পিক্সি কাটে পিয়ার ঈদ
শেয়ার করুন
ফলো করুন

পেশা হোক বা নিজের ফ্যাশন সব কিছুতেই সাহসিকতার পরিচয় দেয়ার চেষ্টা করেছেন এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ দিলেই বোঝা যাবে সেটা। সম্প্রতি তাঁর নতুন হেয়ারকাটেও সেটা স্পষ্ট। দেশিয় ফ্যাশনে পিয়ার এই লুকটি যথেষ্ট নতুন। নিজের লম্বা চুল কাটার জন্য চাই মানসিক শক্তি, হয়তো তাই অনেকেই এমন লুক করতে চান না। তবে যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব নিজের ইচ্ছাকেই গুরুত্ব দেন পিয়া। এক্ষেত্রেও সেটাই ঘটেছে।

চুল ছোট হোক বা বড় আমার কাছে ফ্যাশন হলো আমার আত্মবিশ্বাস। যদিও এর আগেও অনেকবার চুল ছোট করতে চেয়েছিলাম কিন্তু মনস্থির করা ছিল কঠিন। তাই যখন মনে হলো ফ্যাশনে আমি আলাদা ধারা তৈরি করতে পেরেছি, তখন আর সিদ্ধান্ত নিতে দেরি করিনি, বলেছেন পিয়া।

বিজ্ঞাপন

সন্তান জন্মের পরই নিজের লুক নিয়ে নিরীক্ষা করতে চেয়েছিলেন তিনি। তবে সবার আগে নিজের ওজন কমানোর কাজ শুরু করেন। এরপর এই লুকের জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে অনেকটা সময় লেগেছে।

পিক্সি কাট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি শেয়ার করে বাহাবা পেয়েছেন অনেকের। আবার অনেকেই অবাক হয়েছেন। বলেছেন তাঁকে চেনাই যাচ্ছে না। অনেকে আবার জানতে চেয়েছেন যে চুলের জন্য মায়া লেগেছে কিনা। যদিও পিয়া মনে করেন, নিজেকে ফ্যাশনেবল করতে চাইলে অন্যরকম কিছু করতেই হয়।

বিজ্ঞাপন

নতুন হেয়ারকাট নিয়ে কথার ফাঁকে জেনে নেওয়া গেছে তাঁর এবারের ঈদে লুক সম্পর্কে। পিয়া জানান, ঈদে ট্র্যাডিশনাল শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পছন্দ করেন। এবারও এর ব্যতিক্রম হবে না। পিক্সি কাটে শাড়িতে ফটোশুট করলেও সালোয়ার কামিজে দেখা যায়নি তাঁকে।

তবে জানিয়ে দিয়েছেন যে এই ঈদে কেনাকাটা করছেন না। অবশ্য এরই মধ্যে উপহার পাওয়া তিনটি সালোয়ার-কামিজ পরার পরিকল্পনা রয়েছে। ঈদের দিনে তিনি প্রিন্সেস ডায়নার মতো করে চুল সেট করতে চাইছেন। তবে ঈদের সাজসজ্জা নিয়ে এখনই সবটা বলতে নারাজ তিনি। ভক্তদের জন্য রাখতে চাইছেন কিছুটা চমকও।

ছবি: পিয়ার ফেসবুক পেজ

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১৫: ৫২
বিজ্ঞাপন