বছরের সেরা ৫ মেকআপ ট্রেন্ড
শেয়ার করুন
ফলো করুন

প্রতিবছরই সৌন্দর্যের দুনিয়ার নতুন মেকআপ ট্রেন্ডের আনাগোনা চলতেই থাকে। এ বছর সবচেয়ে বড় মেকআপ ট্রেন্ড নো-মেকআপ লুক বা বেয়ারফেস মেকআপ। খুব সহজে এটা কোথাও যাচ্ছে না। এর সঙ্গেই আবার ছোট ছোট চারটি মেকআপ টেকনিক যোগ হয়েছে, চলতি বছর খুব বেশি চলেছে এগুলো।

বোল্ড লিপলাইনার

নব্বইয়ের দশক থেকে আসা এই ট্রেন্ড এ বছর অনেক বেশি জনপ্রিয় হয়েছে। বিশেষ করে জেন–জিদের কাছে। কিছুদিন আগেও লিপস্টিকের আগে লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকার ব্যাপারে আগ্রহ একটু কম ছিল। কিন্তু মেকআপ ট্রেন্ডে বোল্ড লিপলাইনার আসার পর থেকে হুট করেই সবাই লিপলাইনার লাগানো শুরু করেছেন। যে রঙের লিপস্টিক, তার চেয়ে এক বা দুই শেড গাঢ় লিপলাইনারের ব্যবহার বেড়েছে। তবে কেউ নব্বইয়ের দশকের মতো ক্ল্যাসিক ঠোঁটের সাজ করতে চাইলে লিপস্টিকের রং যেমনই হোক না কেন, গাঢ় বাদামি রঙের লিপলাইনার লাগাতে হবে।

ক্লাউড স্কিন

গ্লাস স্কিন, ডলফিন স্কিনের পর ট্রেন্ডে এল ক্লাউড স্কিন। গ্রীষ্মবান্ধব মেকআপের এই ধারা ইতিমধ্যে সৌন্দর্যপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্লাউড স্কিন বলতে সফট ম্যাটিফায়েড মেকআপ বোঝায়। অন্য অনেক বিউটি ট্রেন্ডের মতো এটিও এসেছে টিকটক থেকে। তবে গত বছর থেকেই রেড কার্পেটে অনেক সেলিব্রিটিকে এই মেকআপে দেখা গেছে। গ্লাস স্কিনের একদম বিপরীত হলো ক্লাউড স্কিন।

গ্লাস স্কিনে যেমন অনেক হাইলাইটারের ব্যবহার করে ত্বক অনেক হাইড্রেটিং ও উজ্জ্বল দেখানো হয়। ক্লাউড স্কিনে এই চকচকেভাব এড়িয়ে ত্বকে উজ্জ্বল ও কোমনীয় ভাব আনা হয়। এই ম্যাটিফাইং ফিনিশ লুক আনতে মেকআপের একদম শেষে মুখে আলতো করে ট্রান্সলুসেন্ট পাউডার বুলিয়ে নিলেই চলে।

বিজ্ঞাপন

চেরি লিপস

গত বছর ঠোঁটের রঙে রাজত্ব করেছে পিচি পিঙ্ক রং। আর এ বছর সবখানেই চেরি ফলের মতো টকটকে লাল রং দেখা যাচ্ছে। এই টকটকে লাল রং যেকোনো মেকআপের সঙ্গেই খুব ভালোভাবে মানিয়ে যায়।

খাদ্যপ্রাণিত মেকআপ

চলতি বছর হেইলি বিবারের কল্যাণে মেকআপের ট্রেন্ডে রাজত্ব করেছে স্ট্রবেরি ও লাতে মেকআপ। স্ট্রবেরি মেকআপে বিশেষত্ব হলো নাক ও গালের হাড়ে হালকা ও গাঢ় গোলাপি ক্রিম ব্লাশের ব্যবহার। এ ছাড়া আরও থাকবে ফ্রেকেলস ও গ্লসি গোলাপি ঠোঁট। অন্যদিকে স্ট্রবেরি মেকআপের একদম উল্টো হলো লাতে মেকআপ। লাতে মেকআপে কালার টোন হিসেবে বাদামি ও ন্যুড শেডের প্রাধান্য বেশি থাকে।

মূলত গ্লাস স্কিন ও ক্লাউড স্কিন মেকআপের বাদামি সংস্করণ এটি। অর্থাৎ, এই মেকআপ একেবারে ডিউয়ি বা আর্দ্রও হবে না, আবার একেবারে ম্যাটও হবে না। কয়েক বছর ধরে মেকআপের মিনিমাল ধারা বেশ জনপ্রিয়। কিছুটা ম্যাক্সিমালিস্ট হওয়া সত্ত্বেও নতুনত্ব থাকার কারণে মেকআপপ্রেমী নারী ও পুরুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে লাতে ট্রেন্ড।

নো-মেকআপ বা বেয়ার ফেস

কয়েক বছর ধরে নো-মেকআপ অনেক চলেছে। এতে অনেক মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে নো-মেকআপ লুক আনা হয়। তবে এ বছর একেবারে কম প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ করার চল দেখা গেছে। নো-মেকআপ বা বেয়ার ফেসই হলো ২০২৩–এর সবচেয়ে বড় মেকআপ ট্রেন্ড। এই লুক পেতে গুরুত্ব দেওয়া হয় হালকা কভারেজের টিন্টেড ময়েশ্চারাইজার বা স্ট্রোব ক্রিম এবং ভারী পিগমেন্টেড লিপবাম বা লিপটিন্ট। চোখ সাজাতে আইলাইনার বা মাসকারার বদলে নিউট্রাল টোনের আইশ্যাডো হলেই চলে।

যাঁরা খুব একটা মেকআপ করতে পছন্দ করেন না, কিন্তু বিশেষ কোনো আয়োজনে উজ্জ্বল ত্বক পেতে চান, তাঁদের জন্য ‘নো–মেকআপ’ একটি আদর্শ মেকআপপদ্ধতি। ধারণা করা হচ্ছে, আগামী বছরও এই ট্রেন্ডের জনপ্রিয়তা থাকবে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২: ০০
বিজ্ঞাপন