এই রোদে চুল বাঁচাতে
শেয়ার করুন
ফলো করুন

হালফ্যাশন ডেস্ক
শীতের শেষে প্রখর রোদ আর শুষ্ক আবহাও ত্বক আর চুলের প্রতি বড়ই নির্দয় আচরণ করছে। ধুলাবালু আর দূষণ তো বটেই, এই খরতাপ আর সরাসরি কড়া সূর্যালোকের ক্ষতিকর প্রভাবে সাধের চুলগুলো হয়ে পড়ছে নিষ্প্রাণ। তাই এমন সময়ে কেশরাজি চায় বিশেষ যত্ন।

বিজ্ঞাপন

সৌন্দর্যজগতে ভারতীয় রূপবিশেষজ্ঞ জাভেদ হাবিব এক সুপরিচিত নাম। বিশেষত কেশ পরিচর্যার ক্ষেত্রে তিনি অত্যন্ত সুনাম অর্জন করেছেন বিগত দুই দশকে। আমাদের দেশেও তাঁর বিশেষায়িত হেয়ার স্যালনের শাখা রয়েছে। নামীদামি সব তারকার হেয়ারস্টাইল, চুলের যত্নে তিনি অনিবার্য। আর বিখ্যাত সব হেয়ারকেয়ার পণ্য প্রস্তুতকারী কোম্পানির সঙ্গেও কাজ করেন তিনি। সম্প্রতি ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত এক নিবন্ধে তিনি এই আবহাওয়ায় কড়া রোদের ক্ষতিকর প্রভাব থেকে চুল বাঁচাতে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা সাক্ষাৎকারে দেওয়া উপায়গুলোকে গুছিয়ে লিখেছেন। তাঁর বিশেষজ্ঞ মতামত অনুযায়ী কার্যকর টিপস দেখে নেওয়া যাক।

চুলেরও চাই সানস্ক্রিন

কিছু কন্ডিশনার আছে যেগুলো ধুয়ে ফেলার দরকার পড়ে না। রোদে বের হওয়ার আগে চুলের আগা থেকে ভেতরের দিকে এ রকম কন্ডিশনার লাগিয়ে নিলে তা সানস্ক্রিনের মতো কাজ করে। আবার হেয়ার সিরামও এ ক্ষেত্রে কার্যকর। এতে রোদের সরাসরি সংস্পর্শে চুল শুষ্ক ও ক্ষতিগ্রস্ত হবে না।

বিজ্ঞাপন

প্রতিদিন চুল ধোয়া

এমন দিনে রোজ চুল ধোয়া উচিত। এতে ধুলাবালু পরিষ্কার হয়ে যাবে ও চুলে খুশকি ও চুলের ত্বক বা স্ক্যাল্পে মৌসুমি সমস্যা হবে না। তবে শ্যাম্পু নির্বাচন করতে চুলে আর্দ্রতা দেয়, এমন পণ্য বেছে নিতে হবে।

চুলে প্রি-কন্ডিশনিং

চুলের যত্নের সবচেয়ে কার্যকরী উপায়ের মধ্যে প্রি-কন্ডিশনিং অন্যতম। সব ধরনের চুলের জন্যই এটা প্রযোজ্য। প্রতিদিন চুল ধোয়ার আগে ৫ মিনিটের জন্য চুলের লেন্থে নারিকেল বা জলপাইয়ের মতো যেকোনো মৌলিক তেল লাগান। চুলকে নরম, স্বাস্থ্যকর ও সুন্দর করতে প্রি-কন্ডিশনিং ভালো কাজে দেয়।

চুলে চিনির স্ক্রাব

সমপরিমাণ অ্যালোভেরা জেল (সম্ভব হলে তাজা) ও দানাদার চিনি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে একবার এই স্ক্রাব চুল ধোয়ার আগে মাথার ত্বকে ৫ মিনিট ম্যাসাজ করলে ত্বক সুস্থ ও খুশকিমুক্ত থাকবে।

সপ্তাহে একবার আইস বাথ

চুলকে তাৎক্ষণিকভাবে নরম ও চকচকে করে তুলতে সপ্তাহে একবার ‘আইস বাথ’ করা উচিত। গোসলের সময় চুল থেকে শ্যাম্পু ধোয়ার পর চুল বরফের পানিতে ধুয়ে ফেলুন। তবে এটা শুধু করতে হবে চুলের লেন্থে, পুরো চুলে না।

মাথায় স্কার্ফ বা টুপি

চুলকে রুক্ষতা ও শুষ্কতা থেকে রক্ষা করতে অবশ্যই ঘর থেকে বের হলেই মাথায় একটা স্কার্ফ বা টুপি পরা উচিত। বাইরে এখন রোদের তাপ বাড়ছে। তাই দীর্ঘক্ষণ বাইরে থাকলে চেষ্টা করতে হবে মাথা ঢেকে রাখার।

নিয়মিত চুল কাটা

গ্রীষ্মকালে নিয়মিত চুল কাটা খুবই গুরুত্বপূর্ণ। জাভেদ হাবিবের মতে, ৬-৮ সপ্তাহ পরপর চুল কাটতে হবে। এতে চুল ক্ষতির হাত থেকে রেহাই পাবে, সেই সঙ্গে স্টাইলটাও হবে।

হট স্টাইলিং টুল এড়িয়ে চলুন

ঘন ঘন চুলে তাপ দিলে চুলের ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। হট স্টাইলিং টুল তাই এড়িয়ে চাই ভালো। এতে চুলের রুক্ষতা কাটার বদলে আরও বাড়বে। একান্তই যদি ব্যবহার করতে হয় তবে সেটিংয়ে তাপমাত্রা কমিয়ে তারপর ব্যবহার করুন।

মাসে একবার হেয়ার স্পা

গ্রীষ্মকালে চুলকে সুস্থ রাখতে মাসে অন্তত একবার চুলে স্পা ট্রিটমেন্ট করা খুবই সহায়ক। পারলারে গিয়ে যদি স্পা নেওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতে বসেই নিজে নিজেই হেয়ার স্পা কিট কিনে করে ফেলুন হেয়ার স্পা।

ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১০: ৫৭
বিজ্ঞাপন