রঙিন চুলের যত্ন
শেয়ার করুন
ফলো করুন

যে কোন উৎসব বা আয়োজন উপলক্ষে বা বিশ্ব ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই চুলে রং করেছেন। আর বর্তমান ট্রেন্ড অনুযায়ী, চুলে বিচিত্র সব রং করার প্রবণতা দেখা যাচ্ছে এ দেশেও। ঝোঁকের বশে বা মনমতো লুক পেতে চুল কালার করার পরই কিন্তু চুলের যত্ন নিয়ে শুরু হয় নানা চিন্তা। তাই হেয়ার কালার করার আগে অবশ্যই চুলের স্বাস্থ্যের ব্যাপারে একটু পড়াশোনা করে নেওয়া জরুরি। রূপবিশেষজ্ঞদের মতে, সঠিক যত্নের অভাবে চুলের জীবনীশক্তি হারিয়ে যায়। রাঙানো চুলের বিশেষ খেয়াল রাখতে কিছু কার্যকর টিপস দিয়েছেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

প্রথমেই চুলের জন্য কোন রংটি মানানসই, সেটি আগে বাছাই করতে হবে। অবশ্যই অ্যামোনিয়া নেই, এমন রং চুলে ব্যবহার করা উচিত। এতে চুলের ক্ষতি কম হবে।

চুলে গোড়ায় তেল দিলে তা চুলের পুষ্টি জোগাতে অনন্য ভূমিকা রাখতে পারে। কালার ব্যবহারের কারণে চুল রুক্ষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই রাঙানো চুলে নিয়মিত তেল লাগাতে হবে। শ্যাম্পু করার আগে হট অয়েল ম্যাসাজ নিলে ভালো। তুলা কিংবা আঙুলে তেল নিয়ে চুলের গোড়ায় আলতোভাবে ম্যাসাজ করতে হবে।

বিজ্ঞাপন

রঙিন চুলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। সপ্তাহে দুই থেকে তিন দিন পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এরপর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার চুলের রুক্ষ ভাব কাটায় এবং পুষ্টি জোগায়। এতে চুলের কোমল ভাব অক্ষুণ্ন থাকবে, কালারও থাকবে সুরক্ষিত। তাই রঙিন চুলের যত্নে কন্ডিশনার অপরিহার্য।

রঙিন চুলের জন্য সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। এতে চুল আর্দ্র থাকবে।

চুল ধোয়ার পর ব্যবহার করা যায় হেয়ার সিরাম। আধভেজা চুলে কয়েক ফোঁটা হেয়ার সিরাম দিলে তা চুলের পুষ্টি ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

বিজ্ঞাপন

তাপ উৎপাদনকারী যে কোনো যন্ত্রের যথেচ্ছ ব্যবহার চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর মধ্যে আছে হেয়ার-স্ট্রেটনার, হেয়ার-ড্রায়ার কিংবা কার্ল করার মেশিন। এগুলো ব্যবহারের ফলে চুলের সৌন্দর্য সাময়িকভাবে বাড়লেও চুলের রং দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই এগুলো থেকে চুলকে যথাসম্ভব দূরে রাখতে হবে।

চুল ধোয়ার সময় গরম পানি এড়িয়ে চলতে হবে। চেষ্টা করতে হবে স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা পানি ব্যবহার করতে।

সূর্যের তাপ রঙিন চুলের জেল্লা একেবারেই নষ্ট করে দেয়। তাই বাইরে বের হওয়ার সময় টুপি কিংবা স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখলে ভালো ফল পাওয়া যাবে।

ছবি: হাল ফ্যাশন আর্কাইভ

প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৮: ৫৪
বিজ্ঞাপন