বৃষ্টিতে রোজ চুল ভিজছে? অবশ্যই মেনে চলুন এই ৫ পরামর্শ
শেয়ার করুন
ফলো করুন

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, সঙ্গে ধুলাবালি ও দূষণ। এসব মিলিয়ে চুল পড়া, রুক্ষতা ও খুশকির সমস্যা বেড়ে যায়। পাশাপাশি যাদের বৃষ্টিতে ভেজার অভ্যাস রয়েছে বা নিয়মিত বাইরে যেতে হয় তাদের চুলের ক্ষতির সম্ভাবনা আরও বেশি। যেমন ড্যামেজ, ফ্রিজি ভাব, দুর্বল চুল ও চুল পড়া। সব মিলিয়ে বর্ষাকাল চুলের জন্য চ্যালেঞ্জিং। এই মৌসুমে চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে মেনে চলতে পারেন পাঁচটি গুরুত্বপূর্ণ দিক।

১. বৃষ্টির জল চুলের জন্য কতটা ভালো

শহরের বৃষ্টির পানি বিশুদ্ধ নয়। এটি বাতাস থেকে দূষণ, ধুলো, অ্যাসিডিক কণাসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান টেনে আনে। এর ফলে:
* স্ক্যাল্পের pH ব্যালান্স নষ্ট হয়
* চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা হারায়
* কিউটিকল দুর্বল হয়
* চুল ফ্রিজি ও ভঙ্গুর হয়
* খুশকি ও চুলকানি বেড়ে যেতে পারে
অর্থাৎ, হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া মানে যেন চুলের ওপর একরকম ‘কেমিক্যাল ওয়াশ’।

২. ভিজে যাওয়ার পরপরই চুল ধুয়ে ফেলতে হবে

বৃষ্টিতে ভিজে গিয়েছেন? বাড়ি ফিরে যত দ্রুত সম্ভব পরিষ্কার পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলতে হবে। এ ক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করা যেতে পারে। সালফেট-মুক্ত হালকা শ্যাম্পু ব্যবহার করা উচিত। কারণ এ ধরনের শ্যাম্পু প্রাকৃতিক তেল সরিয়ে না দিয়ে ময়লা ও দূষণ দূর করতে সাহায্য করে

বিজ্ঞাপন

৩. কন্ডিশনিং ও সঠিকভাবে শুকানো জরুরি

শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। কারণ ময়েশ্চার রিটেইন করতে ও ফ্রিজ কমাতে হাইড্রেটিং কন্ডিশনার ব্যবহার করা উচিত। ভেজা চুল জোরে ঘষা যাবে না। নরম তোয়ালে দিয়ে আলতো করে ঘষতে হবে। সম্ভব হলে এয়ার-ড্রাই করুন, আর হেয়ার ড্রায়ার ব্যবহার করলে ঠান্ডা সেটিং-এ রাখুন।

৪. মিনিমাল হেয়ারস্টাইল ও সঠিক প্রোডাক্ট ব্যবহার

বর্ষাকালে চুলের যত্নে কিছুটা স্ট্র্যাটেজি দরকার। যেমন-
* ব্রেইড, বুন বা পনিটেইল করুন। যাতে চুলে ঘর্ষণ কম হয় এবং কম ফ্রিজ হয়।
* হিউমিডিটি-প্রোটেকশন দেওয়া লিভ-ইন কন্ডিশনার বা অ্যান্টি-ফ্রিজ সিরাম ব্যবহার করুন।
* সপ্তাহে একদিন ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করে জমে থাকা ধুলাবালি, ঘাম বা স্টাইলিং প্রোডাক্ট পরিষ্কার করুন।

৫. মৌসুমি পরিবর্তনের সঙ্গে চুলের রুটিনও বদলান

বর্ষাকালে প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে ২-৩ বার হালকা শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হবে না। স্ক্যাল্পে অতিরিক্ত খুশকি, চুল পড়া বা চুলকানি থাকলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। সপ্তাহে একদিন গভীর কন্ডিশনিং মাস্ক ব্যবহার করলে চুল আরও মজবুত ও উজ্জ্বল হবে।

বর্ষাকাল মানেই শুধু রোমান্টিকতা নয়, চুলের জন্য সতর্কতাও বটে। সঠিক পরিচর্যা, স্বাস্থ্যকর অভ্যাস আর প্রয়োজনীয় পণ্যের ব্যবহার চুলকে এই মৌসুমেও প্রাণবন্ত ও ফ্রিজ-মুক্ত রাখতে সাহায্য করবে। বৃষ্টির দিনে সুন্দর চুল পেতে এখনই মনসুন হেয়ার কেয়ার রুটিন ঠিক করে নেওয়া উচিত।

ছবি: পেকজেলসডটকম ও ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৮: ৪৪
বিজ্ঞাপন