প্রাকৃতিকভাবে ত্বক সুন্দর ও স্বাস্থ্যবান রাখতে রক্ত চন্দনের কোনো জুড়ি নেই। এমনকি এর এমন কিছু গুণ আছে, যা ত্বকের বয়স ধরে রাখতেও সাহায্য করে। এতে এমন কিছু অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের প্রদাহ হ্রাস করতে, ত্বককে ফ্রি-রেডিক্যাল থেকে রক্ষা করতে এবং ত্বকের কোষগুলো ভালো রাখতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক, ত্বক ভালো রাখতে এই চন্দনের ৫টি চমৎকার গুণ।
ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করে
লাল চন্দনে রয়েছে ব্রণের বিরুদ্ধে লড়াই করতে পারে, এমন শক্তিশালী উপাদান। এটি রোমকূপের ব্যাকটেরিয়া হ্রাস করে ত্বককে জীবাণুমুক্ত রাখে। ফলে ত্বকে ব্রণের সমস্যা দেখা যায় না। এ ছাড়া এটি ত্বকের প্রদাহ হ্রাস করতেও সহায়তা করে। তাই ত্বককে ব্রণের হাত থেকে বাঁচাতে ব্যবহার করতে পারেন এই চন্দন।
ত্বকের দাগ হ্রাস করে
অনেক সময় সূর্যের আলোতে বেশিক্ষণ থাকায় কিংবা ব্রণের কারণেও আমাদের ত্বকে বিভিন্ন ধরনের দাগের সৃষ্টি হয়। লাল চন্দন কাঠের নির্যাস খুব সহজেই এ ধরনের দাগ দূর করতে পারে ও ত্বককে করে তুলতে পারে লাবণ্যময়।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
বর্তমানে দেখা যায়, অনেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে নানা ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করছেন। ফলে ত্বকের ওপর পড়ছে নানা ধরনের ক্ষতিকর প্রভাব। তাই এ ধরনের পণ্য ব্যবহার না করে ব্যবহার করতে পারেন লাল চন্দন। এর ক্ষতিকর কোনো প্রভাব নেই। প্রাকৃতিকভাবেই আপনার ত্বকে এনে দিতে পারে উজ্জ্বলতা।
ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে
জেনে অবাক হবেন, চন্দনে রয়েছে একধরনের প্রাকৃতিক তেল, যা আপনার ত্বককে আর্দ্র রাখতে পারে কোনো চিটচিটে ভাব ছাড়াই। সেই সঙ্গে এর নানা গুণের কারণে আপনার ত্বক থাকে সুন্দর, সতেজ ও মসৃণ। তাই প্রাকৃতিক কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে চাইলে বেছে নিতে পারেন চন্দনের তেল।
ত্বকের বয়স ধরে রাখতে সহায়তা করে
কে না চায় তাঁর ত্বক থাকুক দীর্ঘদিন কোমল, সুন্দর ও বলিরেখাহীন। যদিও বয়সের কারণে ত্বকে বলিরেখা, নানা দাগছোপ চলেই আসে। লাল চন্দনে থাকা এমন কিছু অ্যান্টি-অক্সিডেন্ট, যা এই প্রক্রিয়াকে মন্থর করে দিতে পারে। ফলে আপনার ত্বকে দীর্ঘদিন বয়েসের ছাপ বোঝা যায় না।
তবে আপনার ত্বকের ধরন অনুযায়ী এটি কীভাবে ব্যবহার করবেন, তা নির্ধারণ করতে হবে। এটি তেল হিসেবেও ত্বকে ব্যবহার করা যেতে পারে। আবার বিভিন্ন ধরনের মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। লাল চন্দনের গুঁড়ার সঙ্গে মধু ও টক দই মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। আবার অনেকে এটিকে এক্সফোলিয়েটর হিসেবেও ব্যবহার করে থাকেন। যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিক, তাই ত্বকে কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। এরপরেও ত্বকে ব্যবহারের আগে 'প্যাচ টেস্ট' করে নিন।
সূত্র: আয়ূর্বেদা ডট কম