দ্রুত চুলের বৃদ্ধি ও টাকের সমাধান রয়েছে যে উপাদানে
শেয়ার করুন
ফলো করুন

২০১৫ সালে করা এক গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বা বংশগতভাবে টাক হয়ে যাওয়ার আশঙ্কা আছে, রোজমেরি তেল সরাসরি তাঁদের চুল পড়া প্রতিরোধ করতে সাহায্য করে। অন্যদিকে, ২০১০ ও ২০১১ সালে আলাদাভাবে করা দুটি ক্লিনিক্যাল গবেষণায় এসেছে, অ্যালোপেসিয়া রোগীদের নতুন করে চুল গজাতে সহায়তা করে। আরেকটি গবেষণায় ফলাফল বলছে, টেস্টোস্টেরনের কারণে টাক হয়ে গেলে সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে রোজমেরিপাতার নির্যাস।

বিশেষজ্ঞরা রোজমেরি তেলকে চুলের বৃদ্ধিতে ব্যবহৃত সবচেয়ে কার্যকর ওষুধ মিনোক্সিডিলের সেরা বিকল্প হিসেবে আখ্যা দিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে একে মিনোক্সিডিলের চেয়েও এগিয়ে রাখছেন। কারণ, রোজমেরি তেল ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকলেও সেটার পরিমাণ খুবই কম। চুল লম্বা করতে বা নতুন চুল গজানো ছাড়াও রোজমেরি তেল বিভিন্ন কারণে হওয়া মাথার ত্বকের ইরিটেশন বা জ্বালাপোড়া এবং খুশকি কমাতে পারে। কারণ, এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। আবার অকালে চুল পাকার সমস্যা প্রতিরোধ ও সমাধান করতে পারে এটি।

বিজ্ঞাপন

ঘরেই বানানো যায় এই তেল

অনেক ব্র্যান্ডের রোজমেরি তেল পশ্চিমা বাজারে পাওয়া যাচ্ছে। তবে আমাদের দেশের বাজারে নয়। পাওয়া গেলেও সাশ্রয়ী নয়। তবে চাইলে দুটি পদ্ধতি মেনে ঘরেই খুব সহজে রোজমেরি তেল তৈরি করতে পারবেন। এ জন্য প্রয়োজন হবে তাজা বা শুকনা রোজমেরিপাতা ও যেকোনো ক্যারিয়ার অয়েল। তাজা ও শুকনা রোজমেরিপাতা যেকোনো সুপারশপে সুলভ মূল্যে পাওয়া যাবে।

প্রথম পদ্ধতি

১. এ জন্য দরকার হবে ৩ বা ৪টি তাজা রোজমেরির স্প্রিগ বা ডাঁটা এবং ২ কাপ বা ৪৭৫ মিলিলিটার ক্যারিয়ার তেল। এ ক্ষেত্রে নারকেল, জলপাই, কাঠবাদাম বা জোজোবা তেল ব্যবহার করা যাবে।

২. প্রথমে তাজা রোজমেরির স্প্রিগ বা ডাঁটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পাতাগুলোকে আলাদা করে শুকিয়ে নিতে হবে। মনে রাখবেন, ভেজা পাতা তেলে দিলে তেল ছিটে দুর্ঘটনা ঘটতে পারে।

৩. এরপর একটি ছোট সসপ্যানে নিজের পছন্দমতো তেল নিয়ে অল্প আঁচে জ্বাল দিতে হবে।

৪. গরম তেলে খুব সাবধানে রোজমেরিপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এরপর চুলার জ্বাল একদম কমিয়ে অন্তত এক ঘণ্টা জ্বাল দিন। এতে রোজমেরিপাতার সমস্ত নির্যাস তেলের সঙ্গে মিশে যাবে।

৫. এক ঘণ্টা হয়ে গেলে চুলা বন্ধ করে তেলটি ঠান্ডা করে নিন।

৬. সবশেষে ছাঁকনি নিয়ে তেলটা ছেঁকে একটি কাচের জারে ভরে নিলেই তৈরি রোজমেরি তেল।

ছবি: উইকিপিডিয়া, পেকজেলসডটকম ও ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৮: ৩১
বিজ্ঞাপন