ত্বকের পিগমেন্টেশন দূর করতে
শেয়ার করুন
ফলো করুন

কোনো কারণে ত্বকের স্বাভাবিক বর্ণের বিকৃতিকেই সাধারণভাবে পিগনেন্টেশন বলা যায়। মূলত সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে বা অতিরিক্ত গরম আবহাওয়ায় পিগমেন্টেশন সমস্যা তৈরি হয়। এ ছাড়া পরিবেশের দূষণের কারণেও ত্বকে আসে বিবর্ণ ভাব। পিগমেন্টেশন সমস্যা দেখা দিলে ত্বকের রং তার সমস্বত্ব চরিত্র হারায়। কোথাও গাঢ়, কোথাও হালকা দাগের মতো দেখা দেয়।

আবহাওয়া এখন ত্বকের পক্ষে বড়ই প্রতিকূল। চলছে ভরা বর্ষার আষাঢ়। কিন্তু বাইরের ভ্যাপসা গরম অনুভূতি দিচ্ছে গ্রীষ্মকালের। অনাবৃষ্টির কবলে পড়ে কড়া রোদকেই সঙ্গী করে বাইরে চলাচল করতে হচ্ছে। ত্বকের ওপর দিয়ে যাচ্ছে ভয়াবহ ধকল। তাই পিগমেন্টেশন এড়াতে প্রতিদিনই প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন। কারণ, যত্ন ছাড়া দীর্ঘদিন ত্বক রোদে পুড়তে থাকলে পিগমেন্টেশন সমস্যা পরবর্তীকালে আর দূর হয় না। তাই পিগমেন্টেশন কেন হয় এবং এই সমস্যা মোকাবিলা করতে প্রয়োজনীয় রূপ-রুটিন সম্পর্কে থাকা চাই স্পষ্ট ধারণা, বললেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

মডেল: শর্মি, মেকওভার: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও, ছবি: হাদী উদ্দীন

পিগমেন্টেশনে ত্বকে ছোপ ছোপ দাগ হয়। এতে ত্বকের এক জায়গার রঙের সঙ্গে অন্য জায়গার রঙের পার্থক্য দেখা যায়। ত্বকের পিগমেন্টেশনের প্রধান কারণ হলো অতিরিক্ত মেলানিন তৈরি হওয়া। মেলানিন একধরনের হরমোন, যা ত্বকের রঙের ভিন্নতার জন্য দায়ী। সূর্যের অতিবেগুনিরশ্মির সংস্পর্শে এলে এটি ত্বকে মেলানোসাইট কোষ তৈরি করে। এ ছাড়া শারীরবৃত্তীয় কিছু সমস্যা, বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া, শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া ও দূষণের কারণেও ত্বকে এমন দাগ হতে পারে, জানালেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

বিজ্ঞাপন

পিগমেন্টেশন দূর করার ঘরোয়া উপায়

মডেল: আদিবা, মেকওভার: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও, ছবি: হাদী উদ্দীন

আপেল সিডার ভিনেগারে আছে পলিফেনলিক যৌগ, যা পিগমেন্টেশন কমাতে বেশ উপকারী। তাই প্রতিদিন এটি ত্বকে ব্যবহার করা যায়। তবে এটি সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে না, যেহেতু এর অ্যাসিডিটি অনেক বেশি। পানির সঙ্গে মিশিয়ে তুলা দিয়ে লাগাতে হবে ত্বকে।

আলু অ্যান্টি-পিগমেন্টেশন বৈশিষ্ট্যের জন্য বেশ পরিচিত। পিগমেন্টেড স্থান বা কালো দাগে বেশ ভালো কাজ করে এটি। ত্বকের পোড়া দাগ কমাতে বহুকাল আগে থেকেই আলু বা এর রস ব্যবহারের প্রচলন রয়েছে। এ জন্য একটি আলু অর্ধেক করে কেটে টুকরো করা অংশ পানিতে কিছু সময় ডুবিয়ে রাখতে হবে। এবার ১০ মিনিট ধরে গোল করে কাটা আলুর টুকরোটি দাগের জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ঘষতে হবে। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ত্বকের কালো দাগ কমাতে সপ্তাহে দুই বা তিনবার এ পদ্ধতিতে ত্বকে আলু ব্যবহার করা উচিত।

গ্রিন টি এক্সট্রাক্ট
গ্রিন টি এক্সট্রাক্ট
ছবি: পেকজেলসডটকম

ফিট থাকতে ব্ল্যাক টি অনেকেরই প্রতিদিনের সঙ্গী। কিন্তু অনেকেই জানেন না কালো চা ত্বকের কালো দাগ কমাতেও দারুণ। ত্বকে ব্ল্যাক টি ব্যবহারের নিয়ম একেবারেই সহজ। চা তৈরি করে তাতে কটন বল বা তুলা ভিজিয়ে ত্বকের কালো জায়গায় ব্যবহার করতে হবে। এই পদ্ধতি দাগ কমাতে দিনে অন্তত দুবার ব্যবহার প্রয়োজন।

বিজ্ঞাপন

এদিকে নারকেল তেল ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এ ছাড়া সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকেও তা ত্বককে রক্ষা করে। হাতে কয়েক ফোঁটা তেল নিয়ে এমনভাবে ম্যাসাজ করতে হবে, যাতে ত্বকের গভীর পর্যন্ত যায়। এভাবে ত্বকে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত তেল রেখে দিতে হবে। ত্বক আস্তে আস্তে তেল শোষণ করে নেবে। এরপর ত্বক ধুয়ে ফেলতে হবে। কাল দাগ কমাতে সপ্তাহে তিনবার অবশ্যই তেল ব্যবহার করতে হবে।

মডেল: আদিবা, মেকওভার: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও, ছবি: হাদী উদ্দীন

চন্দনের অনেক গুণই আছে। এর মধ্যে একটি হলো দ্রুত সময়ে ত্বকের কালো দাগ দূর করে। চন্দন ও গোলাপজল মিশিয়ে প্রথমে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার পেস্টটি মুখে লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। মিশ্রণটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে

প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ১০: ৫৮
বিজ্ঞাপন