পানীয় হিসেবে কফির জনপ্রিয়তার কথা কে না জানে। তবে এই কফিই যে সৌন্দর্যচর্চার উপাদান হিসেবে বেশ উপকারী, তা এখনো অনেকেরই অজানা। তাই ত্বককে সুস্থ ও সতেজ রাখতে কফি পান করার পাশাপাশি ত্বকের যত্নেও এর প্রয়োগ জেনে নেওয়া প্রয়োজন।
কফিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা আমাদের চোখের নিচে জমে যাওয়া ডার্ক সার্কেল তুলতে বেশ কার্যকর। এ ক্ষেত্রে চোখের নিচের কালো দাগ হালকা করার জন্য কফিগুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচে লাগিয়ে রাখতে হবে। এ পদ্ধতিতে প্যাক ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। টানা এক সপ্তাহ ব্যবহার করলেই অনেকটা পরিবর্তন লক্ষ করা যাবে।
ব্যস্ত শহরে দিনভর বাইরে থাকার কারণে ত্বককে নানা রকম দূষণের সম্মুখীন হতে হয়। অনেক সময় ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের সংক্রমণও হতে পারে। তবে ত্বক যদি সুরক্ষিত থাকে, তাহলে এর কোনোটিই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না।
বিশেষজ্ঞদের মতে, কফি ত্বক থেকে সব ধুলা–ময়লা দূর করে এবং ত্বককে নরম ও সতেজ করে তোলে। কারণ, এটি এক্সফোলিয়েটর হিসেবে দারুণ কাজ করে। এ ক্ষেত্রে কফির স্ক্রাব বেশ উপকারী। এটি তৈরিতে প্রয়োজন ১ চা–চামচ অলিভ অয়েলের সঙ্গে ২ চা–চামচ কফিগুঁড়া। এগুলো ভালোভাবে মিশিয়ে মিশ্রণটি দিয়ে মুখ, গলা ও ঘাড়ে স্ক্রাব করতে হবে। ভালো ফল পেতে ৫ মিনিট সার্কুলার মোশনে স্ক্রাব করে ৩০ মিনিটের জন্য এটা ত্বকে রেখে দিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললে বেশ উপকার পাওয়া যাবে।
আবার মুখের কালো ছোপ দূর করতে এর জুড়ি নেই। এ ক্ষেত্রে অল্প পরিমাণ কফির সঙ্গে মধু মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে রাখতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে শুকিয়ে গেলে তা ভালো করে ধুয়ে নিলেই পরিবর্তন দেখা যাবে।
বলাই বাহুল্য, কফি যেহেতু চিনির মতো পানিতে দ্রবীভূত হয় না, তাই এটা ত্বকে জমে থাকা ময়লা, ধুলাবালু কিংবা মৃত কোষকে ত্বকের ভেতর থেকে বের করে দিতে সহায়তা করে। ফলে ত্বক টান টান থাকে এবং ত্বকে সহজে বয়সের দাগ পড়ে না।
তা ছাড়া কফির তৈরি মাস্ক ত্বকের প্রদাহ প্রতিরোধে সহায়তা করে। পাশাপাশি রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এর জন্য দুই চা–চামচ কফিগুঁড়া নিয়ে তাতে ২ চা–চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রণটি সারা মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে রাখতে হবে।
৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আবার প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কফি খুব দারুণভাবে কাজ করে। এর জন্য ২ চা–চামচ কফির সঙ্গে ২ চা–চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগাতে হবে। এরপর তা শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
ছবি: পেকজেলসডটকম