ত্বকের অকালবার্ধক্য রোধে সবুজ চা অনেক বেশি কার্যকর। ২০০৩ সালে করা একটি সমীক্ষায় দেখা গেছে, এতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট এপিগ্যালোক্যাটাকিন গ্যালেট বা ইজিসিজির আছে মৃত কোষকে পুনর্জীবিত করার ক্ষমতা। ত্বকের কোষগুলো মেরামত ও সুরক্ষিত করে এই অ্যান্টি–অক্সিডেন্ট ত্বকের বার্ধক্যজনিত লক্ষণগুলোর বিরুদ্ধের লড়াই করে। এ ছাড়া এটি নিস্তেজ ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর করে। সবুজ চায়ে বিদ্যমান ভিটামিন বি২ ত্বকের কোলাজেন লেভেল বজায় রাখতে সাহায্য করে। এই কোলাজেনের জন্যই ত্বক তরুণ দেখায়।
সবুজ চায়ে আছে উচ্চমানের পলিফেলন। এটি একটি অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এর জন্য সবুজ চা ত্বকে ব্যবহার করলে লালচে ভাব আর জ্বলুনি কমে যায়। শুধু তা–ই নয়, এই অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের জন্য বিভিন্ন চর্মরোগ, যেমন সোরিয়াসিস, ডার্মাটাইটিস, রোজেশিয়ার জন্য যে জ্বালাপোড়া বা চুলকানি হয়, তা প্রশমিত করতে পারে। এ জন্য সবুজ চা টপিক্যালি, অর্থাৎ সরাসরি রেমিডি হিসেবে ত্বকে ব্যবহার করতে হবে।
সবুজ চায়ের অ্যান্টি–অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানগুলো ব্রণ ও অতিরিক্ত তৈলাক্ত ত্বকের সমাধান হিসেবে কাজ করতে পারে। বেশ কিছু গবেষণায় এসেছে, এর পলিফেলন ত্বকের সিবাম নিঃসরণ কমাতে সক্ষম। অতিরিক্ত সিবাম ক্ষরণে ব্রণ হয়ে থাকে।
এ ছাড়া পলিফেলন ব্যাকটেরিয়া মেমব্রেনগুলোকে ক্ষতিগ্রস্ত করে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। অর্থাৎ, যেসব ব্যাকটেরিয়ার জন্য ব্রণ হতে পারে, তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সবুজ চা একটি উত্তম দাওয়াই।
এতে আছে ভিটামিন ই। ভিটামিন ই ত্বকে পুষ্টি জোগায়, আর্দ্র করে ও রুক্ষতা দূর করে।
সবুজ চায়ে আছে শক্তিশালী পলিফেলনস ও ছয়টি ক্যাটাকিন। তাদের ভেতর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এপিগ্যালোক্যাটাকিন গ্যালেট এবং এপিক্যাটাকিন গ্যালেট। এই অ্যান্টি–অক্সিডেন্ট যৌগগুলো ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধের লড়াই করে। শরীরের অতিরিক্ত ফ্রি র্যাডিকেল ক্যানসার ডেকে আনে।
২০১০ সালে করা একটি গবেষণাপত্রে এসেছে, এপিগ্যালোক্যাটাকিন গ্যালেট বা ইসিজিসি সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে ডিএনএতে যে ক্ষতি হয়, তা মেরামত করে ত্বককে নন–মেলানোমা ক্যানসার থেকে রক্ষা করে।
সবুজ চা সব ত্বকের জন্যই উপযোগী। বর্তমানে নামীদামি স্কিনকেয়ার ব্র্যান্ড তাদের পণ্যের প্রধান উপাদান হিসেবে এটি ব্যবহার করছে। এই ট্রেন্ড শুরু হয়েছিল কোরিয়ানদের হাত ধরে। এখন পর্যন্ত একমাত্র কোরিয়ানরাই সবুজ চা দিয়ে সবচেয়ে ভালো মানের স্কিনকেয়ার পণ্য বাজারে এনেছে। এসব পণ্যের মধ্যে আছে ক্লিনজার, টোনার, সিরাম ও ময়েশ্চারাইজার।
ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম