গ্রীষ্মকালীন স্কিন কেয়ার ট্রেন্ড: স্লাগিং কতটা কার্যকর
শেয়ার করুন
ফলো করুন

স্লাগিং যে শুধুমাত্র আপনার ত্বকের যত্নে উপকারী তাই নয়, বরং এটি আপনার ত্বকে আনতে পারে দারুণ পরিবর্তন। স্লাগিং ত্বকের হাইড্রেশন লক করতে সাহায্য করে এবং ত্বক থেকে রুক্ষতা, শুষ্কতা দূর করতেও সাহায্য করে। শুষ্ক ত্বকের যত্নে স্লাগিং এক কথায় দুর্দান্ত।

চর্মরোগ বিশেষজ্ঞ অ্যামি কাসুফ জানান, শুধুমাত্র পরিষ্কার ত্বকেই স্লাগিং করা উচিত। স্লাগিং মূলত পেট্রোলিয়াম জেলি বা পেট্রোলিয়াম সমৃদ্ধ স্কিনকেয়ার প্রোডাক্ট দিয়েই করা উচিত। তিনি আরও জানান, পেট্রোলিয়াম জেলি আপনার ত্বকের উপরিভাগে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। যা ত্বক থেকে পানি বাষ্পীভূত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

স্লাগিং-এর বেশ কয়েকটি ধাপ রয়েছে

১। আপনার ত্বক প্রস্তুত করুন:

ডক্টর কাসুফ বলেন, ‘স্লাগিং শুধুমাত্র পরিষ্কার ত্বকে করা উচিত, তাই ক্লিনজিং, এক্সফোলিয়েটিং এবং ময়েশ্চারাইজিং দিয়ে আপনার সন্ধ্যার রুটিন শুরু করুন।’ আলফা হাইড্রক্সি অ্যাসিড, বিটা হাইড্রক্সি অ্যাসিড এবং রেটিনয়েডের মতো উপাদান সমৃদ্ধ স্কিনকেয়ার প্রডাক্টগুলো এড়িয়ে চলুন। এই উপাদানগুলো পেট্রোলিয়াম জেলির নিচে আটকে গেলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। স্লাগিং এর ক্ষেত্রে নিশ্চিত করুন করতে হবে পেট্রোলিয়াম জেলিটি যেন ভালো মানের হয়।

২। পরিমিত পেট্রোলিয়াম জেলি

যদি ত্বক অতিরিক্ত শুষ্ক হয়, তাহলে সামান্য বেশি পরিমাণে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। তবে সাধারণ ও মিশ্র ত্বকে হলে অবশ্যই পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে। আর নয়তো ব্রণ বা র‍্যাশ হওয়ার সম্ভাবনা থাকে।

বিজ্ঞাপন

৩। ঘুমানোর ৩০ মিনিট আগে স্লাগিং করুন:

ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে ত্বকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। কারণ পেট্রোলিয়াম জেলি আঠালো ধাঁচের। তাই ত্বকে শোষণ হতে কিছুটা সময় লাগে। এছাড়াও ত্বকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে সঙ্গে সঙ্গেই ঘুমাতে গেলে বালিশে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্বকেও ভালোভাবে শোষণ হয় না।

৪। সকালে অবশ্যই মুখ ধুয়ে নিন:

সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালোভাবে মুখ ধুয়ে নেবেন। কারণ দিনেরবেলা ত্বকে ধুলাবালি আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেট্রোলিয়াম জেলি যেহেতু আঠালো তাই ধুলাবালি, ময়লা আটকানোর সম্ভাবনা বেশি থাকে। এতে করে ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণও হতে পারে।

অনেকেই কিন্তু বছরের পর বছর ধরে রাতে ঘুমের আগে ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে ত্বকে পেট্রোলিয়াম জেলির পুরু স্তর লাগিয়ে ঘুমান। একেই মূলত স্লাগিং বলে। নিয়মিত ব্যবহারে তফাৎটা কিন্তু ত্বকে ভালোভাবেই লক্ষ করা যায়। স্লাগিং ত্বক থেকে পানির ক্ষয় রোধে সাহায্য করে এবং ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। বিশেষ করে শীতকালে স্লাগিং ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও যাদের ত্বক রুক্ষ, শুষ্ক তাদের অবশ্যই স্লাগিং করা উচিত।

যারা কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি বা স্কিনকেয়ার এর ভক্ত, তারা প্রায় সবসময়ই ত্বকের যত্ন বা রূপচর্চায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে আগ্রহী।  গ্লাস স্কিন এর জন্য কোরীয়রা অনেক বছর আগে থেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে আসছেন। আর এখন যে সবাই গ্লাস স্কিন পাওয়ার চেষ্টা করেন, তা আর বলার অপেক্ষা রাখে না। ‘স্লাগিং’ শব্দটি আসলে জেলি, বাম বা মাস্ক লাগানোর পরে ত্বকে থাকা পাতলা স্তর বা আবরণকে বোঝায়।  

ত্বকে সরাসরি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনি যেকোনো অকক্লুসিভ দিয়ে স্লাগ করতে পারেন। এখন নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে অকক্লুসিভ কী? সহজ ভাষায়, যেকোনো ময়েশ্চারাইজিং এজেন্ট যা আপনার ত্বকে একটি বাধা তৈরি করে। এটি আপনার ত্বকে হাইড্রেশন আটকে রাখে এবং ত্বক থেকে পানির ক্ষয় রোধে সাহায্য করে।

স্লাগিং এর উপকারিতা:

১। ত্বকে হাইড্রেশন ধরে রেখে ত্বকের রুক্ষতা দূর করে
২। ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে
৩। ত্বকে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা দূষণের হাত থেকে ত্বককে রক্ষা করে
৪। স্কিন কেয়ারের কার্যকরী উপাদানগুলো ত্বকে ভালোভাবে শোষণ করতে সাহায্য করে
৫। সাশ্রয়ী স্কিনকেয়ার

স্লাগিং এর ক্ষেত্রে করণীয়:

১। আপনার ত্বক মাত্রাতিরিক্ত শুষ্ক হলেই কেবল এই পদ্ধতিটি অবলম্বন করুন।
২। পেট্রোলিয়াম জেলি সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করুন।
৩। স্লাগিং করার আগে অবশ্যই মুখ ভালোভাবে ধুয়ে এবং এক্সফলিয়েট করে নিবেন।
৪। ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে মুখে স্লাগিং এর প্রোডাক্ট ব্যবহার করুন।
৫। আপনার ত্বকের ধরন বুঝে সঠিক অক্লুসিভ প্রোডাক্ট ব্যবহার করুন।

স্লাগিং এর ক্ষেত্রে বর্জনীয়:

১।  আপনার ত্বক তৈলাক্ত হলে এবং ব্রণ, র‍্যাশ বা চুলকানি থাকলে স্লাগিং করবেন না।
২। মিশ্র ত্বক বা কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে পুরো মুখে স্লাগিং করবেন না
৩। অ্যাকটিভ উপাদান সমৃদ্ধ প্রোডাক্ট যেমন: রেটিনয়েড, স্যালিসিলিক এসিড, গ্লাইকলিক অথবা ল্যাকটিক অ্যাসিড এড়িয়ে চলুন।
৪। দিনেরবেলা মুখ না ধুয়ে অবশ্যই নতুন কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯: ৩০
বিজ্ঞাপন