রোদে পোড়া ত্বকে কালচে ভাব দূর করা নিয়ে সবাই-ই বেশ চিন্তিত থাকেন। কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মিও যে ত্বকের জন্য খুবই ক্ষতিকর, এমনকি ত্বকের ক্যান্সারও হতে পারে সে বিষয়টি নিয়েও কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। ত্বককে সূর্যের এই রশ্মি আর তাপ থেকে রক্ষা করতে তাই সবসময় অবশ্যই সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করা চাই। বিশেষ করে দিনের বেলা বাইরে বের হওয়ার আগে এগুলো অবশ্যই ব্যবহার করা উচিৎ।
তবে সানস্ক্রিন ও সানব্লক কি একই জিনিস নাকি আলাদা? এই বিষয়টি নিয়ে অনেকেরই বিভ্রান্তি রয়েছে। আজকের লেখায় চলুন বিস্তারিত জেনে নেই সানস্ক্রিন ও সানব্লক সম্পর্কে। সানব্লক- সানব্লক ব্যবহার ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে একটি বাহ্যিক বাধা হিসেবে কাজ করে। সানব্লকে জৈব এবং অজৈব উপাদান থাকে। তাই সানব্লক ব্যবহারের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে প্রবেশ করতে পারে না। সানস্ক্রিন- সবাই বেশিরভাগ সানস্ক্রিনটাই ব্যবহার করে থাকেন।
সানব্লক কাজ করে ব্যারিয়ার বা ঢাল হিসেবে আর সানস্ক্রিন কাজ করে রাসায়নিকভাবে কিছুটা ভেতর থেকে। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে যে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পরতে পারে, তা প্রতিরোধ করে সানস্ক্রিন। সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের অতিবেগুনি রশ্মি কিছুটা প্রবেশ করে ঠিকই, কিন্তু ধ্বংস করে দেয় এর ক্ষতিকর প্রভাব। শুধু তাই নয়, সানস্ক্রিন সূর্যের প্রভাবে ত্বকে অবমুক্ত ভিটামিন ডি আর অন্যান্য উপকারী উপাদানগুলো শোষণ করে নিতে ত্বককে সাহায্য করে।
তাই দিনের বেলা বাইরে বের হওয়ার আগে সবসময় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে সানস্ক্রিন কেনার আগে অবশ্যই এসপিএফ লেভেল দেখে, বুঝে কেনা উচিৎ। সানব্লক ও সানস্ক্রিনের মধ্যে পার্থক্যগুলো এক নজরে তবে দেখে নেওয়া যাক। সানব্লক আপনার ত্বককে ইউভিবি রশ্মি থেকে রখা করে আর সানস্ক্রিন আপনার ত্বককে ইউভিএ রশ্মি থেকে রক্ষা করে।
সানব্লক আপনার ত্বকের বাইরের স্তরে এক রকম বাধার সৃষ্টি করে ও সব ক্ষতিকারক রশ্মি প্রতিফলিত করে আপনার ত্বককে জ্বলে যাওয়ার হাতে থেকে রক্ষা করে। সানস্ক্রিন আপনার ত্বকের সংস্পর্শে আসা ক্ষতিকারক রশ্মিগুলোকে ফিল্টার করে।
সানব্লক কাজ করে বাহ্যিকভাবে ব্যারিয়ার তৈরি করে। সানস্ক্রিন ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি প্রতিরোধ করে রাসায়নিকভাবে। এছাড়াও ত্বককে রাখে সজীব ও সুস্থ।
সানব্লক সূর্যের আলো ও ত্বকের মাঝে ঢাল হিসেবে কাজ করায় এর ঘনত্ব বেশ অস্বচ্ছ ও পুরু। সানস্ক্রিনের ঘনত্ব লোশনের মতো।
প্রখর রোদের নিচে থেকে সারাদিন কাজ করতে বের হচ্ছেন? তাহলে সানব্লক ব্যবহার করুন। কারণ, সানব্লক রোদে পোড়াভাব প্রতিরোধ করতে অধিক কার্যকরী।
সানস্ক্রিনের ঘনত্ব খুব একটা পুরু না হওয়ায় এটি নিয়মিত ব্যবহারের জন্য খুব ভালো। এটি চিটচিটে না হওয়ায় মেকআপ করার সময় খুব ভালোভাবে বসে।
সানব্লক ব্যবহারের সঙ্গে সঙ্গেই রোদে, সূর্যের আলোতে বাইরে যেতে পারবেন। সানস্ক্রিন ত্বকে ব্যবহারের ৩০ মিনিট পরে রোদে, বাইরে বের হবেন। কারণ সানস্ক্রিন সে সময় থেকে কার্যকরী হওয়া শুরু করে।
সূত্র: অ্যালিউর
ছবি: মেহেনীল তাসনিম জয়া
শাড়ি: মাতৃক