উৎসবে ঠোঁটের ৫টি ট্রেন্ডি সাজ
শেয়ার করুন
ফলো করুন

ঈদে চেহারায় বাড়তি খুশির আমেজ আনতে মেকআপের মুনশিয়ানার বিকল্প নেই। আর ঈদের মেকআপে এবার বেশি প্রাধান্য পাবে ঠোঁটের সাজ। আন্তর্জাতিক সৌন্দর্যধারায় দাপটের সঙ্গে চলছে ঠোঁটের সাজের আকর্ষণীয় ৫টি ট্রেন্ড। চাইলে ঈদের সাজের এ ধারা অনুসরণ করে রাঙাতে পারেন আপনার ঠোঁট।

ধ্রুপদি লাল

ঠোঁটের সাজে লাল রঙের আবেদন কখনোই কমার নয়। একটু খেয়াল করলেই দেখা যাবে, ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগালে ত্বকের উজ্জ্বলতা অনেকাংশে বেড়ে যায়। ঈদের সাজে পূর্ণতা পেতে লাল রঙের লিপস্টিক বেছে নিতে পারেন।

ত্বকের বেজ মেকআপ মিনিমাল হলেও এ রঙে অনায়াসে ঠোঁট রাঙিয়ে নেওয়া যাবে। এ ক্ষেত্রে চোখের সাজ যথাসম্ভব হালকা রাখার চেষ্টা করতে হবে। তাহলে সাজে একটা স্নিগ্ধ ভারসাম্য বজায় থাকবে। লাল রং সব ধরনের সব রঙের পোশাকের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়।

বিজ্ঞাপন

নব্বইয়ের বাদামি

গত বছর থেকেই দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিউটি ট্রেন্ডে নব্বই দশকের মেকআপ ট্রেন্ডের আনাগোনা। সেই ধারাবাহিকতায় এ বছর বেশ জোরেশোরে ফিরে এসেছে ঠোঁটের সাজে বাদামি রং। আন্তর্জাতিক ফ্যাশন উইকের রানওয়ে থেকে টিকটক—সবখানেই সাজের এ ধারার জয়জয়কার। এবার ঈদে ঠোঁটের সাজে নানা শেডের বাদামি রং বেছে নেওয়া যেতে পারে। লালের মতো এ রংও সব পোশাকের সঙ্গে মানিয়ে যায়। নব্বই দশকে যেভাবে বাদামি রঙে ঠোঁট সাজানো হতো, সেভাবেও সাজানো যেতে পারে। এ জন্য প্রথম নিজের পছন্দের শেডের বাদামি রঙের লিপস্টিক বেছে নিতে হবে। এ লিপস্টিক লাগানোর আগে পছন্দের শেডের চেয়ে এক বা দুই শেড গাঢ় রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিতে হবে। সবশেষে লিপস্টিকের ওপর বাদামি বা স্বচ্ছ রঙের লিপগ্লস লাগাতে হবে। ঈদের যেকোনো সান্ধ্য দাওয়াত বা পার্টিতে ঠোঁটের এ সাজ বেশি ভালো মানায়।

মভ

টিকটক বিউটি ইনফ্লুয়েন্সারদের হাত ধরে নতুন করে ট্রেন্ডি হয়েছে মভ লিপস্টিক। ঈদের সকাল বা দুপুরের স্নিগ্ধ সাজের জন্য এ রঙের লিপস্টিক বেছে নেওয়া যেতে পারে। যেকোনো ধরনের হালকা রঙের পোশাকের সঙ্গে মভ বেশ ভালো দেখায়।

বিজ্ঞাপন

দুই রঙের ঠোঁট
ঈদের সাজে বোল্ড স্টেটমেন্ট আনতে চাইলে ঠোঁট সাজানো যেতে পারে দুই রঙে। যাঁরা নিরীক্ষাধর্মী বা সাহসী সাজ পছন্দ করেন, তাঁদের জন্য এ নতুন বিউটি ট্রেন্ড আদর্শ হতে পারে। পশ্চিমে অনেকেই এখন সম্পূর্ণ বিপরীত দুটি রং দিয়ে নিজেদের ঠোঁট সাজাচ্ছেন। চাইলে ঈদের পোশাক থেকে দুটি রং বেছে সেই রং দিয়ে ঠোঁট রাঙানো যেতে পারে। আবার একরঙা পোশাক হলে পোশাকের রং এবং এর বিপরীত কোনো রংও বেছে নেওয়া যেতে পারে।

লিপ স্টেইন ও টিন্ট
যাঁরা ঠোঁটের সাজ হালকা রাখতে চান, তাঁরা লিপস্টিকের পরিবর্তে বেছে নিতে পারেন লিপ টিন্ট বা স্টেইন। এখন এগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। লিপ স্টেইন গাঢ় টোনের হয় আর লিপ টিন্ট হয় হালকা টোনের। ঠোঁটে প্রাকৃতিক, শিয়ার পিগমেন্ট আনতে চাইলে এগুলো ব্যবহার করা যেতে পারে।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১৪: ০০
বিজ্ঞাপন