ত্বকের যত্নে অ্যালোভেরার চেয়েও উপকারী হতে পারে চিরচেনা ক্যাকটাস
শেয়ার করুন
ফলো করুন

অনেকের কাছে ক্যাকটাস শুধুই সৌন্দর্যবর্ধনকারী গাছ। কিন্তু ত্বক ও চুলের জন্য এর উপকারিতা ও ব্যবহার নিয়ে তেমন কোনো ধারণা নেই অনেক সৌন্দর্যপ্রেমীর। এটি একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও ইলেকট্রোলাইটে ভরপুর, যা ত্বককে সূর্যের ক্ষতির বিরুদ্ধে রক্ষার পাশাপাশি, এর কোলাজেন বার্ধক্যজনিত ক্ষতির বিরুদ্ধে লড়াই করে। এ ছাড়া ক্যাকটাস বেশ সহজলভ্য। তাই চাইলেই খুব সহজেই এটি রূপ-রুটিনে জায়গা করে নিতে পারে। জেনে নেওয়া যাক লাবণ্যময়ী ত্বক পেতে ক্যাকটাস কীভাবে ব্যবহার করতে হবে।


১. ব্রণ নিরাময়ে

ত্বকের যত ধরনের বিরক্তিকর সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ব্রণ। এ থেকে মুক্তি পেতে ব্যবহার করা যেতে পারে ক্যাকটাসের তেল। ক্যাকটাসের তেল অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসমৃদ্ধ। কয়েক ফোঁটা তেল নিয়ে নিয়মিত ত্বকে ব্যবহার করলে কয়েক দিন পর ফলাফল দেখে যে কেউ অবাক হতে বাধ্য।

২. শুষ্ক ত্বকের জন্য

ত্বকের শুষ্কতা রোধে ক্যাকটাস হতে পারে সহজ সমাধান। যদি বাসায় ক্যাকটাসগাছ থাকে, তবে সেখান থেকে একটি পাতা কেটে নিয়ে পাতা থেকে জেল বের করে নিতে হবে। যেহেতু এই জেল প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসমৃদ্ধ, তাই ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে এটি সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। এ ছাড়া এটি শুষ্ক চুলের জন্য একইভাবে কাজ করে। যেহেতু ক্যাকটাসে প্রচুর পরিমাণে পানিও রয়েছে, তাই এটি শুষ্ক চুলের হাইড্রেশনের একটি দুর্দান্ত উত্স। ঝলমলে মসৃণ চুল পেতে চাইলে সপ্তাহে দুইবার চুলে ক্যাকটাসের জেল ব্যবহার করা যেতে পারে।

বিজ্ঞাপন

৩. সতেজ ত্বক পেতে

নিস্তেজ ত্বকের জন্য ক্যাকটাসের ফেস মাস্ক দারুণ কার্যকর। মাস্ক তৈরিতে লাগবে এক টেবিল চামচ ক্যাকটাসের জেল, এক টেবিল চামচ মধু, এক চা-চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ অ্যালোভেরা। একটি ব্লেন্ডারের সাহায্যে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো ফল পেতে সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেস মাস্কটি ব্যবহার করতে হবে।


৪. ট্যান থেকে মুক্তি পেতে

ত্বকের ট্যান নিয়ে চিন্তিত হলে ব্যবহার করতে পারেন ক্যাকটাসের জেল। যাতে রয়েছে ইলেকট্রোলাইট, এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং এর অ্যান্টি-অক্সিডেন্টগুলো ত্বককে ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, যা খুব সহজেই ত্বককে ট্যান থেকে মুক্তি দেয়।

বিজ্ঞাপন

৫. ত্বককে বয়সের ছাপ থেকে মুক্তি দেয়

কে না চায় তাঁর ত্বক থাকবে সর্বদা সুন্দর এবং লাবণ্যময়। কিন্তু এর মধ্যে বাধা হয়ে দাঁড়ায় বয়সের ছাপ। তবে এটি থেকেও মুক্তি দেবে ক্যাকটাস। ক্যাকটাসের বীজ থেকে যে তেল উৎপন্ন হয়, তা অ্যান্টি-অ্যাজিং বৈশিষ্ট্যগুলোর বিরুদ্ধে কাজ করে।

এই তেল একটি কটন প্যাড ভিজিয়ে নিয়ে মুখের ত্বকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তবে ক্যাকটাসের গাছ থেকে পাতা কাটার সময় সতর্ক থাকতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে।

তথ্যসূত্র: অ্যালিউর

ছবি: পেকজেলস ডট কম

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৫
বিজ্ঞাপন