জেফ বেজোসের বিয়ে: নানা লুকে চোখ ধাঁধালেন হবু বধূ লরেন, কিম কার্ডাশিয়ান, ইভাংকা ট্রাম্প, কাইলি জেনাররা
শেয়ার করুন
ফলো করুন

অবশেষে দেখা দিলেন হবু বধূ লরেন সানচেজ। অনেক জল্পনা-কল্পনা আর প্রতীক্ষা পেরিয়ে টেক বিলিয়নিয়ার জেফ বেজোস আর টিভি সাংবাদিক লরেন সাঞ্চেজের বিয়ের অনুষ্ঠান শুরু হলো ভেনিসেই। হবু বধূ লরেন আর শতাব্দীর সেরা বিয়ের অনুষ্ঠানে আগত হাই প্রোফাইল অতিথিরা চোখ ধাঁধাচ্ছেন নানা লুকে। কিম কার্ডাশিয়ান, ইভাকা ট্রাম্প আর কাইলি জেনাররা আছেন এই তালিকায়।

১/১২
স্ক্যাপারেল্লির এই মেটালিক স্ট্র্যাপলেস ড্রেসে চোখ ধাঁধাচ্ছেন লরেন সানচেজ
স্ক্যাপারেল্লির এই মেটালিক স্ট্র্যাপলেস ড্রেসে চোখ ধাঁধাচ্ছেন লরেন সানচেজ
বিজ্ঞাপন
২/১২
ড্রেসের সিলুয়েটে এই অসম্ভব শেপের কটিদেশ নিয়ে হচ্ছে অনেক কথা। স্প্রিং ২০২৫ কতুর কালেকশন থেকে নিয়েছেন লরেন এটি।
ড্রেসের সিলুয়েটে এই অসম্ভব শেপের কটিদেশ নিয়ে হচ্ছে অনেক কথা। স্প্রিং ২০২৫ কতুর কালেকশন থেকে নিয়েছেন লরেন এটি।
বিজ্ঞাপন
৩/১২
কালো স্যুট আর সাদা শার্টে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে জেফ বেজোসকে।
কালো স্যুট আর সাদা শার্টে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে জেফ বেজোসকে।
৪/১২
লরেনের বন্ধু কিম কার্ডাশিয়ান পরেছেন বোল্ড নেকলাইনের স্লিভলেস স্নেক প্রিন্টের বডিকন ড্রেস।
লরেনের বন্ধু কিম কার্ডাশিয়ান পরেছেন বোল্ড নেকলাইনের স্লিভলেস স্নেক প্রিন্টের বডিকন ড্রেস।
৫/১২
ফুলেল এমবেলিশমেন্টের অস্কার ডে লা রেন্টার ড্রেস পরে ওয়াটার ট্যাক্সি দিয়ে আসছেন ইভাংকা ট্রাম্প
ফুলেল এমবেলিশমেন্টের অস্কার ডে লা রেন্টার ড্রেস পরে ওয়াটার ট্যাক্সি দিয়ে আসছেন ইভাংকা ট্রাম্প
৬/১২
ক্রিস জেনার এসেছেন অল ব্ল্য্যাক লুকে
ক্রিস জেনার এসেছেন অল ব্ল্য্যাক লুকে
৭/১২
বাচ্চাদের হাত ধরে ভেনিসে এসেছেন কাইলি জেনার কালো ব্রালেট ও প্যান্টের বোল্ড লুকে
বাচ্চাদের হাত ধরে ভেনিসে এসেছেন কাইলি জেনার কালো ব্রালেট ও প্যান্টের বোল্ড লুকে
৮/১২
ক্লোউই কার্ডাশিয়ান ভেনিসে পা রাখলেন লেপার্ড প্রিন্টের বডিস্যুটে
ক্লোউই কার্ডাশিয়ান ভেনিসে পা রাখলেন লেপার্ড প্রিন্টের বডিস্যুটে
৯/১২
আরেক লুকে লরেন পরেছেন ওয়ান শোল্ডার রূপালি স্ট্রাইপের কালো ড্রেস
আরেক লুকে লরেন পরেছেন ওয়ান শোল্ডার রূপালি স্ট্রাইপের কালো ড্রেস
১০/১২
রাফল্ড বো দেওয়া ধূসর গাউনে ইতালিয়ান মডেল ভিত্তোরিয়া সেরেটি
রাফল্ড বো দেওয়া ধূসর গাউনে ইতালিয়ান মডেল ভিত্তোরিয়া সেরেটি
১১/১২
কেন্ডাল ও কাইলি জেনার পরেছেন যথাক্রমে ফুলেল হল্টারনেক আর শর্ষে হলুদ নেটের বডিকন ড্রেস
কেন্ডাল ও কাইলি জেনার পরেছেন যথাক্রমে ফুলেল হল্টারনেক আর শর্ষে হলুদ নেটের বডিকন ড্রেস
১২/১২
অপরাহ উইনফ্রে এসেছেন সাদা-চকলেট প্রিন্টের ড্রেসে
অপরাহ উইনফ্রে এসেছেন সাদা-চকলেট প্রিন্টের ড্রেসে

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৩: ১০
বিজ্ঞাপন