আবারও ইতিহাস গড়লেন পপ রাজকুমারী টেইলর সুইফট। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ স্পটিফাই এবং অন্যান্য মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে রেকর্ড ভেঙেছে। এটিই স্পটিফাইয়ের ইতিহাসের প্রথম অ্যালবাম, যা এক দিনে ৩০০ মিলিয়নের বেশি স্ট্রিম হয়েছে। মুক্তির ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই রেকর্ড গড়েছে ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’।
তবে এটাই এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে টেইলরের ১১তম স্টুডিও অ্যালবামের একমাত্র রেকর্ড নয়, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী পোস্ট ম্যালোনের সঙ্গে গাওয়া ‘ফোর্টনাইট’ গানটি এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিম করা গান হিসেবে রেকর্ড গড়েছে।
গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’–এর পুরস্কার জিতেই ভক্তদের নতুন অ্যালবাম প্রকাশের সুখবর দেন টেইলর।
এরপর বিশ্বজুড়ে সুইফটিদের মধ্যে এই অ্যালবামের রিলিজ হওয়া নিয়ে চলে উন্মাদনা, যার ফলাফলস্বরূপ স্পটিফাইয়ে তৈরি হয় আরেকটি রেকর্ড। কাউন্টডাউন পেজেসের (স্পটিফাইয়ের বিশেষ ফিচার) সর্বাধিক প্রিসেভড অ্যালবাম হয়ে ওঠে ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’।
অন্যদিকে আরও দুটি জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল মিউজিক ও অ্যামাজন মিউজিকেও রেকর্ড গড়েছে অ্যালবামটি। ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এখন এ দুই প্ল্যাটফর্মে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি স্ট্রিম করা অ্যালবাম হয়ে উঠেছে।
যেভাবে চলছে, তাতে মনে হচ্ছে, এটি খুব শিগগির সর্বকালের সবচেয়ে বড় পপ অ্যালবাম হতে চলেছে।
ছবি: ইনস্টাগ্রাম