শীতের মৌসুমে সঙ্গে রাখুন শিয়া বাটার
শেয়ার করুন
ফলো করুন

অনেকেই আছেন যাঁরা নিজেদের রূপরুটিনে প্রাকৃতিক উপাদানই রাখতে বেশি পছন্দ করেন। তাঁদের জন্য এই শীতের সবচেয়ে ভালো সঙ্গী হলো শিয়া বাটার। এটি বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ থাকায় ত্বক আর চুলকে করে তোলে সুন্দর, সতেজ ও মসৃণ। চলুন, জেনে নেওয়া যাক, শীতকালে ত্বক ও চুলের যত্নে কীভাবে ব্যবহার করতে পারেন শিয়া বাটার।

ত্বক কোমল রাখতে

শীত মানেই রুক্ষ ও শুষ্ক ত্বক। যদি রূপরুটিনে থাকে শিয়া বাটার, তবে এ মৌসুমেও ত্বক থাকবে সুন্দর, সতেজ ও কোমল। কারণ, এটি ত্বককে রাখে হাইড্রেটেড। এ ছাড়া এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যসমৃদ্ধ, যা ত্বকের ওপরের আবরণে একধরনের সুরক্ষা স্তর তৈরি করে এবং ত্বককে শীতের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে সাহায্য করে।

ঝলমলে ও মসৃণ চুলের জন্য

শীতের মৌসুমে চুল নিষ্প্রাণ হতে শুরু করে। চুলে আসে একধরনের জীর্ণ-শীর্ণ ভাব। তবে শিয়া বাটার ব্যবহার করে যেকোনো সময় চুলে ফিরিয়ে আনতে পারেন প্রাণ। এ জন্য আপনাকে চুলের যত্নে অতিরিক্ত কোনো কিছুই করতে হবে না। অল্প পরিমাণে শিয়া বাটার নিন এবং তা আপনার চুলে লাগিয়ে এক ঘণ্টার মতো রেখে ভালোভাবে শ্যাম্পু করে নিন।

বিজ্ঞাপন

ঠোঁট নরম রাখতে

শীতকালে সবচেয়ে বড় যে সমস্যাটির সম্মুখীন হতে হয়, তা হলো ঠোঁট ফাটা। এই মৌসুমে প্রায় কমবেশি সবার ঠোঁট শুষ্ক হয়ে যায়। তবে শীতে ঠোঁট নরম ও কোমল রাখতে শিয়া বাটারের কোনো জুড়ি নেই। ঘুমানোর আগে অল্প পরিমাণে শিয়া বাটার ঠোঁটে লাগিয়ে নিন। এটি সারা রাত আপনার ঠোঁটকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি একে করে তুলবে নরম, কোমল ও মসৃণ।

পা ফাটা রোধ করতে

শীতে ত্বকের অন্যতম সাধারণ ও বিরক্তিকর সমস্যা হলো পা ফাটা। দেখতে খারাপ লাগার পাশাপাশি চলতে–ফিরতেও হয় নানা ঝামেলা। যেহেতু শিয়া বাটার বেশ হাইড্রেটিং, তাই এটি পা ফাটা রোধ করতে পারে খুব সহজেই। রাতে ঘুমানোর আগে সমান পরিমাণে শিয়া বাটার নিয়ে পায়ে কিছুক্ষণ ম্যাসাজ করে নিন। তাহলে পা ফাটার প্রবণতা কমে যাবে।

বয়সের ছাপ প্রতিরোধে

শিয়া বাটার ময়েশ্চারাইজিংয়ের জন্য দুর্দান্ত একটি প্রাকৃতিক উপাদান। তাই এটি অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যসমৃদ্ধ। এটি আপনার ত্বককে বয়সের ছাপ থেকে রক্ষা করতে পারে। তাই চাইলে শীতকাল ছাড়াও অন্যান্য সময়েও ব্যবহার করতে পারেন শিয়া বাটার। তবে যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত ও ব্রণপ্রবণ তাঁরা এড়িয়ে চলুন।

ছবি: পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৭: ০০
বিজ্ঞাপন