চোখের যত্নে আই ক্রিম
শেয়ার করুন
ফলো করুন

চোখের চারপাশের ত্বকের সমস্যা শুধু বয়স বাড়লেই হবে এমন নয়, সংবেদনশীল এই অংশে যেকোনো বয়সেই বলিরেখা, ফাইন লাইন, ফুলে যাওয়া, শুষ্কতা, ডার্ক সার্কেল হতে পারে।

কেন হয়

চোখের ত্বক অনেক বেশি ভঙ্গুর। এই অংশে শুষ্কতার প্রবণতাও বেশি। এ ছাড়া সূর্যের ক্ষতিকর রশ্মি, অবিরাম কাজের ফলে চোখের নিচের অংশে পানি জমে চোখ ফুলে যাওয়া, কালো দাগ হওয়া, বলিরেখাসহ বেশ কিছু সমস্যা দেখা দেয়।

মডেল: সাথি, ছবি: সাইফুল ইসলাম
মডেল: সাথি, ছবি: সাইফুল ইসলাম

কেন প্রয়োজন আই ক্রিম

অনেকের মুখের ত্বকের উপযোগী লোশন বা ক্রিম চোখের চারপাশেও ব্যবহার করেন। এতে শুষ্কতা ও অন্যান্য সমস্যার কিছুটা সমাধান মেলে। কিন্তু মুখের ত্বকের ক্রিম বা লোশন চোখের সংবেদনশীল ত্বকের উপযোগী করে তৈরি করা হয় না। প্রাথমিক সমাধানের জন্য এগুলো কিছুটা কার্যকর হলেও, দীর্ঘমেয়াদি সমস্যায় কাজ করে না। তাই আই ক্রিম ব্যবহার করা উচিত। কেননা শুধু চোখের নিচের ত্বকের সুরক্ষার জন্যই বিশেষ ফর্মুলায় তৈরি হয়ে এই ক্রিম। আই ক্রিম মূলত অন্যান্য ক্রিমের তুলনায় কিছুটা গাঢ় ঘনত্বের হয়ে থাকে। তাই চোখের নিচের পাতলা ত্বকের গভীরে গিয়ে সুরক্ষা দিতে পারে। এ জায়গার ত্বক যেহেতু বেশি শুষ্ক, তাই আই ক্রিমে তেলের পরিমাণও থাকে বেশি, যা অন্যান্য ফেসিয়াল ক্রিমে থাকে না। এ ছাড়া আরও কিছু সক্রিয় উপাদান থাকে, যা চোখের জন্যই বিশেষভাবে প্রয়োজন।

বিজ্ঞাপন

আই ক্রিমে যে উপাদান থাকা উচিত

* চোখের বলিরেখা ও ফাইন লাইন কমাতে আই ক্রিমে ভিটামিন সি, রেটিনল, পেপটাইডের মতো উপাদান প্রয়োজনীয়।
* চোখের ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে প্রয়োজন সিরামাইড ও হায়ালুরোনিক অ্যাসিড।
* ত্বকের রুক্ষতা কমাতে আই ক্রিমে থাকতে হবে রেটিনল ও হায়ালুরোনিক অ্যাসিড।
* এ ছাড়া ভিটামিন বি থ্রি, কোজিক অ্যাসিডে কমাতে সাহায্য করে কালো দাগ বা ডার্ক সার্কেল; যা ভালো মানের আই ক্রিমে থাকা জরুরি।

মডেল: তাসনিয়া, ছবি: সাইফুল ইসলাম
মডেল: তাসনিয়া, ছবি: সাইফুল ইসলাম

ব্যবহারের নিয়ম

* প্রথমেই মুখ হালকা কোনো ক্লিঞ্জার দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
* মুখ মুছে পছন্দের টোনার পুরো মুখে স্প্রে করতে হবে।
* টোনার শুকিয়ে গেলে কয়েক ফোঁটা সিরাম মুখে ব্যবহার করে কয়েক মিনিট হালকা করে ম্যাসাজ করতে হবে। এতে ত্বক আর্দ্র ও নরম হবে।
* এবার প্রয়োজনমতো আইক্রিম নিয়ে মাঝের আঙুল দিয়ে চোখের ওপরের ও নিচের ত্বকে হালকাভাবে ম্যাসাজ করতে হবে। এ সময় আইল্যাস ব্যবহার করা চলবে না।
* শেষে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

মডেল: সাথি, ছবি: সাইফুল ইসলাম
মডেল: সাথি, ছবি: সাইফুল ইসলাম

প্রয়োজনীয় পরামর্শ

* চোখের নিচে বা ওপরে জোড়ে ম্যাসাজ করা যাবে না।
* চোখের নিচে একটু বেশি পরিমাণ আই ক্রিম ব্যবহার করা উচিত। কারণ, কিছু সময় পর ত্বক প্রয়োজনীয় ক্রিম শুষে নেবে।
* চোখের ওপরের অংশে আই ক্রিম ব্যবহার না করাই ভালো। চোখের ভেতরে যেন কোনোভাবেই আই ক্রিম প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সূত্র: ওয়েব এমডি, ফ্লুর অ্যান্ড বি

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭: ৫৩
বিজ্ঞাপন