বেকিং বনাম ব্লেন্ডিং
শেয়ার করুন
ফলো করুন

বেকিং কী

বেকিং করার আগে জানতে হবে, আসলে বেকিং বিষয়টি কী? মেকআপ বেকিং মূলত একটি পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে চোখের নিচে কনসিলার ও ফাউন্ডেশন ব্যবহার করে লুজ পাউডার দিয়ে ত্বকের বাড়তি তেল কমানো হয় আর মেকআপও সেট করা হয়। চোখের নিচে পাউডার ব্যবহারের পর ১০ থেকে ১৫ মিনিট ধরে তা এভাবেই রেখে দিতে হবে। এ পদ্ধতিকেই বলা হয় বেকিং।

বেকিং করতে যা যা প্রয়োজন

আই ক্রিম
চোখের অংশটি ময়েশ্চারাইজ করা জরুরি। শুষ্ক ত্বকে ভালোভাবে বেকিং করা সম্ভব নয়। তাই মেকআপ ব্যবহারের আগে অবশ্যই ত্বকের মসৃণতা বাড়াতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মেকআপ বেকিং করতে চোখের নিচে বেশ খানিকটা পাউডার ব্যবহার করতে হবে, যা ত্বককে আরও বেশি শুষ্ক করে দেয়। ময়েশ্চারাইজার হিসেবে সবচেয়ে ভালো হলো হাইড্রেটিং আই ক্রিম।

ফাউন্ডেশন
বেকিং মানেই মেকআপের একটি স্তরের ওপর অন্য একটি স্তর দেওয়া। তাই আই ক্রিমের ওপর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। চোখের নিচে অনায়াসেই লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করা যাবে।

কনসিলার
বেকিং পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কনসিলার। বেকিং করতে কিন্তু লিকুইড বা তরলজাতীয় কনসিলার ভালো কাজ করে এবং পাউডার সেট করতেও বেশ সাহায্য করবে। চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব কমাতে কনসিলার প্রধান ভরসা।

সেটিং পাউডার
সেটিং পাউডার ছাড়া বেকিং করা একেবারেই সম্ভব নয়। সব পণ্য ব্যবহারের পর সেটিং পাউডার দিয়ে মেকআপে ম্যাট ফিনিশ আনা হয়। সেটিং পাউডার দিয়ে মেকআপ বেক করতে হলে ব্যবহারের পর অবশ্যই ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। বেকিং ঠিকঠাক হলে চোখের নিচের বাড়তি তেল আর থাকবে না।

ফ্লাপি ব্রাশ
ফাউন্ডেশন ও কনসিলারের ওপর লুজ পাউডার বা সেটিং পাউডার ব্যবহারের পর যে বাড়তি পাউডার থাকবে, তা সরাতে দরকার একটি ফ্লাপি ব্রাশ। অন্য যেকোনো ব্রাশ ব্যবহারে পরিপূর্ণ লুক তৈরি হবে না।

বিজ্ঞাপন

ব্লেন্ডিং

সহজভাবে বললে ব্লেন্ডিং মানেই হলো ত্বকের সঙ্গে মেকআপ মসৃণভাবে মেশানো। তা হতে পারে, বেজ মেকআপ আবার হতে পারে আইশ্যাডো, ব্লাশ–অন বা ব্রোঞ্জার। একবারেই মসৃণ ও ন্যাচারাল মেকআপ পেতে ব্লেন্ডিং ছাড়া ভিন্ন কোনো উপায় নেই বললেই চলে।

ফাউন্ডেশন
বেজ মেকআপের জন্য ফাউন্ডেশন আবশ্যক। প্রাইমার ব্যবহারের পর ফাউন্ডেশন প্রথমে ব্রাশ ও পরে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিতে হয়। মেকআপ যেন ফেটে না যায় এবং ত্বকের সব জায়গায় যেন সমানভাবে বসে, তাই সময় নিয়ে ব্লেন্ড করা জরুরি।

ব্রোঞ্জার
ব্রিস্টলেড ব্রাশ, ফ্যান ব্রাশ বা কনটুর মেকআপ ব্লেন্ডার দিয়ে ব্রোঞ্জার ব্লেন্ড করা যায়।

হাইলাইট
ব্রোঞ্জারের মতো একই ধরনের ব্রাশ দিয়ে চিকবোনে হাইলাইট ব্লেন্ড করা যেতে পারে।

আইশ্যাডো
চোখের আইশ্যাডো যত বেশি ব্লেন্ড করা হবে, আইশ্যাডোর সৌন্দর্য তত বেশি ফুটে উঠবে। তবে একেক স্টাইলের আইশ্যাডো লুক পেতে বেন্ডিং পদ্ধতি আবার আলদা হয়।

ছবি: সাইফুল ইসলাম ও পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৯: ৪৩
বিজ্ঞাপন