটারের মিনার্ভা ম্যাকগনাগলরূপে এই প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে থাকবেন তিনি। উইচ হ্যাট আর কালো  সিগনেচার গাউনে  ম্যাগি।
হ্যারি পটারের মিনার্ভা ম্যাকগনাগলরূপে এই প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে থাকবেন তিনি। উইচ হ্যাট আর কালো সিগনেচার গাউনে ম্যাগি।
৭/১১
মনোকিনিতে স্বচ্ছন্দ ম্যাগির গ্যামিন পিক্সি কাট চুল
মনোকিনিতে স্বচ্ছন্দ ম্যাগির গ্যামিন পিক্সি কাট চুল
৮/১১
২০২২ সালে ন্যাচারাল, এলিগ্যান্ট স্টাইলে দেখা যাচ্ছে এই জাঁদরেল অভিনেত্রীকে
২০২২ সালে ন্যাচারাল, এলিগ্যান্ট স্টাইলে দেখা যাচ্ছে এই জাঁদরেল অভিনেত্রীকে
৯/১১
গয়নার ব্যাপারে খুব পরিমিত ছিলেন সবসময় ম্যাগি স্মিথ
গয়নার ব্যাপারে খুব পরিমিত ছিলেন সবসময় ম্যাগি স্মিথ
১০/১১
তরুণী বয়সে তাঁর মাঝে ছিল এক ধরনের সৌম্য লুক
তরুণী বয়সে তাঁর মাঝে ছিল এক ধরনের সৌম্য লুক
১১/১১
ম্যাগি স্মিথের কালোত্তীর্ণ ফ্যাশন আর সৌন্দর্যের তুলনা তিনি নিজেই
ম্যাগি স্মিথের কালোত্তীর্ণ ফ্যাশন আর সৌন্দর্যের তুলনা তিনি নিজেই

ছবি: ম্যাগি স্মিথের ইন্সটাগ্রাম ফ্যান অ্যাকাউন্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩২
বিজ্ঞাপন