ফাহমিদা শিকদার
ঈদ মানেই সাজপোশাকের সমারোহ। এই সাজ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে, যদি হেয়ার স্টাইলটি সঠিক না হয়। তাই তো প্রতি ঈদের আগেই রূপসদনে ভিড় জমান সবাই হেয়ারকেয়ার ট্রিটমেন্ট, হেয়ারকাট, হেয়ার স্টাইল করতে। চুল রাঙানোর ব্যাপারেও সবার প্রবল আগ্রহ দেখা যায় ঈদ সামনে রেখে। দেশের অন্যতম প্রধান সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের প্রতিষ্ঠাতা ফারজানা শাকিলের সঙ্গে কথা বলে জানা গেল এবারের ঈদের বিউটি ট্রেন্ড, হেয়ার ট্রেন্ড এবং কেয়ারকেন্দ্রিক ট্রিটমেন্টের ব্যাপারে।
ফারজানা শাকিল প্রথমেই জানান, এবার ঈদের বিউটি ট্রেন্ড সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ। তিনি বলেন, ঈদ উপলক্ষে এবার হেয়ারকেয়ার ট্রিটমেন্টের মধ্যে ফ্ল্যাট ট্রিটমেন্টটি খুব চলেছে। রিবন্ডিং করা চুলের ড্যামেজ রিপেয়ারের জন্য এটি বেশ ভালো কাজ করে। বেশ কিছু দিন আগেও সবার চুল রিবন্ডিং করার প্রতি বেশ আগ্রহ ছিল। এখন সেই জায়গা দখল করেছে শাইন বন্ড। শাইন বন্ড অনেকটা রিবন্ডিংয়ের মতো, তবে এতে চুল অনেক বেশি ঝলমলে ও উজ্জ্বল দেখায়। একে একদম নতুন ট্রেন্ডও বলা যেতে পারে।
এবারের ঈদ একেবারেই গ্রীষ্মের খরতাপের মধ্যে পড়েছে। তাই সবাই চুল ছোট করাকে বেশি প্রাধান্য দিয়েছে। হেয়ার কাটের ভেতর বিভিন্ন রকমের অ্যাংগেলড বব হেয়ার কাটটি এবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অ্যাংগেলড ববে সামনের দিকে চুল লম্বা থাকে এবং পেছনে সাধারণ বব কাটের মতোই ছোট থাকে। হেয়ার কাটটি বেশ আরামদায়ক। এ ছাড়া লম্বা চুলের কাটের মধ্যে স্কয়ার কাট, ভলিউম কাটের আবেদন ঠিক আগের মতোই আছে।
ঈদ উপলক্ষে অনেকে চুল রং করছে। বিশেষ করে টিনএজার মেয়েদের মধ্যে চুলে রং করার প্রবণতা বেশি দেখা গেছে। এর মধ্যে বালিয়াজ অমব্রে এখন বেশ জনপ্রিয়। পাশাপাশি এখন অনেককেই চুলে লাল, নীল, ধূসর, সবুজের মতো বোল্ড রং করতে দেখা গেছে।
ঈদে সবাই চায় নিজের ত্বক স্বাস্থ্যোজ্জ্বল ও সতেজ দেখাক। এ জন্য ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে বিশেষ কিছু ফেসিয়ালের ব্যবস্থা ছিল। এর মধ্যে ভেষজ বা আয়ুর্বেদিক ফেসিয়ালের চাহিদা সবচেয়ে বেশি। অনেক ক্লায়েন্ট আছে যারা ত্বকে রাসায়নিকের প্রভাবের ব্যাপারে বেশ সচেতন। তারাই এই ফেসিয়ালটি বেশি করছে বলে তিনি জানান। এই ফেসিয়ালে সব অরগানিক প্রোডাক্ট ব্যবহার করা হয়।
এবার ঈদে ত্বক ও চুলের পাশাপাশি হাত-পায়ের যত্নের বিশেষ ব্যবস্থা ছিল ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে। বডিকেয়ারে তাদের সিগনেচার সার্ভিস হচ্ছে ‘ম্যানি-পেডি স্পা’ অর্থাৎ ম্যানিকিওর ও পেডিকিওর স্পা। রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে হাত-পায়ের ত্বক অনেক রুক্ষ হয়ে যায়, রোদে পুড়ে যায়। এই ড্যামেজ রিপেয়ারের জন্য এ ধরনের স্পা অনেক বেশি কার্যকর। ঈদের পরেও এসব সেবা নেয়া যাবে বলেও জানান।
এরপরই আসে আইব্রোর কথা। আইব্রো থ্রেডিং আগে বেশ চললেও এখন আইব্রো ওয়াক্সিংয়ের জনপ্রিয়তা বেশি। ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের কর্মীরা বেশ দক্ষতার সঙ্গে কাজটি করে থাকেন।
এবার ঈদের মেহেদি ট্রেন্ড সম্পর্কে জানতে চাওয়া হয় ফারজানা শাকিলের কাছে। তিনি বলেন, এবার মেহেদির ট্রেন্ডটি খুব মিনিমাল। এখন আগের মতো কেউ হাত ভরিয়ে মেহেদি দিতে চায় না। সবাই ট্যাটুর মতো করে হাতে বা আঙুলে একটি বিশেষ ডিজাইন করায় আগ্রহ দেখিয়েছে।
২০ রোজার আগে সেবাগ্রহীতাদের সংখ্যা অনেক কম থাকলেও ঈদের কাছাকাছি সময়ে এসে অনেক বেড়েছে। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফারজানা শাকিল। গত দুই বছরে অতিমারির জন্য ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এ বছর এই ক্ষতি খানিকটা পুষিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ছবি: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন