মেকআপের আগে ত্বক প্রস্তুত করাকে মালাইকা যতটা গুরুত্ব দেন, তার প্রমাণ এই ভিডিও। তার শেয়ার করা পাঁচ ধাপের স্কিনকেয়ার রুটিনে রয়েছে ত্বককে হাইড্রেট, স্কাল্প এবং রিল্যাক্স করার নানা উপায়।
মালাইকা বলেন, “আমি তেল ব্যবহার করতে ভালোবাসি কারণ এটা ত্বককে হাইড্রেট করে এবং রোলারটি সুন্দরভাবে ত্বকের ওপর দিয়ে গ্লাইড করে।” তিনি ফেইস ওয়েল ম্যাসাজের পর জেড রোলার ব্যবহার করেন মুখে রক্তসঞ্চালন বাড়াতে।
এরপর মালাইকা ব্যবহার করেন গুয়াশা টুল, যা মুখের পাফিনেস কমিয়ে ফেইস লিফটিংয়ে সহায়তা করে। নিয়মিত গুয়াশা ব্যবহারে মুখের গঠন দৃশ্যমানভাবে বদলে যেতে পারে।
চোখের নিচে ক্লান্তির ছাপ ঢাকতে এবং শীতলতা দিতে মালাইকা ব্যবহার করেন আন্ডার-আই প্যাচ। এতে চোখের নিচের ডেলিকেট ত্বক সুস্থ ও সতেজ থাকে।
শুধু মুখ নয়, মালাইকা গুরুত্ব দেন ঘাড়ের যত্নেও। ঘাড়ে হালকা ম্যাসাজ করেন যাতে মুখ থেকে নেকলাইন পর্যন্ত সমানভাবে গ্লো থাকে।
অবশেষে ঠোঁটেও কিছুটা যত্ন প্রয়োজন। এ ক্ষেত্রে মালাইকা বলেন, “একটু প্লাম্প করার জন্য বা লিপস্টিকের বেস হিসেবে লিপ বাম ব্যবহার করতেই পারেন,”।
কিছুদিন আগে ফেমিনা ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “ঘুম থেকে ওঠার পরই ত্বক সবচেয়ে ভালো অবস্থায় থাকে। বলা যায় এসময় ত্বক সতেজ ও হাইড্রেটেড থাকে। তখন মুখ ধোয়ার প্রয়োজন নেই।”
তিনি পরামর্শ দেন, সকালে উঠে শুধু গোলাপজল স্প্রে করলেই ত্বক থাকবে সতেজ ও কোমল। জানান, তিনি সকালে উঠে এক লিটার গরম পানি ও লেবুর রস খেয়ে দিন শুরু করেন, যা শরীর ও ত্বক দুটোই ডিটক্স করে।
* রোলার ও গুয়াশা রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বক উজ্জ্বল করে
* আন্ডার-আই প্যাচ ক্লান্ত চোখে ফেরায় প্রাণ
* স্কিন হাইড্রেশন বাড়ায় তেল ও গোলাপজল
* ঠোঁট থাকে সফট ও মেকআপ-রেডি
ছবি: মালাইকা অরোরার ইনস্টাগ্রাম