অবশেষে দেখা দিলেন হবু বধূ লরেন সানচেজ। অনেক জল্পনা-কল্পনা আর প্রতীক্ষা পেরিয়ে টেক বিলিয়নিয়ার জেফ বেজোস আর টিভি সাংবাদিক লরেন সাঞ্চেজের বিয়ের অনুষ্ঠান শুরু হলো ভেনিসেই। হবু বধূ লরেন আর শতাব্দীর সেরা বিয়ের অনুষ্ঠানে আগত হাই প্রোফাইল অতিথিরা চোখ ধাঁধাচ্ছেন নানা লুকে। কিম কার্ডাশিয়ান, ইভাকা ট্রাম্প আর কাইলি জেনাররা আছেন এই তালিকায়।
ছবি: ইন্সটাগ্রাম