
এই সময়ে তাদের ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তর পুরোপুরি গড়ে না ওঠায় শুষ্কতা, লালচে ভাব, চুলকানি কিংবা অ্যালার্জির মতো বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। শীতকালে এই সমস্যাগুলো আরও প্রকট হয়ে দাঁড়ায়। তাই শিশুদের জন্য এই সময়ে এমন সব উপাদানযুক্ত পণ্য বেছে নেওয়া জরুরি, যেগুলো মৃদু ও নিরাপদ হওয়ার পাশাপাশি ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখে। যা শুধু বাইরে থেকেই নয়, বরং ত্বকের ভেতর থেকে সুরক্ষা নিশ্চিত করবে। তাই বর্তমানে শিশুদের ত্বকের যত্নে দুধ ও প্রোবায়োটিকসমৃদ্ধ পণ্যের চাহিদা বাড়ছে।
দুধ দীর্ঘদিন ধরেই ত্বকের যত্নে একটি বিশ্বস্ত প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা প্রাকৃতিক ফ্যাট, প্রোটিন ও ভিটামিন শিশুর ত্বকের জন্য অত্যন্ত উপকারী। দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, শুষ্কতা কমায় এবং ত্বককে নরম ও মসৃণ রাখে। নিয়মিত দুধসমৃদ্ধ লোশন ব্যবহার করলে শিশুর ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক সহজে রুক্ষ হয়ে ওঠে না।

প্রোবায়োটিক আধুনিক স্কিন কেয়ারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, বিশেষ করে সংবেদনশীল শিশুর ত্বকের ক্ষেত্রে। প্রোবায়োটিক ত্বকের উপকারী অণুজীবগুলোকে সক্রিয় রেখে ত্বকের প্রাকৃতিক মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শিশুর ত্বকে অ্যালার্জি, র্যাশ বা সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। প্রোবায়োটিক ত্বকের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা বাড়িয়ে এসব সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে।
দুধ ও প্রোবায়োটিক একসঙ্গে কাজ করলে শিশুর ত্বকের জন্য তৈরি হয় একটি সম্পূর্ণ সুরক্ষাব্যবস্থা। দুধ ত্বককে দেয় প্রয়োজনীয় পুষ্টি ও ময়েশ্চার, আর প্রোবায়োটিক ত্বকের ভেতর থেকে সুরক্ষাস্তরকে শক্তিশালী করে। এই সমন্বয়ের ফলে ত্বক শুধু নরম ও মসৃণই থাকে না, বরং বাইরের ধুলাবালু ও জীবাণুর বিরুদ্ধেও নিজেকে ভালোভাবে রক্ষা করতে পারে। তাই শিশুর যত্নে দুধ ও প্রোবায়োটিকের সমন্বয়ে তৈরি মেরিল বেবি ডিপ ময়েশ্চারাইজিং লোশনগুলো বেছে নিতে পারেন। এতে থাকা প্রোবায়োটিক শিশুর ত্বকের মাইক্রোবায়োম ব্যালেন্স করে ত্বকের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে মিল্কের প্রাকৃতিক পুষ্টিগুণ ত্বককে রাখে নরম, মসৃণ ও প্রশান্ত। এ ধরনের লোশন ত্বকের শুষ্কতা রোধ করে দীর্ঘক্ষণ ধরে প্রয়োজনীয় ময়েশ্চার ধরে রাখে, ফলে শিশুর ত্বক সারা দিন স্বাচ্ছন্দ্যে থাকে। পুরোপুরি বেবি-সেফ ফর্মুলায় তৈরি এই লোশন ক্ষতিকারক কেমিক্যাল ও প্যারাবেনমুক্ত এবং বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত। পাশাপাশি অ্যালার্জি-ফ্রি ফর্মুলা হওয়ায় অ্যালার্জি–প্রোন স্কিনেও এটি নিরাপদে ব্যবহারযোগ্য।
শিশুর কোমল ত্বকের জন্য দুধ ও প্রোবায়োটিকের সমন্বয় একটি নিরাপদ ও আধুনিক সমাধান। প্রাকৃতিক পুষ্টি আর বৈজ্ঞানিক সুরক্ষার এই মেলবন্ধন শিশুর ত্বককে রাখে নরম, সুস্থ ও সুরক্ষিত। সঠিক সময়ে সঠিক যত্নই পারে শিশুর ত্বকের কোমলতা আর সুরক্ষা বজায় রাখতে।
ছবি: মেরিল