
স্কিন কেয়ার কোম্পানিগুলো স্নেইল বা শামুকের মিউসিন বাজারজাত করেছে ত্বকের জ্বালাপোড়া এবং ত্বকে বার্ধক্যের ছাপ কমানোর জন্য। তবে এখন অনেকেই প্রশ্ন তুলছেন, এই শামুকের মিউসিন বা আঠালো অংশটি আসলেই ত্বকের যত্নে কতটা কার্যকর।
শামুকের চলাফেরা কখনো লক্ষ্য করে দেখেছেন। শামুক যে জায়গা দিয়ে হাঁটাচলা করে, সেই জায়গায় এক ধরনের পরিষ্কার ও আঠালো অংশ রয়ে যায়। এই আঠালো অংশটিকে ইংরেজিতে বলে স্লাইম। আর এই স্লাইম বা আঠালো অংশটিই শামুকের মিউসিন নামে পরিচিত। মানুষের ত্বকে মিউসিন এর কার্যক্ষমতা নিয়ে বিজ্ঞানীরাও দীর্ঘদিন ধরে নানা গবেষণা করে আসছেন।

সৌন্দর্য পণ্য বিশেষজ্ঞরা লক্ষ্য করে দেখেন। শামুক নিয়ে যারা কাজ করেন, তাদের হাতের উপর দিয়ে শামুক হেঁটে যাওয়ার পর ত্বকে কোমলভাব অনুভব করেন। আর সেখান থেকেই ত্বকের জ্বালাপোড়া কমাতে এবং বার্ধক্যজনিত সমস্যা সমাধানে শামুকের মিউসিন স্কিন কেয়ার প্রোডাক্ট -এ ব্যবহার শুরু হয়।
শামুকের মিউসিন শামুক থেকে বের হওয়া শ্লেষ্মা বা আঠালো অংশ। শামুক বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মিউসিন তৈরি করতে পারে। শামুকের পা থেকে যে মিউসিন বের হয়, তা শামুকের চলাচলের পথ পিচ্ছিল করতে এবং যেকোনো পৃষ্ঠের সঙ্গে লেগে থাকতে সাহায্য করে। শামুকের শরীর থেকে যে শ্লেষ্মা বের হয় তা হাইড্রেটিং এবং অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ। আর এই দুটি বৈশিষ্ট্যই ত্বকের যত্নে খুবই কার্যকরী। মিউসিন জীবাণু থেকে সৃষ্ট সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। শামুকের মিউসিন ক্ষত সারাতেও কার্যকরী। তাই, মিউসিন ওষুধেও ব্যবহার করা হয়।

অবশ্যই শামুকের মিউসিন আপনার ত্বকের জন্য ভালো। এতে থাকা ময়েশ্চারাইজিং এজেন্ট এবং ত্বককে জীবাণুর হাত থেকে রক্ষা করার উপাদান ত্বকের জন্য খুবই উপকারী। মিউসিনে আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বলিরেখা দূর করে, ত্বককে মসৃণ করে এবং ত্বকের চামড়া ঝুলে যাওয়া কমাতে সাহায্য করে। এছাড়াও মিউসিন ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে চেহারায় বার্ধক্যের ছাপ কমায়।

শামুকের মিউসিন ব্রণের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। একটি ল্যাবে গবেষণায় দেখা যায়, শামুকের মিউসিন ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে লড়াই করে। আর এই ইতিবাচক ফলাফল থেকেই মিউসিন ত্বকের যত্নে তৈরি নানান প্রোডাক্ট এ ব্যবহার করা শুরু হয়।
শামুকের মিউসিন বিভিন্ন উপায়ে সংগ্রহ করা হয়। একটি নির্দিষ্ট ধরনের প্রতিরক্ষামূলক মিউসিন তৈরি করতে, শামুককে চাপের মধ্যে রাখতে হয়। আর শামুকগুলোকে এই চাপের মধ্যে রাখার জন্য প্রতিনিয়ত এগুলোকে একটি লাঠি দিয়ে খোঁচানো হয় অথবা চাপের প্রতিক্রিয়া শুরু করার জন্য সামান্য পরিমাণ সোডিয়াম ক্লোরাইড স্প্রে করা হয়। শামুকগুলোকে একটি মেশিনে রাখা হয় যা তাদের স্লাইম বা আঠালো অংশ সংগ্রহ করে। এরপর এই শামুকগুলোকে আবার নিরাপদে ছেড়ে দেওয়া হয়।

সাধারণত শামুকের মিউসিন অন্য কোনো অ্যাকটিভ উপাদানের সঙ্গে রিঅ্যাকশন তৈরি করে না। মিউসিন সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট রেটিনল, ভিটামিন সি, AHA, BHA এর সঙ্গে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন।
মিশ্র ও শুষ্ক ত্বকের জন্য শামুকের মিউসিন বেশ কার্যকরী। ব্রণের সমস্যা আছে, সংবেদনশীল ও ডিহাইড্রেটেড এমন যেকোনো ধরনের ত্বকেই শামুকের মিউসিন ব্যবহার করা যাবে। তবে অবশ্যই প্রথমে ত্বকের কোনো একটি অংশে ব্যবহার করে দেখে নিতে হবে ত্বকে কোনো বিরুপপ্রতিক্রিয়া হয় কিনা। যদি মিউসিন আপনার ত্বকে মানিয়ে যায়, তাহলে নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও লাবণ্যময়ী।

দিন অথবা রাত, যেকোনো সময়েই শামুকের মিউসিন ব্যবহার করা যায়। শামুকের মিউসিন যেহেতু ত্বকের ক্ষত নিরাময় করে এবং ত্বকের ময়েশ্চার ধরে রাখার কাজ করে, তাই রাতের বেলা ঘুমানোর আগে অন্যান্য স্কিনকেয়ার প্রোডাক্টের সঙ্গে মিউসিন ব্যবহার করা ভালো।
ছবি: ইনস্টাগ্রাম ও পেকজেলসডটকম