শীত মানেই বিয়ের দাওয়া, পার্টি আর ঘোরাঘুরির সময়। আর এসব আয়োজনে নিজেকে পারফেক্ট লুকে সাজাতে মেকআপ লাগবেই। সুন্দরভাবে মেকআপ প্রয়োগ করতে ব্রাশ ও স্পঞ্জের গুরুত্ব অনেক। কিন্তু এগুলো পরিষ্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকেই জানেন না। নোংরা ব্রাশ ও স্পঞ্জ আপনার ত্বকের চরম ক্ষতির কারণ হতে পারে। মেকআপ করার পর ব্রাশ ও স্পঞ্জে পণ্যের অবশিষ্টাংশ, ময়লা, তেলসহ অনেক কিছুই লেগে থাকতে পারে। তাই এসব জিনিসকে ব্যাকটেরিয়ার প্রজননস্থল বললে ভুল বলা হবে না। এগুলো থেকে ত্বকে ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা হতে পারে।
এ ছাড়া নোংরা মেকআপ ব্রাশ ও স্পঞ্জের কারণে ত্বকে ছত্রাক, ই কোলাই বা অন্য যেকোনো সংক্রমণের মতো বাজে অবস্থাও হতে পারে। এ ধরনের গুরুতর পরিস্থিতি হতে খুব একটা সময় লাগে না। তখন অনুষ্ঠানের আনন্দই মাটি হয়ে যেতে পারে। এই অবস্থা এড়াতে শীতের আগেই মেকআপ ব্রাশ ও স্পঞ্জ পরিষ্কার করে রাখুন। এ জন্য আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলতে পারেন। তাঁরা ঘরেই খুব সহজ পদ্ধতিতে মেকআপ ব্রাশ ও স্পঞ্জ পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন।
১. প্রথমে হালকা কুসুম গরম পানিতে ব্রাশ ও স্পঞ্জ ভিজিয়ে নিয়ে মেকআপের অবশিষ্টাংশ ধুয়ে ফেলতে হবে। অনেকে মেকআপ ব্রাশ পানিতে ডুবিয়ে রাখেন, যেটা একদমই ঠিক নয়। এতে ব্রাশ হ্যান্ডেলে যে আঠা দিয়ে ব্রিসলগুলো লাগানো থাকে, সেটা পানিতে দ্রবীভূত হয়ে যেতে পারে। এমন হলে ব্রাশ বেশি দিন ব্যবহার করা যায় না।
২. এরপর একটি বাটিতে পানি নিয়ে তাতে অল্প শ্যাম্পু মিশিয়ে মেকআপ ব্রাশ ও স্পঞ্জ ডুবিয়ে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই মৃদু বা ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করতে হবে। খুশকি বা উকুননাশক শ্যাম্পু কিংবা সাধারণ সাবান ব্যবহার করা যাবে না। কারণ, এতে থাকা রাসায়নিক উপাদান বা ক্ষার ব্রাশের ব্রিসলের জন্য ক্ষতিকর।
৩. স্পঞ্জের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, মেকআপের দাগ সহজে উঠতে চায় না। তখন স্পঞ্জটি শ্যাম্পু দিয়ে ধোয়ার আগে দাগযুক্ত অংশে সামান্য নারকেল বা জলপাই তেল দিয়ে একটু ঘষে নিতে হবে। এতে দাগ চলে যাবে।
৪. ব্রাশ ও স্পঞ্জ শ্যাম্পু দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত ধুয়ে যেতে হবে, যতক্ষণ মেকআপ ঠিকমতো পরিষ্কার না হয়।
৫. মেকআপ পরিষ্কার হয়ে গেলে ব্রাশ ও স্পঞ্জ আরও একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
৬. মেকআপ স্পঞ্জ পরিষ্কার করার পর এর অতিরিক্ত পানি তোয়ালের সাহায্যে শুষে নিয়ে আলো-বাতাসপূর্ণ স্থানে সুতি কাপড় বা টিস্যুর ওপর রেখে শুকিয়ে নিতে হবে।
৭. মেকআপ ব্রাশের ক্ষেত্রেও একইভাবে পেপার টাওয়েল বা টিস্যু ব্যবহার করে পানি শুষে নিতে হবে। এরপর ব্রিসলগুলো নিচের দিকে ঝুলিয়ে রোদে শুকিয়ে নিতে হবে।
মেকআপ ব্রাশ ও স্পঞ্জের স্থায়িত্ব এগুলোর যত্ন ও সংরক্ষণের সতর্কতার ওপর নির্ভর করে। ত্বকবিশেষজ্ঞরা দুই সপ্তাহে একবার মেকআপ ব্রাশ পরিষ্কার করতে বলেন। আর মেকআপ স্পঞ্জ প্রতিবার ব্যবহার করার পরই পরিষ্কার করে রাখা উচিত।
সূত্র: অ্যালিউর
ছবি: পেকজেলস ডট কম